English Mojaa1

English Mojaa1 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from English Mojaa1, Magazine, Dohar.

সুন্দর এবং সাজিয়ে গুছিয়ে কথা বলার বিশেষ টিপস !!!আজকে হঠাৎ চোখে পড়লো একটি ভিডিও—একজন লোক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামন...
25/04/2025

সুন্দর এবং সাজিয়ে গুছিয়ে কথা বলার বিশেষ টিপস !!!

আজকে হঠাৎ চোখে পড়লো একটি ভিডিও—একজন লোক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে প্রতিটি বাক্যের শুরুতে বলছে: “মনে করেন...”
▪️মনে করেন আমি এটা করেছি।
▪️ মনে করেন এই দামেই বেচি।
▪️মনে করেন ওটা আমিই এনেছি।

ম্যাজিস্ট্রেট সরাসরি বললেন:
“আমি কেন ‘মনে করবো’? বাস্তব কথা বলেন!”

এখানে লোকটি হয়তো সত্য বলছিল। তার যুক্তিগুলো হয়তো যথার্থ ছিল।
তবু শুধুমাত্র ‘মনে করেন’ এই অভ্যাসের কারণে তার প্রতিটি কথাই অলৌকিক, অবাস্তব আর ভিন্নমাত্রায় শোনা যাচ্ছিল।

এখানেই মূল শিক্ষা—
কথার আগে-পিছে থাকা অভ্যাসগুলো, যদি যুক্তিহীন হয়, তবে সেই কথার সৌন্দর্য যেমন হারায়, তেমনি বিশ্বাসযোগ্যতাও নষ্ট হয়।

তুমি যদি চাও—
সবাই যেন তোমার কথা মন দিয়ে শোনে,
তোমার যুক্তি যেন গ্রহণযোগ্য হয়,
এবং তোমার ভাষা যেন শ্রোতাদের মন জয় করে—
তবে অপ্রাসঙ্গিক শব্দ এবং পুরনো অভ্যাসগুলো বাদ দাও।

অভ্যাস ভালো হলে ভাষাও শুদ্ধ হয়,
ভাষা শুদ্ধ হলে শ্রোতাও মুগ্ধ হয়।

22/01/2025

🔴 শীত শুরু হয়েছে
🟡 The winter has set in.

🔴আমার শীত লাগছে।
🟡I am cold.

🔴আমার ঠাণ্ডা/সর্দি লেগেছে।
🟡I have a cold.
I have caught a cold.
I have got a cold.

30/09/2024

Wh questions ও wh question দিয়ে বাক্য গঠন

✪ What – কি?
(y) What are you doing? - তুমি কি করছো?
✪ Why- কেন?
(y) Why are you doing? - তুমি কেন করছো?
✪ Whom – কাকে?
(y) Whom did you see? - তুমি কাকে দেখেছিলে?
✪ When – কখন?
(y) When will you do? - তুমি কখন করবে?
✪ Where – কোথায়?
(y) Where have you done? - তুমি কোথায় করেছো?
✪ Which – কোনটি?
(y) Which is your mobile?- তোমার মোবাইল কোনটি?
✪ How – কিভাবে?
(y) How have you done? - তুমি কিভাবে করেছো?
✪ How long – কতক্ষণ?
(y) How long will it take? - কতক্ষণ লাগবে?
✪ How far – কত দূর?
(y) How far is your office? - তোমার অফিস কত দূরে?
✪ How often – কত সময় পর?
(y) How often will you do? - তুমি কতবার করবে?
✪ How about-কেমন হয়?
(y) How about learning computer? কম্পিউটার শিখলে কেমন হয়?
✪ How else – আর কিভাবে?
(y) How else will you do? - আর কিভাবে করবে?
✪ How come-কিভাবে?
(y) How come you made a great mistake? - কিভাবে তুমি এতবড় ভুলটি করলে ?
✪ What else – আর কি?
(y) What else do you want - তুমি আর কি চাও?
✪ What kind of – কি ধরনের?
(y) What kind of man is he? তিনি কি ধরনের মানুষ?
✪ What type of- কি ধরনের?
(y) What type of software do you use?আপনি কি ধরনের সফটওয়্যার ব্যবহার করেন?
✪ What about you? - তোমার কি খবর?

