13/04/2025
৯ এপ্রিল ২০২৫, ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হলো 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫'—একটি ঐতিহাসিক আয়োজন যা দেশের বিনিয়োগ সম্ভাবনাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরেছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে এই সামিটে ৫০টিরও বেশি দেশের ২,৩০০ জনের বেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৫৫০ জন ছিলেন বিদেশি বিনিয়োগকারী।
সামিটের মূল আকর্ষণসমূহ:
উদ্বোধনী অনুষ্ঠান: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সামিটের সূচনা হয়।
বিশ্বখ্যাত করপোরেট ব্যক্তিত্বদের অংশগ্রহণ: জারা গ্রুপের সিইও অস্কার গার্সিয়া মেসেইরাস, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইয়েম, স্যামসাং সি অ্যান্ড টি-র ভাইস প্রেসিডেন্ট কিয়ংসু লি, গিওর্দানোর সিইও জুনসিওক হান, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট স্টিভেন কোবোস, উবারের পাবলিক পলিসি প্রধান মাইক অর্গিল এবং মেটার পাবলিক পলিসি ডিরেক্টর সারিম আজিজ প্রমুখ।
স্টার্টআপ সংযোগ কার্যক্রম: ৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের প্রতিনিধিদলসহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রাম, মিরসরাই ও কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ সংযোগ কার্যক্রমে অংশ নেন।
ব্রেকআউট সেশন: ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল, কৃষি ও কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং স্বাস্থ্যসেবা বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক সন্ধ্যা: বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়।
এই সামিটের মাধ্যমে বাংলাদেশ তার বিনিয়োগবান্ধব নীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সংস্কৃতি সম্পর্কে বৈশ্বিক বিনিয়োগকারীদের অবহিত করতে সক্ষম হয়েছে। আশিক চৌধুরীর নেতৃত্বে এই আয়োজন দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।