02/12/2024
"সালমান শাহ: তারুণ্যের প্রতীক ও চিরস্মরণীয় নায়ক"
সালমান শাহ, একজন কিংবদন্তি অভিনেতা যিনি বাংলাদেশের চলচ্চিত্রে নতুন যুগের সূচনা করেছিলেন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম ছিল শা মোহাম্মদ শাহরিয়ার ইমন। অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন দেশের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে তার যাত্রা শুরু হয়। এরপর ২৭টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। তার অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্ব তাকে বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে অবিস্মরণীয় করে তুলেছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তার অকালমৃত্যু আজও দর্শকদের মনে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। তবুও তার কাজ ও স্মৃতি তাকে আমাদের মাঝে চিরঞ্জীব করে রেখেছে।
#সালমান_শাহ #বাংলা_চলচ্চিত্র #বাংলার_নায়ক #চিরস্মরণীয় #কেয়ামত_থেকে_কেয়ামত #চলচ্চিত্র_তারকা #তারুণ্যের_প্রতীক #বাংলার_প্রিয়মুখ #অকালপ্রয়াত #চিরঞ্জীব_স্মৃতি