12/06/2024
🎉🎉মেহেদী হাতে পাওয়ার পর যা যা করবেন🎉🎉
🌿পাওয়ার সাথে সাথে ডিপ ফ্রীজে রাখবেন (এই মেহেদী সম্পুর্ন হাতে বানানো কোনো ক্যামিকেল নেই তাই বাহিরে ভালো থাকবে না) মেহেদী ব্যবহারের পর বাকি মেহেদীটা আবার ডিপ ফ্রীজে রেখে দিবেন । দয়া করে নরমাল ফ্রীজে রাখবেন না ।
🌿পানি পানি হয়ে যাবে না ডীপ ফ্রীজে রাখলে??
-না দেওয়ার ১০-১৫ মিনিট আগে নামালে নরমাল হয়ে যাবে
🌿হাতে রাখবেন কমপক্ষে ৫-৬ ঘন্টা ,তারপর আপনি যত বেশি ঘন্টা রাখতে পারবেন তত বেশি কালার পাবেন । বেস্ট কালার পাওয়ার জন্য সারারাত রাখতে হবে।
🌿এত ঘন্টা রাখলে ঝরে যাবে না?
-হাত একটু কম নাড়াচাড়া করলে ঝরবে না আর যদি কোনো কারনে ঝরে পরে যায় তাহলে যাক কিন্তু নিজে থেকে ঊঠাবেন না 🙏।
দয়া করে মেহেদীতে দেওয়ার পর কোনো রকম লেবু চিনির পানি ব্যবহার করবেন না । আমরা সব দিয়েই মেহেদীটা বানিয়ে দেই তাই কোনো কিছু ব্যবহারের দরকার নাই ❤️
🌿 মেহেদী উঠানোর পর চেষ্টা করবেন যতটা সম্ভব পানি ব্যবহার থেকে বিরত থাকার / কমপক্ষে ১০ ঘন্টা পানি ব্যবহার করবেন না, (শুধু মাত্র ওযূ করতে পারবেন) চেষ্টা করবেন প্রথম ২৪ ঘন্টা সাবান ব্যবহার না করার জন্য
যদি সাবান / পানি বেশি ব্যবহার করে ফেলেন কালার তুলনামুলক কম আসবে।
( প্রথম দিন পানি যতটা কম ব্যবহার করা যায় তত ভালো )
🌿 মেহেদী উঠানোর সময় পানি দিয়ে হাত থেকে উঠাবেন না । দরকার পরলে একটু তেল হাতে মাসাজ করে মেহেদী উঠাতে পারবেন।🙏
🌿এটা সম্পুর্ন হাতে বানানো তাই হাতের কোনো রকম চামড়া উঠবে না । ১০০% হালাল মেহেদী।
🌿কালার কত দিন থাকবে হাতে?
-সেটা নির্ভর করবে কতটা সাবান পানি আপনি ব্যবহার করবেন। প্রথম ২৪ ঘন্টা যতটা সম্ভব পানিটা এভয়েড করার চেষ্টা করতে হবে আর মেহেদী থাকাকালীন পানি আর সাবান কম ব্যবহার করলে কালার অনেকদিন হাতে থাকবে।
🌿পরিপূর্ণ কালার পেতে ৩২ ঘন্টা অপেক্ষা করতে হবে কারন মেহেদীটা ইন্সট্যান্ট কালার দেয় না।
হাতের তালু অপেক্ষা হাতের উল্টা পিঠের চামড়া বেশি পাতলা হওয়ায় হাতের উল্টা পিঠে যেকোনো মেহেদী একটু কম কালার আসে । তাই হাতের উল্টা পিঠে বেশি পাতলা পাতলা করে মেহেদী পরবেন না ।চেষ্টা করবেন তুলনা মূলক একটু মোটা করে মেহেদী পরার এতে করে হাতের উল্টা পিঠেও হাতের তালুর মত অনেক ডার্ক কালার আসবে ।
🌿অর্গানিক মেহেদী ৬ মাস ভালো থাকবে । অব্যশই সবসময় ডীপ ফ্রীজে রাখতে হবে। তবে যত আগে ব্যবহার করা যায় তত ভালো ।