News DOMAR

News DOMAR সদা সত্য কথা

30/07/2025

গাইবান্ধা সদর হাসপাতালে জন্ম নিল অদ্ভুত এক শিশু

29/07/2025

ফিরে দেখা, ৮ই মে ২০২৪
উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলের সময় ডোমার উপজেলা হলরুমে ঠিক কি, কি ঘটেছিল ???

হামলায় কারা, কারা জড়িত ছিল ???

হামলার ঘটনায় পুলিশের তদন্তে ৪১ জনকে আসামি করে আদালতে তদন্ত রিপোর্ট পেশ করে। যাদের বেশিরভাগই বলেছে, ডোমার উপজেলা পরিষদে হামলার পেছনে তাদের কোন সম্পৃক্ততা নেই।

কমেন্টে ৯ জন গ্রেপ্তারকৃত সহ পালাতক ৩২ জনের নাম, বাবার নাম,ঠিকানা দেওয়া হলো।

নীলফামারী কলেজ ষ্টেশনের পাশে ট্রেনে কা*টা পড়ে একজন নিহত
28/07/2025

নীলফামারী কলেজ ষ্টেশনের পাশে ট্রেনে কা*টা পড়ে একজন নিহত

লালমনিরহাটের বুড়িমারীতে বুড়িমারী কমিউটার ও  লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লালমনি এক্সপ্রেসের ২টি ব...
28/07/2025

লালমনিরহাটের বুড়িমারীতে বুড়িমারী কমিউটার ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লালমনি এক্সপ্রেসের ২টি বগি উল্টে গেছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

28/07/2025

নীলফামারীর ডোমারের বেশিরভাগ সড়কের বেহাল অবস্থা।

27/07/2025

নীলফামারীর ডোমারে জামায়াতে ইসলামীর জেলা আমীরের গণসংযোগ

ভিডিও: এম এস রানা

26/07/2025

নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্র কুটির শিল্প মেলায়
লটারি ও জুয়া খেলা বন্ধ করা হয়েছে।

25/07/2025

ডোমারে অবৈধ লটারি বিক্রির সদস্যদের আটক করলো এনসিপি নেতা সহ এলাকাবাসী। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের অভাবে তাদের কাছ থেকে অবৈধ লটারি বিক্রির সদস্যদের ছাড়িয়ে নিয়ে গেল যুবদল নেতা।
বিস্তারিত ⬇️

২৪ শে জুলাই বৃহস্পতিবার নীলফামারী ডোমার সদর উপজেলা মোড়ে সন্ধ্যা সাড়ে সাতটা সময় সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে অবৈধ লটারি বিক্রির কয়েকজন সদস্যকে আটক করে এনসিপি নীলফামারী জেলা কমিটি সদস্য এডভোকেট আসিফ ইকবাল মাহমুদ সহ এলাকাবাসী।

এলাকাবাসী অবৈধ লটারি বিক্রির সদস্যদের কাছে লটারি বিক্রির অনুমতি পত্র দেখতে চাইলে তারা কোন অনুমতি পত্র দেখাতে পারেনি। পরবর্তীতে এলাকাবাসী প্রশাসনকে অবগত করলেও তারা তাৎক্ষণিক কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

অবৈধ লটারি বিক্রির সদস্যরা বলেন, সৈয়দপুর থেকে আমাদেরকে মালিকরা পাঠিয়েছে, বলেছে কোন যদি সমস্যা হয় তাহলে ডোমারে যুবদল নেতা শাহিন ভাই কে জানাতে।

এডভোকেট আসিফ ইকবাল মাহমুদ বলেন, ডোমার উপজেলা পরিষদের মোড়ে লটারির টিকেট বিক্রয় করা দেখে লটারির টিকিট বিক্রেতাদের আটক করে প্রথমে ইউএনও, ডোমার থানা, শেষে এসপি নীলফামারী কে ফোন করে জানালেও দুঃখজনক ১ ঘন্টার মধ্যে প্রশাসনের কেউ আসে নি।
এই ১ ঘন্টার মধ্যে কয়েকবার ডোমার পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কাওসার এবং ডোমার জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচীব মো: শাহীন আলম শান্ত সহ তাদের ৭-৮জন লোক আমাকে ব্যাপকভাবে হুমকি- ভয়ভীতি দেখিয়ে ও চাপ প্রয়োগ করে লটারির টিকিট বিক্রয় কারীদের ছাড়িয়ে দিতে বাধ্য করে এবং বলে তারা নিয়ম মেনেই করছে ।

ডোমার উপজেলা শাখার জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত বলেন, অবৈধ লটারি বিক্রির বিষয়ে আমি কোন কিছুই জানিনা। আমি শুধু রাস্তা ফাঁকা করার জন্যই তাদেরকে পাঠিয়ে দিয়েছি। অবৈধ লটারি বিক্রির সদস্যরা আপনার নাম বলেছে আপনি ডোমারে তাদেরকে অনুমতি দিয়েছেন ??? এই প্রশ্নের উত্তরে শাহীন আলম শান্ত বলেন, আমি এই বিষয়ে কোন কিছুই জানিনা এবং তাদেরকে আমি চিনি না।

এলাকাবাসীর হাতে ডোমারে অবৈধ লটারি বিক্রির সদস্য আটকের পর প্রশাসনের কেউ না আসার বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী অফিসার সায়লা সাহিদ তন্বী বলেন, গতকালকে খবর পেয়েছি। আমি গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকার কারণে যেতে না পারায় ডোমার থানার অফিসার ইনচার্জ সহ নীলফামারী সেনাবাহিনীর মেজর কে অবগত করেছি।

23/07/2025

এইমাত্র মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে আগ*ন লেগে গেছে, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

23/07/2025

ঢাকার উওরার দিয়াবাড়ীতে স্কুলে যেভাবে বিমান বিধ্বস্ত হলো।

22/07/2025

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীতে ছাত্র হত্যাকারী ছাত্রলীগের একজন নেতাকে আজ ঢাকায় আন্দোলন করার সময় আটক করেছে ছাত্ররা ।

22/07/2025

নীলফামারীর মেয়ে মেহেরিন চৌধুরী ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়েছে কিন্তু তিনি নিজেই মারা গিয়েছে।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাজিন মুহিত চৌধুরীর কন্যা।

Address

Domar, Nilphamari
Domar Bil

Website

Alerts

Be the first to know and let us send you an email when News DOMAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share