12/05/2025
কোন এক ইমাম বলেছিলেন, আমি যখন আল্লাহর কাছে কিছু চাই, এবং তিনি আমাকে সেটা দিয়ে দেন, তখন আমি একবার আলহামদুলিল্লাহ বলি।
আর যখন আমি আল্লাহর কাছে কিছু চাই, কিন্তু তিনি সেটা আমাকে দেন না, তখন আমি দশ বার আলহামদুলিল্লাহ্ বলি।
কারণ প্রথম দেওয়াটা ছিল আমার ইচ্ছায় আর দ্বিতীয় না দেওয়াটা হলো আমার আল্লাহর ইচ্ছা।
কত নি-কৃষ্ট বস্ত আমি চেয়েছিলাম, কিন্তু সেটা আল্লাহ আমায় দেননি, কারণ কোনটা আমার জন্যে উত্তম আমার চেয়ে আমার আল্লাহই বেশি ভালো জানেন।❤️