Bramha Jyoti

Bramha Jyoti "জগতের কল্যানে কৃত কর্মই আমার পরিচয় "
~ব্রহ্মজ্যোতি- সত্য,সুন্দর ও সনাতনের সন্ধানে 🪷🌼
(2)

খুব শিঘ্রই ব্রহ্মজ্যোতিতে আসতেছে, সাইবার সিকিউরিটি আইনের বিস্তারিত ও ডিজিটাল সোস্যাল প্লাটফর্মের ব্যবহারের নির্দেশিকা । ...
23/04/2025

খুব শিঘ্রই ব্রহ্মজ্যোতিতে আসতেছে,
সাইবার সিকিউরিটি আইনের বিস্তারিত ও ডিজিটাল সোস্যাল প্লাটফর্মের ব্যবহারের নির্দেশিকা ।

#বেদ #সনাতন #ব্রহ্মজ্যোতি

20/04/2025

দেব কত জন ? ৩৩কোটি দেবতা বলতে আসলে কি বুঝায় ।

মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উদযাপন ১৪৩২নববর্ষে জাগুক বাঙালির নবপ্রাণ, আনুক মঙ্গল নতুন দিনের গান, বাঙালির প্রাণের উৎসবে ...
14/04/2025

মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উদযাপন ১৪৩২

নববর্ষে জাগুক বাঙালির নবপ্রাণ, আনুক মঙ্গল নতুন দিনের গান, বাঙালির প্রাণের উৎসবে মিলিত হইসংস্কৃতি, রঙ, অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের জয়গান গাই

🙏 ব্রহ্মজ্যোতির পক্ষ থেকে সকলকে মহাবীর হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা 🙏শ্রী হনুমানজীর বিদ্বতা প্রসঙ্গে শ্রীরামচন্দ্র বল...
12/04/2025

🙏 ব্রহ্মজ্যোতির পক্ষ থেকে সকলকে মহাবীর হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা 🙏

শ্রী হনুমানজীর বিদ্বতা প্রসঙ্গে শ্রীরামচন্দ্র বলেছেন,
❝ যিনি ঋগ্বেদ, যজুর্বেদ ও সামবেদের বিদ্বান নন, তিনি কিভাবে এতো সুন্দর সাবলীল বাক্যালাপে সক্ষম? ইনি নিশ্চয়ই সমগ্র ব্যাকরণ শাস্ত্র বহুবার অধ্যয়ন করেছেন। কেননা এতোক্ষণ ধরে কথা বলার পরও তিনি কোনো অশুদ্ধ শব্দের উচ্চারণ করেননি। আর না তো বাক্যালাপের সময় তাঁর শারীরিক ভঙ্গিমায় সামান্যতম কোনো ত্রুটি ছিলো। তিনি না তো খুব দ্রুত কথা বলেছেন, না তো ধীরে। খুব উচ্চৈঃস্বরেও বলেননি আবার নিচুস্বরেও বলেননি। তাঁর কথাগুলো সংক্ষিপ্ত অথচ সন্দেহাতীত। সংস্কার সম্পন্ন শাস্ত্রীয় পদ্ধতি দ্বারা উচ্চারিত তাঁর প্রত্যেকটি মাধুর্যময় বাক্য হৃদয়কে হর্ষিত করে তোলে।❞

- বাল্মীকি রামায়ণ- কিষ্কিন্ধ্যা কাণ্ড/ তৃতীয় সর্গ/শ্লোক ২৮-৩২

🕉️নমস্তে 🙏, কোনটি আপনার সংগ্রহে আছে ? উপনিষদ সংগ্রহ Vs গীতা ।কমেন্টে করুন, চলে যেতে পারে আপনার ঠিকানায় ব্রহ্মজ্যোতি থেকে...
10/04/2025

