
10/07/2025
বাবার খোঁজে বেরিয়ে এসে পথ হারা শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন//
______________
➤দিনাজপুর জেলার খানসামা উপজেলার জয়গঞ্জ বাজারে আজ সন্ধ্যা থেকে ঘোরাঘুরি করছে এই ছেলেটি।
সে নিজের নাম, বাসা বা ঠিকানা কিছুই বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, সে তার বাবার খোঁজে বেরিয়ে এসে পথ হারিয়ে ফেলেছে।
যদি কেউ ছেলেটিকে চিনে থাকেন বা তার পরিবারের সাথে যোগাযোগের ব্যবস্থা করতে পারেন, অতি দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করুন:
📞 01723-890851
ছেলেটির পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। আপনার একটি শেয়ার ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের শান্তি//