
15/08/2025
সৌদিআরব প্রবাসী ভাইটি খাবার আর চিকিৎসার অভাবে সৌদিতেই প্রাণ হারালেন গ্রাম:গাইবান্ধার ছেলেটির নাম:সাফিউল ইসলাম৷ দা'লা'লের মাধ্যমে সৌদিতে আসেন৷ এরপর দা'লা'ল কোনও চাকরি না দিয়ে আস্তে করে পা'লি'য়ে যায়৷ এভাবে চাকরি না পেয়ে, খাবারের অভাবে হতাশায় একসময় অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে যান সাফিউল৷ ইন্না-লিল্লাহি ওযা লিল্লাহি রাজিউন।
কয়েকদিন আগে দেখলাম জাপানে ও একটা ছেলে খাবারের অভাবে দুনিয়া থেকে চলে গেছেন৷
আপনাদের হযত অনেক কথা বলবে,অমুক জায়গায় চাকরি দিবে৷ বেতন হবে লাখ টাকার মত ৷ না ভাই দুনিয়া এতো সোজা না৷ তার ভিতর বাংলাদেশ থেকে যারা মিডল ইস্টে আসেন বেশিরভাগই কোনো কাজ জানেন না৷ কাজ না জানলে একটা কোম্পানি কি দেখে আপনাকে চাকরি দেবে! কি দেখে বেতন দেবে বলেন??
একটা কথা বলি৷ যারা সৌদিতে বা অন্য কোনো দেশে আসতে চান প্লিজ ভালো কোনও কাজ শিখুন৷ সবার ভাগ্য এক হয না ভাই,দা*লা*লদের মিথ্যে স্বপ্নে পড়বেন না৷ আর যদি পারেন দেশেই কিছু করেন৷ টাকা পয়সা আসবে যাবে কিন্তু আপনি পৃথিবী থেকে চলে গেলে পৃথিবীর কেউ আপনাকে মনে রাখবে না 😥 । #সৌদিআরব #প্রবাসী