সেভ করে রাখুন কাজে লাগবে।কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।★. পর্চা বা খতিয়ান। ★. দলিল। ★. ম্যাপ বা নকশা।...
30/09/2024

সেভ করে রাখুন কাজে লাগবে।
কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।
★. পর্চা বা খতিয়ান।
★. দলিল।
★. ম্যাপ বা নকশা।

★★.এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি ক্রায়-বিক্রয় ও হস্তান্তর অথবা ব্যাংক লোন নিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজ পত্র সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে।
★★.আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন।
জমির পর্চা বা খতিয়ান মূলত তিন/ চারটি অফিসে পাবেন।
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

★★.ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

★★.উপজেলা ভূমি অফিস।
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতে খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

★★.জেলা ডিসি অফিস।
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

★★.সেটেলমেন্ট অফিস।
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
★★. খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।

★★. আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন।
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।

**/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
**/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

★★.উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

★★.জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
★★.মূল অথবা সার্টিফাইড দলিল তুলতে কত টাকা লাগতে পারে।
মূলতঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
★★ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা যেখানে পাওয়া যাবে।
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

★★.জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।

★★.ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়।

10/04/2024

একজন বিখ্যাত লেখক তার স্টাডি রুমে বসে ছিলেন। তিনি তার কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন:
* এই বছর আমার একটি অপারেশন করা হয় এবং আমার পিত্তথলি কেটে ফেলে দিতে হয়। আর এই অপারেশনের কারণে আমাকে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয়।
* এই একই বছর, আমার বয়স ষাট স্পর্শ করে এবং আমার সবচেয়ে প্রিয় কাজটি আমায় ছেড়ে দিতে হয়। এই প্রকাশনা সংস্থায় গত ত্রিশ বছর যাবত আমি কাজ করেছি।
* এই একই বছর, আমাকে আমার বাবা হারানোর মত দুঃখের সম্মুখীন হতে হয়।
* এবং একই বছরই আমার ছেলে মেডিকেল পরীক্ষায় অকৃতকার্য হয়, কারণ সে সড়ক দূর্ঘটনায় আহত হয়, যার ফলে তাকে বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়। এছাড়া আমাদের গাড়ির ক্ষতি তো আছেই।
সবশেষে তিনি লিখলেন, "হায়! এই বছরটা কতই না খারাপ কাটলো।"
এ সময় তার স্ত্রী রুমে প্রবেশ করে স্বামীকে ভগ্ন হৃদয় দেখতে পান। তিনি তার পিছনে দাঁড়িয়ে লেখাটি পড়েন এবং নীরবে রুম থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর, তিনি হাতে লেখা অন্য একটি কাগজ তার স্বামীর লেখা কাগজের পাশে রাখেন।
লেখক কাগজটির দিকে মনোযোগ দিয়ে দেখতে পান তাতে লেখা আছে:
* এই বছর, অবশেষে আমি আমার পিত্তথলির ব্যথা থেকে মুক্তি লাভ করি, যা কয়েক বছর যাবত আমাকে ভোগাচ্ছিল।
* এই বছরই, আমি এখনও পর্যন্ত সুস্থ শরীরে ষাট বছরে পদার্পণ করি এবং আমার চাকুরি থেকে অবসর গ্রহণ করি। ফলে এখন আমি আরো মনোযোগ সহকারে এবং শান্তিতে ভালো কিছু লিখতে পারবো।
* এই একই বছর, আমার বাবা ৯৫ বছর বয়সে, অন্য কারো মুখাপেক্ষী না হয়ে এবং কোন ধরনের রোগব্যাধি ছাড়াই স্রষ্টার সান্নিধ্যে চলে গেছেন।
* আর এই একই বছর, স্রষ্টা যেন আমার ছেলেকে নতুন জীবন দান করেন। যদিও আমাদের গাড়ির ক্ষতি হয়েছে কিন্তু আমার ছেলে কোন ধরনের পঙ্গুত্ব বরণ করা ছাড়াই বেঁচে ফিরে এসেছে।
সবশেষে তার স্ত্রী লিখেছেন, "এই বছরটা আল্লাহর অশেষ রহমতে কত ভালোই না কাটলো!"
____________________________
দেখলেন! কত চমৎকার!
একই ঘটনা কিন্তু কেমন ভিন্ন দৃষ্টিভঙ্গি!
এভাবে আমরা যদি প্রত্যেকটি ঘটনাই "আরো অনেক কিছুই ঘটতে পারতো" এই দৃষ্টিকোণ থেকে দেখি, তবেই আমরা মন থেকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হবো।
আল্লাহ পবিত্র কুর'আনে বলেন, “আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।” [আন-নামল- ৭৩]
- শাইখ যাহির মাহমুদ (অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অনূদিত)

BCS পরীক্ষায় English Literature-এ ভালো করা খুব জরুরী,এই অংশে ভালো না করার, কারণেই অনেকেই প্রিলিতে পিছিয়ে থাকে |আশা করি...
08/01/2024

