MD.Sagor

MD.Sagor Iam new rising creator

যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখিনি, অবশেষে কোথাও কেউ নেই।😞হুমায়ুন আহমেদ।
30/01/2025

যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখিনি, অবশেষে কোথাও কেউ নেই।😞

হুমায়ুন আহমেদ।

05/01/2025

অভিভাবক দের খুশি করতে পরীক্ষার ৯৫-৯৯ নাম্বার দিয়ে মেধাশুন্য শিশু তৈরীর বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম কিন্ডার গার্টেন।

14/11/2024

কিছুদিন আগেই বসুন্ধরায় গিয়েছিলাম।। দেখি বসুন্ধরা কনভেনশন সেন্টারে কনসার্ট চলছে।।
ঢুকার মুখে সিকিউরিটি দাঁড়ানো।।
জিজ্ঞেস করলাম টিকিটের দাম কত।।
বললো ফ্রি।।
আনন্দে চোখে পানি চলে আসলো।। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মন থেকে দোয়া করলাম।।
ভিতরে ঢুকে দেখি তখনো সাউন্ড রেডি করছে।।। কিছুক্ষণ পরে কনসার্ট শুরু হল।।
হায়রে এতো দেখি মাহফুজুর রহমানের কনসার্ট।।
মাহফুজুর রহমান বিকট শব্দে "দাইমা দাইমা" গাইছে।।
দৌড়ে বের হতে যাবো দেখি দরজা লক।। সিকিউরিটি ম্যান কে বললাম ভাই দরজা খুলেন।।
সেই ব্যাটা হাসি দিয়া বলে
স্যার ঢুকা ফ্রি।।। কিন্তু বের হতে ৩০০০ টাকা লাগবে।।

14/11/2024

কতদিন সন্ধ্যাবেলায় ঘরে ফেরা হয় নি?

চা - বাগান!
01/11/2024

চা - বাগান!

30/09/2024

একটু মাস্তি😁
Viral video

27/08/2024

ড. ইউনুস স্যার কত সুন্দর করে বলেছেন "আমাদের কাজে বাধা দিবেন না; আমাদেরকে ঘেরাও করবেন না। আমাদেরকে কাজ করতে দিন, কাজ করার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না। আপনাদের যা দাবি আছে আপনারা লিখিতভাবে দিন; আমরা সব পূরণ করার অবশ্যই চেষ্টা করব। আমরা আপনাদের বিরুদ্ধ দল নই।"

27/08/2024

তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতারে ঢাকার রাস্তায় মিস্টি বিলি করছেন হিরো আলম!

আলজেরিয়ার ভাইরাল ভিডিয়োটা নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন, আপনাদের প্রশংসা কুড়িয়েছে ইমাম সাহেব। কিন্তু ভিডিয়োতে চমৎকার একটা ...
22/04/2023

আলজেরিয়ার ভাইরাল ভিডিয়োটা নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন, আপনাদের প্রশংসা কুড়িয়েছে ইমাম সাহেব। কিন্তু ভিডিয়োতে চমৎকার একটা বিষয় লক্ষ্য করেছেন কী, বিড়ালটি যখন লাফিয়ে ইমাম সাহেবের কাঁধে উঠেছে ঠিক সে মুহূর্তে ইমাম সাহেব পড়তেছিলেন সূরা আনআম যার অর্থ গৃহপালিত পশু। মক্কা অবতীর্ণ এই সূরায় আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিয়েছেন। যে সূরাটির সঙ্গে আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা তাসবি পাঠ করতে করতে পৃথিবীতে নেমে এসেছিলেন।

ইমাম সাহেব সূরা আনআম (গৃহপালিত পশু) আল্লাহর একত্ববাদের ঘোষণা পড়ছেন বিড়াল তখন কাঁধে উঠে তার কপালে চুমু খাচ্ছেন।

ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে শেষ আয়াতে পড়লেন- কুল ফালিল্লাহি হুজ্জাআতুল বালিগাতু অর্থাৎ আপনি বলুন, চূড়ান্ত সত্য-নির্ভর প্রমাণ তো আল্লাহরই।

ইন্টারেস্টিং বিষয় হলো- ইমামের এই শেষ আয়াতের আগেই বিড়াল তার কাঁধ লাফিয়ে নেমে গেলো। রুকুতে যেতো ইমামকে এক সেকেন্ডও অপেক্ষা করা লাগেনি। পশু-পাখিরাও বুঝে মহান আল্লাহর কালামের ভাষা, সুবহানাল্লাহ।

সারাবিশ্ব যখন মুসলমানদের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত, আল্লাহ ঠিক তখন বিড়ালের একটা চমৎকার দৃশ্যের মাধ্যমে তার একত্ববাদের ঘোষণা সবার কাছে পৌঁছে দিল। বিশ্ববাসী প্রশংসা করতে লাগল ‘বিড়ালের প্রতি মুসলিম ইমামের দয়া’ বলে।

শিবলী ভাই প্রথমে ব্যাপারটা নজরে এনেছিলেন। উনার স্ট্যাটাসের পর আবার দেখতে গেলাম সেই নজরকাঁড়া দৃশ্যটি। আল্লাহ হু আকবার, কী মনোরম দৃশ্য, ইমাম সাহেব আল্লাহর কালামে তার একত্ববাদের ঘোষণা পাঠ করছেন আর বিড়াল সেই ইমামের কাঁধে উঠে তার কপালে চুমু খাচ্ছেন!

নিশ্চয়ই আল্লাহ কুরআনে জ্ঞানীদের জন্য রেখেছেন চমৎকার নিদর্শন।
©From Facebook

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when MD.Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share