
14/09/2025
আব্বা আর মা একদিন অফিসে এসেছিলেন। সেদিন হয়ত নিজের অজান্তেই চোখের অশ্রু বিসর্জন দিয়েছেন। এটা অবশ্য আনন্দের অশ্রু।
আব্বা আমার প্রেরণা, আমার কাছে সত্যিকার হিরো। যারা আমার অতীত সম্পর্কে জানেন তারা হয়ত বুঝবেন, এই জীবনে কি কি কষ্ট আমরা করেছি। আব্বা শুধু বলেছেন, "তোর কাছে এসে কেউ যেনো দুঃখ না পায়, কেউ যেনো মন খারাপ করে চলে না যায়।"
চেষ্টা করছি, সত্যিই চেষ্টা করে যাচ্ছি। প্রতিনিয়তই চেষ্টা করছি। যারা আমার কাছে আসেন তারা হয়ত জানেন আমাকে। দোয়ায় রাখবেন আমাকে/আমাদের।