প্রজন্মের সম্ভাবনা

প্রজন্মের সম্ভাবনা Forget border, Let's work together
(44)

With Mohd Sazeb Hasan Ansari – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
23/04/2025

With Mohd Sazeb Hasan Ansari – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

20/04/2025

নিঃস্ব পকেট মানেই হেরে যাওয়া নয়,
এ এক নির্মল অধ্যায় — সংগ্রামের সূচনা।
যেখানে প্রতিটি স্বপ্ন খালি পকেট ছুঁয়েও
আকাশ ছোঁয়ার সাহস রাখে।

আজ যা নেই,
তাই একদিন গল্প হবে, গর্ব হবে—
এই শূন্যতা একদিন
পূর্ণতার সবচেয়ে সুন্দর ভূমিকা হবে।

জীবনচক্রের এক নিঃশব্দ কবিতা —
"শূন্য পকেট, ভরপুর আশা!"

17/04/2025

ভালো থাকুক ঝড়ে যাওয়া ভুল গুলো।

15/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

15/04/2025

হা হা। বাংগালীরা সব পারে ভাই

14/04/2025
14/04/2025

বাস্তবতার চিত্র

13/04/2025

আশিক চৌধুরী - বাংলাদেশের উন্নয়নের আলোর সম্ভাবনা

🌟 এক নতুন যুগের সূচনা 🌟

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এক উজ্জ্বল সম্ভাবনা। তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ, ও দক্ষ বিনিয়োগ পরিবেশ গড়ে উঠছে, যা দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির পথকে আরও প্রশস্ত করছে।

💼 আন্তর্জাতিক অভিজ্ঞতার ছোঁয়া:

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্ট্যান্ডার্ড চার্টার্ড, আমেরিকান এয়ারলাইন্স, এবং এইচএসবিসি’র মতো বিশ্বমানের প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নিয়ে আশিক চৌধুরী বাংলাদেশের বিনিয়োগ খাতে নতুন মাত্রা যোগ করছেন। তাঁর নেতৃত্বে বিডা এখন আরও বিনিয়োগবান্ধব ও আধুনিক সেবার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে।

🌍 বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া:

প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত এই গুণী ব্যক্তি শুধু একজন ব্যাংকার বা নেতাই নন, তিনি একজন স্কাইডাইভার! তাঁর সাহস ও দৃঢ়তা প্রমাণ করে যে, সীমাবদ্ধতা ভেঙে স্বপ্ন পূরণ সম্ভব। তিনি বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত কাজ করে চলেছেন।

🚀 কেন আশিক চৌধুরী আমাদের গর্ব?

✅ বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে তাঁর কৌশলগত পরিকল্পনা।

✅ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ।

✅ তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি।

আসুন, আমরা সবাই মিলে আশিক চৌধুরীর এই যাত্রায় সঙ্গী হই এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলি। 💪

📢 আপনার মতামত শেয়ার করুন! কীভাবে আমরা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে পারি?

"বাংলাদেশ কারো করুণার উপরে দাঁড়িয়ে নেই!"৯ এপ্রিল ভারত বাংলাদেশের কিছু চ্যানেলে ট্রান্সমিশন বন্ধ করে দিয়েছে।তাতে কী? বাংল...
13/04/2025

"বাংলাদেশ কারো করুণার উপরে দাঁড়িয়ে নেই!"

৯ এপ্রিল ভারত বাংলাদেশের কিছু চ্যানেলে ট্রান্সমিশন বন্ধ করে দিয়েছে।
তাতে কী? বাংলাদেশের আকাশ থেমে যায়নি।
বাংলার বাতাস গর্বে থেমে থাকেনি।
কারণ, আমরা এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছি।

একসময় আমরা অন্যের খবরের দিকে তাকিয়ে থাকতাম, এখন বিশ্ব তাকিয়ে থাকে বাংলাদেশের খবরে।
আমরা শুধু দর্শক নই, আমরা এখন নিজের গল্প নিজেরাই বলি—বাংলা চ্যানেল, বাংলা প্ল্যাটফর্ম, বাংলা কণ্ঠে!

