22/09/2025
যে নিজের ধ্বংস
নিজে চোখে দেখে ফেলেছে-
সে আর কাঁদে না!
বরং চোখ মুছে হাসতে শিখে যায়।
পরিস্থিতির কঠিন বাস্তবতা তাকে
অনেক কিছু সয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকার
ক্ষমতা দিয়ে দেয়!
যে ক্ষমতা করায়ত্ব করার সাহসটুকুও
তার মাঝে ছিলো না,
অথচ আজ কোনো অভিযোগ ছাড়াই
সে তা বহন করে বেড়ায়।