Ashik Ahmed Ksa

Ashik Ahmed Ksa আরবি যতটুকু জানি,তাই অন্যকে শিখানোর চেষ্টা করি
(2)

12/10/2025

দালাল চক্রের ফাঁদে পড়ে আছি, দালাল সম্পর্কে কিছু বলে যান।

12/10/2025

সৌদিরা যে ভাবে বিয়ে করে 🇸🇦
#সৌদি #প্রবাসি #ভিসা

বাড়ি ফেরা হয় না কতদিন?? #প্রবাসি  #সৌদি
11/10/2025

বাড়ি ফেরা হয় না কতদিন??
#প্রবাসি
#সৌদি

✈️🌍“খুব ছোট একটা ছেলে… চোখে স্বপ্ন, মনে হাজার প্রশ্ন। নিজের মাটির কোলে খেলা করার বয়সে সে পা বাড়িয়েছে অচেনা প্রবাসের পথে।...
11/10/2025

✈️🌍
“খুব ছোট একটা ছেলে… চোখে স্বপ্ন, মনে হাজার প্রশ্ন। নিজের মাটির কোলে খেলা করার বয়সে সে পা বাড়িয়েছে অচেনা প্রবাসের পথে। বিদায়ের সময় মায়ের চোখের জল আর বাবার নিঃশব্দ কান্না যেন বলে দিচ্ছিল—এই পথটা সহজ না… তবুও সে যাচ্ছে, নিজের পরিবার আর ভবিষ্যতের আশায়।
এই ছোট্ট বয়সে যে ত্যাগ আর সাহস দেখিয়েছে, তা বড় বড় মানুষকেও লজ্জায় ফেলে দেয়। হয়তো এখনই সে বুঝে উঠতে পারে না, কিন্তু একদিন সবাই বুঝবে—এই যাত্রা শুধু তার না, এই যাত্রা একটা প্রজন্মের সংগ্রাম ও অনুপ্রেরণা।”

জীবন যে মানুষের উপর এতো বড় বড় স্বপ্ন চাপিয়ে দেয়, সেটা আর বলার বাকি রাখে না 🥲😭🥲

সৌদি আরবে বাঙালি সুপারভাইজার হলে নিজেকে কোম্পানির মালিক মনে করে আবার কেওতো ভাবে সৌদি বাদশাহ হয়ে গেলো!সবচেয়ে বেশি খারাপ ব...
10/10/2025

সৌদি আরবে বাঙালি সুপারভাইজার হলে নিজেকে কোম্পানির মালিক মনে করে আবার কেওতো ভাবে সৌদি বাদশাহ হয়ে গেলো!
সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করে বাঙালিদের সাথেই, অথচ পাকিস্তানি সুপারভাইজাররা নিজেদের দেশের লোকদের সঙ্গে কত সুন্দর ব্যবহার করে। অপরদিকে কেরালার লোকেরা একে অপরকে সাহায্য, সহযোগিতা এমনকি প্রমোশন পর্যন্ত দেয়।

আমরা বাঙালিরা জাতি হিসেবে অনেক সময় নিচুমনের পরিচয় দিই। কোনোভাবে একটু বড় পদে উঠলেই নিজেকে রাজা বা নবাব মনে করতে শুরু করি।

মনে রাখবেন — আজ আপনি সুপারভাইজার, কালই হয়তো পথের ভিখারি হতে পারেন। বড় চেয়ারে বসা মানে এই নয় যে আপনি সবার উপরে; বরং আল্লাহ আপনাকে মানুষের সেবা করার একটি সুযোগ দিয়েছেন। তাই এই আসন থেকে মানুষের কল্যাণে কাজ করতে শিখুন, দেখবেন একদিন পুরো দুনিয়া আপনার সেবায় নিয়োজিত হবে।

#প্রবাসি #ভিসা

09/10/2025

ওল্লাহি মাছরি রকম অয়াহেদ হাইওয়ান।
মাফি ইনছান, সেমসেম হাইওয়ান ফেরাউন।

শ্রীলঙ্কার কুমারীকা, ভারতের ডাবর আমলা, বাংলাদেশের প্যারাসুট নারিকেল তেল একি উপকরণে, একি যায়গায় তৈরী হয়ে বোতলজাত হচ্ছে বদ...
08/10/2025

শ্রীলঙ্কার কুমারীকা, ভারতের ডাবর আমলা, বাংলাদেশের প্যারাসুট নারিকেল তেল একি উপকরণে, একি যায়গায় তৈরী হয়ে বোতলজাত হচ্ছে বদনা দিয়ে। 🇧🇩


খবরের লিংক কমেন্টে
08/10/2025

খবরের লিংক কমেন্টে

সৌদি তে যৌথবাহিনীর অভিযান চলছে, সকল কুলাংগার অবৈধ কাজে যুক্ত, অপহরন কারী ও দালাল'দের রুম থেকে, এভাবে ধরে এনে গ্রেপতার কর...
07/10/2025

সৌদি তে যৌথবাহিনীর অভিযান চলছে, সকল কুলাংগার অবৈধ কাজে যুক্ত, অপহরন কারী ও দালাল'দের রুম থেকে, এভাবে ধরে এনে গ্রেপতার করা হবে।

সৌদি আরব কুলাংগার মুক্ত হবে ইনশা'আল্লাহ।

এয়ারপোর্টে পরিবারের কেউ আসেনি , কারণ কোম্পানি দেশে পাঠিয়ে দিয়েছে, প্রবাসী মানে টাকার মেশিন। 🙏 #প্রবাসি  #সৌদি
07/10/2025

এয়ারপোর্টে পরিবারের কেউ আসেনি , কারণ কোম্পানি দেশে পাঠিয়ে দিয়েছে, প্রবাসী মানে টাকার মেশিন। 🙏
#প্রবাসি
#সৌদি

সাতক্ষীরা জেলায়, পবিত্র ধর্মগ্রন্থ  আল কোরআন অবমাননা করায়, জনগণ নিজ দায়িত্বে তাকে গণধোলাই দিয়েছে।
06/10/2025

সাতক্ষীরা জেলায়, পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা করায়, জনগণ নিজ দায়িত্বে তাকে গণধোলাই দিয়েছে।

এই প্রবাসে অসুস্থ হলে কেউ দেখার নাই 😭🥲 #প্রবাসি  #সৌদি
06/10/2025

এই প্রবাসে অসুস্থ হলে কেউ দেখার নাই 😭🥲
#প্রবাসি #সৌদি

Address

Domar Bil

Alerts

Be the first to know and let us send you an email when Ashik Ahmed Ksa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share