22/04/2023
আলজেরিয়ার ভাইরাল ভিডিয়োটা নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন, আপনাদের প্রশংসা কুড়িয়েছে ইমাম সাহেব। কিন্তু ভিডিয়োতে চমৎকার একটা বিষয় লক্ষ্য করেছেন কী, বিড়ালটি যখন লাফিয়ে ইমাম সাহেবের কাঁধে উঠেছে ঠিক সে মুহূর্তে ইমাম সাহেব পড়তেছিলেন সূরা আনআম যার অর্থ গৃহপালিত পশু। মক্কা অবতীর্ণ এই সূরায় আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিয়েছেন। যে সূরাটির সঙ্গে আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা তাসবি পাঠ করতে করতে পৃথিবীতে নেমে এসেছিলেন।
ইমাম সাহেব সূরা আনআম (গৃহপালিত পশু) আল্লাহর একত্ববাদের ঘোষণা পড়ছেন বিড়াল তখন কাঁধে উঠে তার কপালে চুমু খাচ্ছেন।
ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে শেষ আয়াতে পড়লেন- কুল ফালিল্লাহি হুজ্জাআতুল বালিগাতু অর্থাৎ আপনি বলুন, চূড়ান্ত সত্য-নির্ভর প্রমাণ তো আল্লাহরই।
ইন্টারেস্টিং বিষয় হলো- ইমামের এই শেষ আয়াতের আগেই বিড়াল তার কাঁধ লাফিয়ে নেমে গেলো। রুকুতে যেতো ইমামকে এক সেকেন্ডও অপেক্ষা করা লাগেনি। পশু-পাখিরাও বুঝে মহান আল্লাহর কালামের ভাষা, সুবহানাল্লাহ।
সারাবিশ্ব যখন মুসলমানদের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত, আল্লাহ ঠিক তখন বিড়ালের একটা চমৎকার দৃশ্যের মাধ্যমে তার একত্ববাদের ঘোষণা সবার কাছে পৌঁছে দিল। বিশ্ববাসী প্রশংসা করতে লাগল ‘বিড়ালের প্রতি মুসলিম ইমামের দয়া’ বলে।
শিবলী ভাই প্রথমে ব্যাপারটা নজরে এনেছিলেন। উনার স্ট্যাটাসের পর আবার দেখতে গেলাম সেই নজরকাঁড়া দৃশ্যটি। আল্লাহ হু আকবার, কী মনোরম দৃশ্য, ইমাম সাহেব আল্লাহর কালামে তার একত্ববাদের ঘোষণা পাঠ করছেন আর বিড়াল সেই ইমামের কাঁধে উঠে তার কপালে চুমু খাচ্ছেন!
নিশ্চয়ই আল্লাহ কুরআনে জ্ঞানীদের জন্য রেখেছেন চমৎকার নিদর্শন।
©From Facebook