🕉️
নমস্তে 🙏,
কোনটি আপনার সংগ্রহে আছে ?
উপনিষদ সংগ্রহ Vs গীতা ।

কমেন্টে করুন, চলে যেতে পারে আপনার ঠিকানায় ব্রহ্মজ্যোতি থেকে একটি উপহার সামগ্রী ।

# #ব্রহ্মজ্যোতি

সবাইকে রাম নবমীর অগ্রীম শুভেচ্ছা 🙏    #সনাতন  #ব্রহ্মজ্যোতি    #হিন্দু
05/04/2025

সবাইকে রাম নবমীর অগ্রীম শুভেচ্ছা 🙏

#সনাতন #ব্রহ্মজ্যোতি #হিন্দু

🕉️নমস্তে 🙏আজ ব্রহ্মজ্যোতির মুখ্য কর্ণধার শ্রী Bishojit Roy দাদার জন্মদিন । আমদের পক্ষ থেকে দাদাকে জানাই বৈদিক শুভেচ্ছা, ...
29/03/2025

🕉️
নমস্তে 🙏
আজ ব্রহ্মজ্যোতির মুখ্য কর্ণধার শ্রী Bishojit Roy দাদার জন্মদিন ।

আমদের পক্ষ থেকে দাদাকে জানাই বৈদিক শুভেচ্ছা, ঈশ্বর উনার প্রতি কৃপা করুক । পরমেশ্বর উনার প্রতি সহায়ক হোক ।

আজকে উনার জন্য আমারা এই শতায়ু পাঠ রাখিঃ-

ও৩ম্ তচ্চক্ষুর্দেবহিতং পুরস্তাচ্ছুক্রমুচ্চরৎ। পশ্যেম শরদঃ শতং জীবেম,
শরদঃ শতং শৃণুয়াম শরদঃ শতং প্র ব্রবাম শরদঃ শতমদীনাঃ স্যামঃ শরদঃ
শতং ভূয়শ্চ শরদঃ শতাৎ।।
যজুর্ব্বেদ ৩৬/২৪।।

ভাবার্থঃ সেই সর্বদ্রষ্টা, ধার্মিক ব-বিদ্বানদের কল্যাণদাতা, সর্বব্যাপক রুপে অনাদিকাল বিদ্যমান পরমআত্মার কৃপায় আমারা শতবর্ষকাল দেখব, শতবর্ষকাল জীবিত থাকব, শতবর্ষকাল শুনবো, শতবর্ষকাল বলবো, শর্তবর্ষ আত্মনির্ভরশীল থাকবো এবং তার আজ্ঞামত দল্বো - এই প্রাথনা করি । হে ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা জীব ! তুমি জিতেন্দ্রিয় হও, দেব হও, জ্ঞানদীপ্ত হও, জীবিত থাক । আমিও পূর্ণ আয় জীবিত থাকি ।

নমস্তে সবাইকে ।

🔎 জব পোস্ট: সোশ্যাল মিডিয়া ম্যানেজার (বিগিনার লেভেল) । আমরা একজন উদ্যমী ও ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজছি, ...
27/03/2025

🔎 জব পোস্ট: সোশ্যাল মিডিয়া ম্যানেজার (বিগিনার লেভেল) ।

আমরা একজন উদ্যমী ও ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজছি, যিনি আমাদের এই পেইজের উপস্থিতি বাড়াতে সহায়তা করবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আগ্রহী হন এবং ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পছন্দ করেন, তাহলে এই সুযোগ আপনার জন্য ।

⭕ পজিশন: L-0 সোশ্যাল মিডিয়া ম্যানেজার ।
⭕ কাজের ধরন: পার্ট-টাইম [ রিমোট ওয়ার্ক ]
⭕ অভিজ্ঞতা: ০-১ বছর (বিগিনার লেভেল). |
⭕ বেতন: আলোচনা সাপেক্ষ |

