26/03/2025
অসহায় পুরুষ
লেখক✍︎- মোঃ তানভীর আনজুম হৃদয়
ঘরের কোণে বসে পুরুষটি ভাবে,
নিজের কথাই শুধু যেন ভুলে যায়।
মায়ের ঔষধ, বাবার ইচ্ছা,
সন্তানের স্বপ্ন পূরণ করাই দায়।
নিজের জুতো ছেঁড়া, তবু হাসে,
সন্তানের পায়ে নতুনটা চাই।
নিজের খিদে চাপা দিয়ে বলে,
"তোমরা খাও, আমি পরে খাই।"
স্ত্রী বলে— "তুমি কি বোঝো?
আমার কত কষ্টের রাত!"
পুরুষ চুপচাপ মেনে নেয়,
কারণ তার ব্যথা তো অপার।
বন্ধুরা বলে— "তুই তো সুখী,
পরিবার পেলি, টাকা রোজগার।"
কিন্তু ক'জন জানে পুরুষটি ভিতরে
কতটা একা, কতটা হাহাকার?
অশ্রু ঝরে না, দুর্বলতা মানা নেই,
শক্ত থাকারই শিক্ষা সে পেয়েছে।
বুক ফেটে কান্না আসলেও,
সে তো পুরুষ, চোখের জল সইবে কেমন করে?
নিজেকে সে বোঝায় প্রতিদিন,
"আমার কষ্টের মূল্য নেই কোনো।"
তাইতো পুরুষ বেঁচে থাকে
স্বপ্নহীন, অথচ সংসারঘিরে বাঁধা মনো।