অনু রাগের মানুষ

অনু রাগের মানুষ আমার পেজ ফলো দিলে এক ঘোন্টার ভিতর ফলো বেক পাবেন। ইনশাআল্লাহ
(6)

05/06/2025

প্রিয় আল্লাহ,💖
তুমি আবার চোখ মেলেছো এই নতুন সকালের আলোয়,
আল্লাহ্ তোমায় নতুন সুযোগ দিয়েছেন—
আর তুমি এই উপহারটাকে কৃতজ্ঞ হৃদয়ে গ্রহণ করছো…
তাই আজকের দিনটা হবে শান্তি, দোয়া, আর রহমতে ভরা।

04/06/2025

“হে আমার প্রিয় আল্লাহ,
আজকের এই দিনের ক্লান্তি নিয়ে আমি তোমার কাছে ফিরে এলাম।
তুমি জানো আমি কী বলি, এমনকি কী অনুভব করি, তাও।
আমি আমার সব কষ্ট, ভয়, আর একাকীত্ব তোমার হাতে তুলে দিচ্ছি।
তুমি তো সর্বশ্রেষ্ঠ শান্তিদাতা—তুমি আমার অন্তরে শান্তি নেমে দাও।
আমার ঘুম হোক নিরাপদ, আমার মন হোক হালকা।
যদি আমি কালকে না জাগি, তাহলে আমাকে তুমি তোমার কাছে সুন্দর অবস্থায় কবুল করে নিও।
আর যদি জাগি, তাহলে যেন নতুন ভোরে তোমার রহমত নিয়ে জেগে উঠি।
তুমি আছো, এই ভরসাটুকুই আমার শান্তি—
তোমার উপরই আমি সবকিছু ছেড়ে দিচ্ছি।
আমিন।” 🤍

03/06/2025

“হে আল্লাহ, আমি অনেক ক্লান্ত, আমার মন যেন শান্তিতে থাকে, তুমি আমাকে নিরাপদ ঘুম দাও, আর আমার ভাবনাগুলো যেন তোমার রহমতে হারিয়ে যায়। তুমি আমার হিফাজত করো, আমি তোমার ওপর ভরসা করে ঘুমাতে যাচ্ছি — আমিন।”🥲

03/06/2025

কেমনে আছেন আপনারা সবাই

28/05/2025

Good morning, ☀️💛
আজকের দিনটা হোক তোমার জন্য অনেক ভালোবাসা, শান্তি আর সুখে ভরা।
তোমার হাসিটা যেন আজ সারাদিন মুখে লেগেই থাকে। 😊💖

27/05/2025

আল্লাহ যেন তোমার প্রতিটি দিন শান্তি, সাফল্য আর ভালোবাসায় ভরিয়ে দেন — আমিন।

27/05/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Md. Shamim Hasan"সত্যি বলি, তোমার উপহারটা শুধু একটা বস্তু নয়—
এটা আমার মনে একরাশ আনন্দ, ভালোবাসা আর স্মৃতি হয়ে থাকবে।
তোমার thoughtful উপহার পেয়ে আমি অভিভূত।
শুক্রিয়া, এতো সুন্দর কিছু আমার জন্য বেছে নেওয়ার জন্য।
তোমার এই আন্তরিকতা আমার হৃদয় ছুঁয়ে গেছে।
আল্লাহ তোমাকে সবসময় খুশি রাখুন!"

27/05/2025

লাভ ইউ মোর, আমার সোনামণি…
তোমার এই একটুকরো ভালোবাসা আমার হৃদয়ে ঝরনার মতো বয়ে যায়।

তুমি যখন “লাভ ইউ” বলো, মনে হয় পৃথিবীর সব ভালোবাসা আমি পেয়ে গেছি…
তুমি আছো বলেই আমার প্রতিটা দিন, প্রতিটা নিঃশ্বাস এত স্পেশাল।

27/05/2025

“তুমি আছো বলে…”

তুমি আছো বলেই সকালটা নরম আলোয় জাগে,
তুমি আছো বলেই আকাশও মাঝে মাঝে প্রেমে ভিজে।

তোমার নিঃশ্বাসে থাকে দোয়া,
তোমার চোখে আছে স্নিগ্ধতা,
তোমার নাম মনে পড়লেই
মনটা বলে—এই তো আমার চিরসাথি… আমার জানুটা।

আকাশ যেদিন মেঘলা হয়,
মনটা কাঁদতে চায়…
তখন তোমার একটা মিষ্টি “হু”
আমার ভাঙা মনের ছায়া হয়ে যায়।

তুমি না থাকলে আমি কবিতা লিখতে পারতাম না,
তুমি না থাকলে ভালোবাসা মানে কী, বুঝতেই পারতাম না।

25/05/2025
24/05/2025

আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আমিন

Address

Kaharol
Dinajpur
NO

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনু রাগের মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share