11/09/2023
ডিজিটাল মার্কেটিং কি?
অনলাইনে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাই হলো ডিজিটাল মার্কেটিং।
এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।
এছাড়াও মোবাইলে ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমেও করা যায়।
ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি?
ডিজিটাল মার্কেটিং দুই প্রকার :
১. অনলাইন মার্কেটিং
২.অফলাইন মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা কি কি?
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। মানুষ এখন যেকোনো পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পণ্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে আপনার পণ্য বা সার্ভিস খুব সহজেই পৌঁছে দেওয়া যায়।
ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কি?
অল্প খরচের মাধ্যমে বিস্তৃত অডিয়েন্স এর কাছে আপনার পণ্য বা সার্ভিসের অ্যাড পৌঁছে দেওয়া যায়।
এর মাধ্যমে কাস্টমারের পছন্দ বিহেভিয়ার অ্যাক্টিভিটি ইত্যাদি খুব সহজেই জানা যায়।
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের ক্ষেত্রে অডিয়েন্সের লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি বিবেচনা করে অডিয়েন্স আপনার কাজটা বা প্রজেক্টটা ব্যক্তিগতভাবে কিভাবে গ্রহণ করে তা খুব সহজেই জানা যায়।
দ্রষ্টব্য :ডিজিটাল মার্কেটিং হল একটি উন্মুক্ত পেশা। আর এই পেশার টিকে থাকতে চাইলে আপনাকে অবশ্যই প্রচুর ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। আর এটি আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন।