News DOMAR

News DOMAR সদা সত্য কথা

দল যে সিদ্ধান্ত নিবে মাথা পেতে নিব।
25/08/2025

দল যে সিদ্ধান্ত নিবে মাথা পেতে নিব।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই  কামাল হোসেন মাদক পাচারের ঘটনায় প্রত্যাহার প্রত্যাহার
25/08/2025

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই কামাল হোসেন মাদক পাচারের ঘটনায় প্রত্যাহার প্রত্যাহার

24/08/2025

নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়ায়,সড়ক দু*র্ঘ*ট*না*য় দুইজনের মৃ*ত্যু।

24/08/2025

ডোমারের সোনারায় ইউনিয়নে স্কুলে চুরি
বিস্তারিত ⬇️

নীলফামারীর ডোমার উপজেলার, সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি নামক এলাকার, ওয়াহিদুল হক আনন্দলোক বিদ্যালয় গতকাল শনিবার ২৩ই আগস্ট রাতে চুরির ঘটনা ঘটেছে।

স্কুল কর্তৃপক্ষ থেকে জানা যায় , চোর স্কুলের গেটের তালা ভেঙ্গে লকারে রাখা দশ হাজার আটশত ত্রিশ টাকা, একটি প্রজেক্টর, একটি ট্যাব ল্যাপটপ, দুইটি ছাতা ও একটি অফিসের ব্যাগ নিয়ে যায়।

স্কুলে চুরির বিষয়ে স্কুলের সভাপতি মিজানুর রহমান বলেন, আমি ফার্মহাটে ছিলাম সেই সময় এলাকাবাসী মারফত জানতে পারি স্কুলে চুরির ঘটনা ঘটেছে এবং স্কুলের পাশের বাড়ির ছেলে রায়হান চুরি করেছে। আমি এলাকাবাসী সহ চোরের বাড়িতে যাই এবং চুরি কৃত জিনিস ও নগদ অর্থ উদ্ধারে সক্ষম হই চোর বর্তমানে পালাতক রয়েছে।

স্কুলের পরিচালক রেয়াছদ আলী বলেন, গতকাল রাতে চুরি হয়েছে পরবর্তীতে সভাপতি সাহেব চুরিকৃত নগদ অর্থসহ জিনিসপত্র উদ্ধার করেছে। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে চোরকে ধরতে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

এলাকাবাসী বাবলু ইসলাম বলেন,এর আগেও রায়হান বহুবার চুরি করেছে তার জন্য এলাকায় নিরাপদে থাকা যায় না।

ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, স্কুলে চুরির ঘটনাটি তথ্য পেয়েছি। পুলিশ পাঠিয়ে দিয়েছি ঘটনাস্থলে। তদন্ত সাপেক্ষে অভিযোগ দায়ের করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

23/08/2025

চার সেকেন্ডে চারজন শেষ

22/08/2025

ডোমারে খুবেই ঝুঁকিপূর্ণ সেতু, যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

ডোমার পৌরসভার চান্দিনাপাড়ায়, শালকি নদীর উপর নির্মিত পুরনো সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর নিচে মাটি সরে গেছে । যার কারনে, সেতুর পিলারের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যেকোনো মুহূর্তে ভেঙ্গে পরতে পারে, হতে পারে প্রাণহানি সহ বড় দুর্ঘটনা।

22/08/2025

ট্রাক্টরের চাকায় পি*ষ্ট হয়ে নীলফামারীর কচুকাটায় এক যুবকের মৃ*ত্যু

ডোমারে ভুয়া সংঘ দেখিয়ে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে।
21/08/2025

ডোমারে ভুয়া সংঘ দেখিয়ে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে।

21/08/2025

আজ বৃহস্পতিবার দুপুরে ডোমারে ৫০ বোতল ফেনসিডিল সহ আশিকুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আশিকুরের বাড়ি ডোমার উপজেলার চিকন মাটি গ্রামের কুলি পাড়ায়।

ইউলিয়া তারাসেভিচ একজন ৪৫ বছর বয়সী রাশিয়ান মডেল। তিনি মিস রাশিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন। অথচ এখন তি...
20/08/2025

ইউলিয়া তারাসেভিচ একজন ৪৫ বছর বয়সী রাশিয়ান মডেল। তিনি মিস রাশিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন। অথচ এখন তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন।

সব শুরু হয়েছিল কয়েকটি কসমেটিক সার্জারির পর, যেগুলো ভয়াবহভাবে ব্যর্থ হয়।

তার উদ্দেশ্য ছিল চেহারায় বয়সের ছাপ কমিয়ে আনা। এজন্য তিনি মিনি লিপোসাকশন, ফেসলিফট আর চোখের পাতার সার্জারি (ব্লেফারোপ্লাস্টি) করান। কিন্তু প্রত্যাশিত ফল পাওয়ার বদলে তার জীবন এক ভয়ংকর দিকে মোড় নেয়।

তিনি বলেন, “আমি শুধু কিছু ভাঁজ মুছে ফেলতে চেয়েছিলাম... কিন্তু আমি আমার স্বাস্থ্য হারালাম।”

এরপর থেকে ইউলিয়া আর চোখ বন্ধ করতে পারেন না, মুখের কিছু অংশ নড়াতে পারেন না, হাসতে পারেন না, এমনকি উপরের ঠোঁট তুলতেও পারেন না!

তিনি ইতিমধ্যেই ৩৭ হাজার ডলারের বেশি খরচ করেছেন ক্ষত ঠিক করতে, কিন্তু কোনো ফল হয়নি।

ইউলিয়া ডাক্তারদের বিরুদ্ধে মামলা করেছেন, যদিও ডাক্তাররা দাবি করছেন- এটা হয়তো কোনো বিরল জেনেটিক সমস্যার কারণে হয়েছে।

19/08/2025

আজ থেকে সৈয়দপুর বাণিজ্য মেলার নামে অবৈধ জুয়ার লটারি বন্ধ করেছে সেনাবাহিনী

মহাবিশ্বের বিশাল এক লতা! 🌌 জেমস ওয়েব টেলিস্কোপের চোখে ধরা পড়লো ২০টি গ্যালাক্সির শৃঙ্খল!জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাব...
19/08/2025

মহাবিশ্বের বিশাল এক লতা! 🌌 জেমস ওয়েব টেলিস্কোপের চোখে ধরা পড়লো ২০টি গ্যালাক্সির শৃঙ্খল!

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের এক বিস্ময়কর দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছে! বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন 'কসমিক ভাইন' (Cosmic Vine) বা মহাজাগতিক লতা। এটি আসলে ২০টি গ্যালাক্সির এক বিশাল শৃঙ্খল, যা সুদূর মহাবিশ্বে প্রায় ১ কোটি ৩০ লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত।

এই আবিষ্কারটি মহাবিশ্বের শুরুর দিকে কীভাবে গ্যালাক্সিগুলো তৈরি হয়েছিল এবং একসাথে জোট বেঁধেছিল, সে সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই ধরনের শৃঙ্খলই হলো সেই 'মহাজাগতিক জাল' (Cosmic Web)-এর ভিত্তি, যা পুরো মহাবিশ্বকে একত্রে ধরে রেখেছে। ✨

এই 'কসমিক ভাইন' এতটাই বিশাল যে, এটি বর্তমান তত্ত্বগুলোকে চ্যালেঞ্জ করছে। ধারণা করা হচ্ছে, মহাবিশ্বের ইতিহাসে এতো বড় কাঠামো হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক আগে তৈরি হয়েছিল।

জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের কল্পনার সীমানা ছাড়িয়ে যাচ্ছে এবং দেখাচ্ছে যে মহাবিশ্ব আমাদের ধারণার চেয়েও অনেক বেশি জটিল এবং আন্তঃসংযুক্ত। মহাকাশের রহস্য সত্যিই অসীম! 🔭





Address

Domar, Nilphamari
Domar Bil

Website

Alerts

Be the first to know and let us send you an email when News DOMAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share