18/01/2025
জীবনের একটা অংশ জুরে কাটালাম খেলাধুলার মধ্য দিয়ে আবার হয়তো কখনো এভাবে আর খেলা হবে না। বন্ধু-বান্ধবের সাথে এই আড্ডাটা আর দেওয়া হবে না। ধন্যবাদ আমার টিমকে আমাকে এত সুন্দর বিদায় দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক মিস করবো❤️সবাই আমার জন্য দোয়া করবেন জানো প্রবাস জীবনে সফলতা পাই এবং ভালো কাজে মানুষের পাশে সারা জীবন থাকতে পারি❤️🥰