👉 দায়িত্বসমূহ:
🗹 ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যানেজ করা।
🗹 কন্টেন্ট প্ল্যানিং এবং ক্যালেন্ডার তৈরি করা।
🗹 আকর্ষণীয় পোস্ট (ছবি, ভিডিও, ক্যাপশন) ডিজাইন এবং পাবলিশ করা।
🗹 কমেন্ট এবং মেসেজের উত্তর দিয়ে অডিয়েন্সের সাথে যুক্ত থাকা।
🗹 সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা এবং নতুন আইডিয়া শেয়ার করা।

👉 যে স্কিলগুলো আপনার থাকা উচিত:
🗹 সোশ্যাল মিডিয়ার বেসিক ধারণা।
🗹 Canva, Adobe Photoshop, বা অন্য কন্টেন্ট ডিজাইন টুলস ব্যবহারে আগ্রহ।
🗹 লেখালেখির দক্ষতা এবং সৃজনশীল ক্যাপশন লিখতে পারা।
🗹 সময়ানুবর্তিতা এবং টিমওয়ার্কে দক্ষ।
🗹 ইংরেজি ও বাংলায় লিখতে পারার সক্ষমতা।

👉 প্লাস পয়েন্ট:
🗹 Facebook Ads বা Instagram Ads সম্পর্কে প্রাথমিক ধারণা।
🗹 ভিডিও এডিটিং বা রিলস তৈরি করার অভিজ্ঞতা।

👉 আপনার জন্য আমরা অফার করছি:
🗹 প্রফেশানলি ফিল্ডের কাজ শেখার এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
🗹 বন্ধুত্বপূর্ণ ও পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট।
🗹 ব্যক্তিগত ও পেশাগত উন্নতির সুযোগ।
🗹 ভবিষ্যৎ এ ফ্রিলান্স মার্কেটপ্লেসে কাজ করার ট্রেনিং ।
🗹 ০৩ মাস পর পর ভ্রমণের সুযোগ ।

🗎 আবেদনের প্রক্রিয়া:
যদি আপনি মনে করেন এই পজিশন আপনার জন্য উপযুক্ত, তাহলে আজই আপনার সিভি এবং একটি ছোট ইমেইল (কেন আপনি এই জবটির জন্য উপযুক্ত তা উল্লেখ করে) পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ দিন ।

📅 আবেদনের শেষ তারিখ: ৩১শে মার্চ ২০২৫ ।

[ বিঃ দ্রঃ - যেহেতু আপনার কাছে আমাদের সোস্যাল মিডিয়ার এক্সেস থাকবে তাই বিশ্বস্ততা একান্ত কাম্য ]

👉 এছাড়াও যে কোন বিষয়ে জানতে আমাদের ফেসবুক পেইজে নক দিন ।

ধন্যবাদ ।
ব্রহ্মজ্যোতি

🌸 ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🌸▪️পরাধীনতা হলো দুঃখ এবং স্বাধীনতা হলো সুখ- মনুস্মৃতি ৪।১৬০ [সর্বং পরবশং দুঃখং স...
26/03/2025

🌸 ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🌸
▪️পরাধীনতা হলো দুঃখ এবং স্বাধীনতা হলো সুখ
- মনুস্মৃতি ৪।১৬০ [সর্বং পরবশং দুঃখং সর্বং আত্মবশং সুখম্]

24/03/2025

আসুন সবাই মিলে সনাতন ধর্মের প্রচার-প্রসার করি।

কথা বলছেনঃ প্রধান শিক্ষক বারুনীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়,সংগলশী, নীলফামারী

#ব্রহ্মজ্যোতি

ওঁ🧘‍♂️
24/03/2025

ওঁ🧘‍♂️

"মেধাবী মানব সবসময় উত্তম কর্ম করেন"    #ব্রহ্মজ্যোতি                      ❤️❤️❤️🥰
24/03/2025

"মেধাবী মানব সবসময় উত্তম কর্ম করেন"

#ব্রহ্মজ্যোতি ❤️❤️❤️🥰

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Bramha Jyoti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category