BCS পরীক্ষায় English Literature-এ ভালো করা খুব জরুরী,
এই অংশে ভালো না করার, কারণেই অনেকেই প্রিলিতে পিছিয়ে থাকে |
আশা করি, বিগত বছরে আসা সকল প্রশ্নগুলো একসাথে পেলে আসন্ন BCS পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে নিতে অনেক সহায়ক হবে |

07/01/2024

🖌 বর্তমান পৃথিবীতে বিভিন্ন প্রেক্ষাপটে ইংরেজি যে শব্দগুলো ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে:

Globalization - বিশ্বায়ন
Economy - অর্থনীতি
Environment - পরিবেশ
Climate change - জলবায়ু পরিবর্তন
Pandemic - মহামারি
Vaccination - টিকাদান
Human rights - মানবাধিকার
Cybersecurity - সাইবার নিরাপত্তা
Renewable energy - নবায়ন শক্তি
Artificial intelligence - কৃত্রিম বুদ্ধি
Sustainability - টেকসই
Social media - সামাজিক মাধ্যম )
Immigration - অভিবাসন
Democracy - গণতন্ত্র )
Gender equality - লিঙ্গ সমানতা
Mental health - মানসিক স্বাস্থ্য
Data privacy - ডেটা গোপনীয়তা
E-commerce - ই-বাণিজ্য
Unemployment - বেকারত্ব
Disinformation - ভুল তথ্য
Financial inclusion - অর্থনৈতিক অন্তর্ভুক্তি
Biodiversity - জীববৈচিত্র্য
EM

মনে রেখো, আগামীকাল বিকাল 4.45 মি:পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শুধু Paid ব্যাচে।*ভর্তি হওয়ার নিয়মাবলী প্রথম কমেন্টে...
19/12/2023

মনে রেখো, আগামীকাল বিকাল 4.45 মি:
পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শুধু Paid ব্যাচে।
*ভর্তি হওয়ার নিয়মাবলী প্রথম কমেন্টে...

01/12/2023

বৃহস্পতিবার রাতে অনেকে অলস হয়ে যায় |
ভাবে কাল শুক্রবার, অবসরের দারুণ একটি দিন পেয়েছি |
দেরি করে ঘুম থেকে উঠবো |
কিন্তু তুমি জানো !
-এর উল্টোটা ভাবে অনেকেই,
যেমন: আগামীকাল শুক্রবার, দারুন একটি দিন পেয়েছি |
প্রত্যুষেই ঘুম থেকে উঠবো, দিনটা অনেক লম্বা পাব |
পুরনো পড়ার ঘাটতি গুলো কালকে এই সুযোগে পুষিয়ে নেব |
তুমি কি ভাবছো ?

26/11/2023

কখনো কি ভেবে দেখা হয়েছে ?
দুজন মানুষ একসাথে থাকলে,
যে মানুষটি নীরব থাকে,
তার দিকেই বেশি মানুষের নজর থাকে |
তার মানে, চুপ থাকলে অনন্য ব্যক্তিত্ব প্রকাশ পায় |
চুপ থাকলে পরিশ্রমবিহীন ইবাদত হয় |
তাই চেষ্টা করব-
প্রয়োজন না হলে কথা কম বলতে,
চেষ্টা করব অনেক মানুষের মাঝে শ্রোতা হতে,
ভালো শ্রোতার বড়োই অভাব |
সাথে এটিও মনে রাখব,
ভালো শ্রোতা হতে পারলে ভালো বক্তা হওয়া যায় |
EM

18/11/2023

এগুলো সবার না জানলেও চলবে !!!
তবে, শিখে রাখলে প্রযুক্তিতে ব্যবহৃত term বুঝতে সুবিধা হবে |
তবে মজার কথা হল- এর অনেকগুলোই তোমরা নিজের অজান্তেই প্রতিনিয়ত ব্যবহার করে থাকো |

RAM - Random Access Memory
Wi-Fi - Wireless Fidelity
USB - Universal Serial Bus
URL - Uniform Resource Locator
PNG - Portable Network Graphics.
OS - Operating System
API - Application Programming Interface
SQL - Structured Query Language
JavaScript - JS
CSS - Cascading Style Sheets
HTML - Hypertext Markup Language
LAN - Local Area Network
WAN - Wide Area Network
HDD - Hard Disk Drive
SSD - Solid State Drive
CPU - Central Processing Unit
GPU - Graphics Processing Unit
GUI - Graphical User Interface
PDF - Portable Document Format
JPEG - Joint Photographic Experts Group

Address

Dohar
146620

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Mojaa1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category