
19/03/2024
ঈদ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪
আসন্ন ঈদে গতবারের মতো ২ দিন ব্যাপী স্কুলব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হচ্ছে। যে সকল ব্যাচ টুর্নামেন্টে খেলতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করে নিবন্ধন এর মাধ্যমে নিজেদের ব্যাচের জন্য দল নিশ্চিত করুন।
> মাঠ ফী: ১৫০০ টাকা মাত্র।
> খেলার সময়: ঈদের ২য় ও ৩য় দিন। (সকাল ৮ থেকে সারাদিন)
> খেলার মাঠ: বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত হবে।
> নিবন্ধন করার শেষ সময়ঃ ২৭ রমযান। (৭ এপ্রিল ২০২৪)
নিবন্ধন করার নিয়মঃ-
* ব্যাচের বিবরণ দিতে হবে।
* ৫০০ টাকা পেমেন্ট করতে হবে।
* বিকাশ / রকেট (০১৫২১৫৮৩১২৮) এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
* পেমেন্ট করার আগে ০১৭৪৪৩৩৪৪১৫ মোবাইল নম্বরে যোগাযোগ করুন।
টুর্নামেন্ট খেলার নিয়মাবলীঃ
* এস এস সি ২০০০ থেকে ২০২৩ ব্যাচ পর্যন্ত এই টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করতে পারবে।
* বিরল পাইলট, বিরল আদর্শ, বিরল আলিম মাদ্রাসা ও বিরল শহীদ নূর স্কুলের এস এস সি ব্যাচ অংশগ্রহণ করতে পারবে।
* ১টি স্কুল থেকে একই ব্যাচের ছাত্রদের নিয়ে শুধুমাত্র একটি দল গঠন করতে পারবে অথবা ৪টি স্কুল মিলেও একই ব্যাচের ছাত্রদের নিয়ে শুধুমাত্র একটি দল গঠন করতে পারবে। ( ১টি স্কুল বা একধিক স্কুল থেকে একই ব্যাচের একাধিক দল গঠন হবে না। )
* ২০০০ থেকে ২০১০ ব্যাচ পর্যন্ত একধিক স্কুল ও একধিক ব্যাচের ছাত্রদের নিয়ে একটি দল গঠন করতে পারবে। ( একই ছাত্র একাধিক দলে খেলতে পারবে না ও একই ব্যাচ নিয়ে ১টি দলের বেশি দল গঠন করতে পারবে না। )
* টুর্নামেন্ট খেলায় পুরাতন ব্যাচদের সাথে পুরাতন ব্যাচ ও নতুন ব্যাচদের সাথে নতুন ব্যাচ এর খেলা হবে।
* নিবন্ধন এর পর নিদিষ্ট জোড় দল নিয়েই টুর্নামেন্ট এর খেলা হবে। যেমন ৮,১০,১২,১৬ ... এমন সংখ্যক দল হলে প্রথমে নক আউট খেলা চলতে থাকবে শেষে বিজোড়া দল হলে যেমন ৩, ৫, ... তখন পয়েন্ট এর ভিত্তিতে খেলা সম্পূর্ণ হবে।
* টেপ টেনিস বল ও আন্তর্জাতিক নিয়মে খেলা অনুষ্ঠিত হবে। (এলবিডব্লিউ আউট থাকবে না।)
* খেলায় সকল ব্যাচকে নিজেদের ব্যাট আনতে হবে এবং নিজেদের দলের জার্সিসেট পরে আসতে পারবে।
* খেলার মধ্যে সবাইকে সকল নিয়ম কানুন ও কমিটির সিদ্ধান্ত মেনে সুন্দরভাবে খেলতে হবে। খেলায় কোন বিশৃঙ্খলা করা যাবেনা। খেলায় ৪টি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের আমন্ত্রন করা হবে।
> খেলাটি "বিরলের সংবাদ" ফেসবুক লাইভে সম্প্রচার করা হবে। তাই শুধুমাত্র ৪টি স্কুলের শিক্ষক / শিক্ষিকা ও একই স্কুলের যেকোনো ব্যাচের ছাত্র/ছাত্রী এই টুর্নামেন্টে স্পনসর করতে পারবে। কেউ স্পনসর করতে চাইলে যোগাযোগ করুন (০১৭৪৪৩৩৪৪১৫)।
> আয়োজনে: বিরল পাইলট ও আদর্শ স্কুলের ছাত্ররা।
যোগাযোগঃ
রয়েলঃ ০১৭৪৪৩৩৪৪১৫ (বিরল পাইলট - ব্যাচ ২০১১)
আপেলঃ ০১৭১৯৬১৮৬৫৭ (বিরল আদর্শ - ব্যাচ ২০১২)