25/07/2025
ডোমারে অবৈধ লটারি বিক্রির সদস্যদের আটক করলো এনসিপি নেতা সহ এলাকাবাসী। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের অভাবে তাদের কাছ থেকে অবৈধ লটারি বিক্রির সদস্যদের ছাড়িয়ে নিয়ে গেল যুবদল নেতা।
বিস্তারিত ⬇️
২৪ শে জুলাই বৃহস্পতিবার নীলফামারী ডোমার সদর উপজেলা মোড়ে সন্ধ্যা সাড়ে সাতটা সময় সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে অবৈধ লটারি বিক্রির কয়েকজন সদস্যকে আটক করে এনসিপি নীলফামারী জেলা কমিটি সদস্য এডভোকেট আসিফ ইকবাল মাহমুদ সহ এলাকাবাসী।
এলাকাবাসী অবৈধ লটারি বিক্রির সদস্যদের কাছে লটারি বিক্রির অনুমতি পত্র দেখতে চাইলে তারা কোন অনুমতি পত্র দেখাতে পারেনি। পরবর্তীতে এলাকাবাসী প্রশাসনকে অবগত করলেও তারা তাৎক্ষণিক কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
অবৈধ লটারি বিক্রির সদস্যরা বলেন, সৈয়দপুর থেকে আমাদেরকে মালিকরা পাঠিয়েছে, বলেছে কোন যদি সমস্যা হয় তাহলে ডোমারে যুবদল নেতা শাহিন ভাই কে জানাতে।
এডভোকেট আসিফ ইকবাল মাহমুদ বলেন, ডোমার উপজেলা পরিষদের মোড়ে লটারির টিকেট বিক্রয় করা দেখে লটারির টিকিট বিক্রেতাদের আটক করে প্রথমে ইউএনও, ডোমার থানা, শেষে এসপি নীলফামারী কে ফোন করে জানালেও দুঃখজনক ১ ঘন্টার মধ্যে প্রশাসনের কেউ আসে নি।
এই ১ ঘন্টার মধ্যে কয়েকবার ডোমার পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কাওসার এবং ডোমার জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচীব মো: শাহীন আলম শান্ত সহ তাদের ৭-৮জন লোক আমাকে ব্যাপকভাবে হুমকি- ভয়ভীতি দেখিয়ে ও চাপ প্রয়োগ করে লটারির টিকিট বিক্রয় কারীদের ছাড়িয়ে দিতে বাধ্য করে এবং বলে তারা নিয়ম মেনেই করছে ।
ডোমার উপজেলা শাখার জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত বলেন, অবৈধ লটারি বিক্রির বিষয়ে আমি কোন কিছুই জানিনা। আমি শুধু রাস্তা ফাঁকা করার জন্যই তাদেরকে পাঠিয়ে দিয়েছি। অবৈধ লটারি বিক্রির সদস্যরা আপনার নাম বলেছে আপনি ডোমারে তাদেরকে অনুমতি দিয়েছেন ??? এই প্রশ্নের উত্তরে শাহীন আলম শান্ত বলেন, আমি এই বিষয়ে কোন কিছুই জানিনা এবং তাদেরকে আমি চিনি না।
এলাকাবাসীর হাতে ডোমারে অবৈধ লটারি বিক্রির সদস্য আটকের পর প্রশাসনের কেউ না আসার বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী অফিসার সায়লা সাহিদ তন্বী বলেন, গতকালকে খবর পেয়েছি। আমি গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকার কারণে যেতে না পারায় ডোমার থানার অফিসার ইনচার্জ সহ নীলফামারী সেনাবাহিনীর মেজর কে অবগত করেছি।