04/11/2025
দিনাজপুরের এক মায়ের আর্তনাদ — “আমার ছেলেটাকে বাঁচাতে সাহায্য করুন”
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫: দিনাজপুরের এক সাধারণ মা - আমি সুলতানা পারভিন।আমার একমাত্র ছেলে মোহাম্মদ হোসেন, আদর করে আমরা ডাকি মম্ম।
ওর বয়স মাত্র ১৬ তে পরবে এই বছর। যেই বয়সে বাচ্চাটার হাসি খেলার মধ্যে স্বপ্নে বিভোর চঞ্চল কৈশোর কাটানোর কথা কিন্তু এর গত এগারোটা বছর ধরেই সে এক ভয়ংকর রক্তেরোগের সাথে যুদ্ধ করে করে যাচ্ছে। Aplastic Anemia নামের এই রোগে শরীর নিজেথেকে রক্ত তৈরি করতে পারে না। তাই তাকে বাঁচিয়ে রাখতে তাকে নিয়মিত রক্ত ও প্লাটিলেট দিতে হয়।
২০১৫ সালে ডাক্তাররা আমাদের জানিয়েছিলেন, যদি Bone Marrow Transplant (BMT) করা যায়, তাহলে মম্ম সম্পূর্ণ সুস্থ হতে পারবে। কিন্তু এই মধ্যবিত্ত জীবনের সীমিত আর্থিক সীমাবদ্ধতা বাধা হয়ে দাঁড়ায় এই ব্যয়বহুল চিকিৎসার সামনে।
এই ভয়ংকর রক্তরোগের সাথে যুদ্ধ করতে করতে আমার বাচ্চাটা আজ ক্লান্ত। ওর অবস্থা এখন যেকোনো সময়ের থেকে সবচে খারাপ। তার রক্ত, হিমোগ্লোবিন এবং প্লাটিলেটের মাত্রা সময়ের সাথে পাল্লা দিয়ে কমেই চলছে। ডাক্তাররা বলে দিয়েছেন যে, দ্রুত ATG (Anti Thymocyte Globulin) চিকিৎসা শুরু করা প্রয়োজন, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
এই চিকিৎসার অত্যন্ত ব্যয়বহুল টিকা, অপারেশন, অত্যন্ত দামি সব ওষুধের প্রয়োজন, দীর্ঘ সময় হসপিটালে ভর্তি থাকা, রেডিওথেরাপি এর বাইরেও আরো অনেক কিছু নিয়ে সম্পূর্ণ খরচ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা! দীর্ঘ সময় ওর চিকিৎসা করতে করতে যেখানে আমরা নিঃস্ব প্রায়, সেখানে এই খরচ একা বহন করার চিন্তা করাটাও আমাদের পক্ষে সম্ভব নয়।
কিন্ত আমাদের স্বপ্ন দেখায় মম্মর দীর্ঘ কস্টকর লড়াই, চারপাশের সুন্দর মনের মানুষদের বাড়িয়ে দেয়া হাত, মানুষের দোয়া, দয়া, ভালোবাসা ও পাশে এসে দিয়ে যাওয়া শক্তি ও সাহস। আজকে আমি একজন অসহায় মা হয়ে সকল দয়ালু মানুষ, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি দয়া করে আমার সন্তানের জীবনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আপনাদের ছোট ছোট দানই আমার ছেলের জীবনে নতুন আলো এনে দিতে পারে।
আল্লাহ তায়ালা যেন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দেন এবং আমার ছেলেকে সুস্থতা দান করেন।
(যারা সাহায্য করতে অপারগ ও অসামর্থ্য, আপনাদের কাছে অনুরোধ আমাদের বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের উত্তম প্রতিদান ও সামর্থ্য দান করেন🤲 )
🌸 সাহায্য পাঠানোর ঠিকানা 🌸
নাম: সুলতানা পারভিন
বিকাশ (পার্সোনাল): ০১৮৪৫২৮০৬৭৮
রূপালী ব্যাংক লিমিটেড
অ্যাকাউন্ট নাম্বার: ৪৫২৩০১০০১১৮৫৯
ব্রাঞ্চ: মালদাহ পট্টি, দিনাজপুর
মোবাইল: ০১৭৬৫৭৪৫১৩৩
আগামীকাল এই মা হাবিপ্রবি ক্যাম্পাসে আসবেন আর্থিক সহযোগিতার জন্য।
আমরা যে যা পারি সাহায্য করবো ইনশাআল্লাহ।