01/09/2025
আরো একবার এই পৃথিবীতে সেপ্টেম্বর মাসের সাথে দেখা হয়ে গেলো। এই মাসটা ক্যালেন্ডারের অন্য কোন মাসের মতো নয়। এই মাসে ঋতুর পাল্টে যাওয়া বোঝা যায়। তীব্র রোদের দিনগুলো আস্তে আস্তে নরম হয়ে আসে, দীর্ঘ দুপুরগুলো ছোট হয়ে বিকেলের সাথে মিশে যায়, সন্ধ্যা নামে ঝুপ করে। এই মাসের মাঝামাঝি ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিনের শুরু হয়। আর কে না জানে আশ্বিন সবচেয়ে সুন্দর মাস এই দেশের নদী বিল ধানক্ষেত আর মেঠোপথের জন্য! ঢাকায় ততটা নয়। এই পাল্টে যাওয়া খুব স্পষ্ট বোঝা যায় মফস্বলে। যেখানে, আকাশ গাঢ়তর নীল, নদীর পানি স্বচ্ছ ও শীতল, পুকুরগুলো শান্ত ও ছোট ছোট ঢেউএ ভরা, যেখানে রাত জাগলে রাতপাখির ডাক শোনা যায়, যেখানে শালবনের মাথায় শরতের চাঁদ ওঠে, জোৎস্নায় ভেসে যায় চরাচর। আহা সেপ্টেম্বরের রাত আর তার অকূল আকাশ!স্বাগতম সেপ্টেম্বর।"গোধূলি তোমায় দিলো স্মৃতিহারিয়ে ফেলার শৈশব,সন্ধ্যে তোমাকে দিলো সাহসদেখো তুমি পেরে যাবে সব। আকাশ তোমাকে দিক উড়ালডানা মেলা একা ঈশ্বর,একটু জিরিয়ে নাও তুমিজীবন ফিরিয়ে দেবে ঘর।
💙💚collected