24/08/2025
ডোমারের সোনারায় ইউনিয়নে স্কুলে চুরি
বিস্তারিত ⬇️
নীলফামারীর ডোমার উপজেলার, সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি নামক এলাকার, ওয়াহিদুল হক আনন্দলোক বিদ্যালয় গতকাল শনিবার ২৩ই আগস্ট রাতে চুরির ঘটনা ঘটেছে।
স্কুল কর্তৃপক্ষ থেকে জানা যায় , চোর স্কুলের গেটের তালা ভেঙ্গে লকারে রাখা দশ হাজার আটশত ত্রিশ টাকা, একটি প্রজেক্টর, একটি ট্যাব ল্যাপটপ, দুইটি ছাতা ও একটি অফিসের ব্যাগ নিয়ে যায়।
স্কুলে চুরির বিষয়ে স্কুলের সভাপতি মিজানুর রহমান বলেন, আমি ফার্মহাটে ছিলাম সেই সময় এলাকাবাসী মারফত জানতে পারি স্কুলে চুরির ঘটনা ঘটেছে এবং স্কুলের পাশের বাড়ির ছেলে রায়হান চুরি করেছে। আমি এলাকাবাসী সহ চোরের বাড়িতে যাই এবং চুরি কৃত জিনিস ও নগদ অর্থ উদ্ধারে সক্ষম হই চোর বর্তমানে পালাতক রয়েছে।
স্কুলের পরিচালক রেয়াছদ আলী বলেন, গতকাল রাতে চুরি হয়েছে পরবর্তীতে সভাপতি সাহেব চুরিকৃত নগদ অর্থসহ জিনিসপত্র উদ্ধার করেছে। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে চোরকে ধরতে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
এলাকাবাসী বাবলু ইসলাম বলেন,এর আগেও রায়হান বহুবার চুরি করেছে তার জন্য এলাকায় নিরাপদে থাকা যায় না।
ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, স্কুলে চুরির ঘটনাটি তথ্য পেয়েছি। পুলিশ পাঠিয়ে দিয়েছি ঘটনাস্থলে। তদন্ত সাপেক্ষে অভিযোগ দায়ের করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।