এই বাংলাদেশ আত্মমর্যাদার প্রতীক।
এই বাংলাদেশ সম্ভাবনার নাম।

যারা ভাবে বন্ধ করলেই থেমে যাবো—তারা ভুলে গেছে,
আমরা ১৯৭১ এর চেতনায় গড়া জাতি।

বাংলাদেশ এখন তৈরি—নিজের আলোয় পথ দেখানোর জন্য।

#বাংলাদেশ #স্বাধীন_বাংলাদেশ #প্রজন্মের_সম্ভাবনা

13/04/2025

৯ এপ্রিল ২০২৫, ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হলো 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫'—একটি ঐতিহাসিক আয়োজন যা দেশের বিনিয়োগ সম্ভাবনাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরেছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে এই সামিটে ৫০টিরও বেশি দেশের ২,৩০০ জনের বেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৫৫০ জন ছিলেন বিদেশি বিনিয়োগকারী। ​

সামিটের মূল আকর্ষণসমূহ:
উদ্বোধনী অনুষ্ঠান: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সামিটের সূচনা হয়।​

বিশ্বখ্যাত করপোরেট ব্যক্তিত্বদের অংশগ্রহণ: জারা গ্রুপের সিইও অস্কার গার্সিয়া মেসেইরাস, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইয়েম, স্যামসাং সি অ্যান্ড টি-র ভাইস প্রেসিডেন্ট কিয়ংসু লি, গিওর্দানোর সিইও জুনসিওক হান, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট স্টিভেন কোবোস, উবারের পাবলিক পলিসি প্রধান মাইক অর্গিল এবং মেটার পাবলিক পলিসি ডিরেক্টর সারিম আজিজ প্রমুখ।​

স্টার্টআপ সংযোগ কার্যক্রম: ৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের প্রতিনিধিদলসহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রাম, মিরসরাই ও কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ সংযোগ কার্যক্রমে অংশ নেন।​

ব্রেকআউট সেশন: ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল, কৃষি ও কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং স্বাস্থ্যসেবা বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।​

সাংস্কৃতিক সন্ধ্যা: বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়।​

এই সামিটের মাধ্যমে বাংলাদেশ তার বিনিয়োগবান্ধব নীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সংস্কৃতি সম্পর্কে বৈশ্বিক বিনিয়োগকারীদের অবহিত করতে সক্ষম হয়েছে। আশিক চৌধুরীর নেতৃত্বে এই আয়োজন দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

12/04/2025

"মার্চ ফর গাজা" সফল হোক।
বিশ্ব সন্ত্রাস ইসরাইল ধ্বংস হোক।
মুসলিম নির্যাতন বন্ধ হোক।
বিশ্ব মানবতা মুক্তি পাক।



#মার্চ_ফর_গাজা

12/04/2025

প্রজন্ম বদলাবে, সম্ভাবনা তৈরি হবে!

আমরা বিশ্বাস করি—প্রতিটি তরুণই একেকটি সম্ভাবনার নাম।
ঠিক পথ দেখালে, সঠিক দিকনির্দেশনা পেলে—তরুণরাই গড়ে তুলবে এক উন্নত আগামীর বাংলাদেশ।

প্রজন্মের সম্ভাবনা একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা কাজ করছি শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, সমাজসেবা, ক্যারিয়ার গাইডলাইন ও মোটিভেশনাল কনটেন্ট নিয়ে।

আমাদের লক্ষ্য:

নতুন প্রজন্মকে আলোকিত করা

সমাজে ইতিবাচক পরিবর্তন আনা

একত্রে গড়ে তোলা এক সচেতন, দক্ষ ও মানবিক প্রজন্ম

যোগ দিন আমাদের এই যাত্রায়—
কারণ আপনি-ই প্রজন্মের সম্ভাবনা!

#প্রজন্মের_সম্ভাবনা #তারুণ্য #সমাজসেবা #মোটিভেশন #স্কিল_ডেভেলপমেন্ট #আমরাই_ভবিষ্যৎ

Address

Phulbari
Dinajpur
5260

Alerts

Be the first to know and let us send you an email when প্রজন্মের সম্ভাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share