24/05/2025
একদিন, একটি ছোট্ট চারাগাছ একটি বিশাল পাথরের পাশে বেড়ে ওঠার স্বপ্ন দেখছিল। পাথরটি ছিল বিশাল আর শক্ত, আর চারাগাছটি ছিল খুবই ছোট ও দুর্বল।
"আমি কিভাবে এত বড় হব?" চারাগাছটি প্রায়ই ভাবত। "এই পাথর তো আমাকে আলো আর বাতাস দুটো থেকেই বঞ্চিত করে।"
কিন্তু চারাগাছটি হাল ছাড়ল না। প্রতিদিন সে সূর্যের আলোর জন্য একটু একটু করে বাড়ার চেষ্টা করত, আর পাথরের পাশ দিয়ে তার ছোট্ট শিকড়গুলো মাটির গভীরে প্রবেশ করাতে লাগল। ঝড়-বৃষ্টিতে সে নুয়ে পড়ত, কিন্তু আবার মাথা উঁচু করে দাঁড়াত।
বছরের পর বছর কেটে গেল। পাথরটি যেমন ছিল তেমনই রয়ে গেল, কিন্তু ছোট্ট চারাগাছটি ধীরে ধীরে বড় হতে শুরু করল। তার ডালপালা ছড়াতে লাগল, আর পাতাগুলো সবুজ আর সতেজ হয়ে উঠল। একসময়, সেই চারাগাছে সুন্দর ফুল ফুটল।
একদিন, এক পথিক সেই পথে যাচ্ছিলেন। তিনি বিশাল পাথরটির পাশে সুন্দর ফুল ফোটা গাছটি দেখে থমকে দাঁড়ালেন। তিনি ভাবলেন, "এই ছোট্ট গাছটি কত শক্তিশালী! এত বাধা সত্ত্বেও সে বেড়ে উঠেছে।"
পাথরের দিকে তাকিয়ে পথিকটি বুঝতে পারলেন, জীবনের পথে বাধা আসবেই। কিন্তু যারা সেই বাধা অতিক্রম করার সাহস রাখে, তারাই একদিন সফল হয়।
এই গল্প থেকে আমরা শিখতে পারি যে, কোনো বাধাই আমাদের স্বপ্ন পূরণে বাধা দিতে পারে না, যদি আমাদের চেষ্টা আর ধৈর্য থাকে। ছোট ছোট পদক্ষেপও একদিন বড় সাফল্যে পৌঁছে দিতে পারে।