Bdsebu story

Bdsebu story বিয়োগ ব্যাথাযর ওপারে

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বা...
15/10/2025

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

আপনার কি মনে হয়,,,? কথায় কি ভুল আছে???

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

আমিন।

05/10/2025

এক ভদ্রলোক আফসোস করে বলছিলেন , আমার স্ত্রী যদি কোন ব্যাক্তির সাথে এক মাস চলাফেরা করে তাহলে ওই ব্যক্তি আমার স্ত্রীকে গায়ে হাত দেয়ার অধিকার পাবে ।

আমি বললাম , এতো ভালো ফ্যামিলিতে বিয়ে করেছেন , আপনার শাশুড়ি হিজাব করে , শশুড় নামাজি । এটা কিভাবে সম্ভব ?

লোকটার উত্তর ছিল খুব দামী । তিনি বলেছিলেন , আমার শশুড় শাশুড়ি তাকে জাজ করে তাদের সন্তান হিসেবে । সে সন্তান হিসেবে ভালো ।

তার বন্ধুরা তাকে জাজ করে তার বন্ধু হিসেবে । এই হিসেবেও সে ভালো ।

কিন্তু আমি তার সাথে শুই । এক বিছানায় থাকি । একজন পুরুষ তার স্ত্রীর মনের ভেতরে কি চলে সেটা জানতে এক বছর সময় লাগে না । একই কথা আমার স্ত্রীর জন্যেও সত্য । স্বামী হিসেবে আমাকে জাস্টিফাই করতে পারবে শুধুই সে । অন্য কেউ না ।

সঙ্গিনী হিসেবে আপনার স্ত্রী কেমন সেটা বলার রাইট শুধু আপনার । তার মা বাবা আত্মীয় স্বজন নয় । একই কথা আপনার জন্যেও সত্য । আপনার মা বাবা আপনার স্বামীত্বের সার্টিফিকেট দেবেন না । মেয়ের বাপ তাহাজ্জুত পড়ে তার মানে এই নয় মেয়েটাও ধার্মিক হবে । এমন মেয়েকে দেখেছি আমি যে নিজের বাপ মায়ের ধর্মিয় পরিচয়ে অনৈতিক সম্পর্ক করে বেড়ায় । লেবাস দেখলে বিশ্বাস হয় না । কিন্তু তার সাথে কয়েকদিন মিশলে বুঝে যাবেন সব ।

আপনার স্ত্রী কথায় কথায় এবোরশন করতে চায় , বাচ্চা নিতে চায় না । আপনি ব্যপারটাকে ইগনোর করছেন । এখনই সতর্ক হয়ে যান । নারীসুলভ বৈশিষ্ট্য যার মধ্যে নাই তার থেকে স্ত্রী সুলভ আচরন আশা করতে যাবেন না ।

আপনার স্ত্রী জীবনে রান্না করে নাই । এটাকে খুব গর্ব করে বলার কিছু না । আপনার স্ত্রী কখনোই গর্ব করে বলে না আপনি বেকার । জব করেন না । আপনার টাকা নাই । অপ্রিয় হলেও সত্য সুযোগ বুঝে একটা অপদার্থকে আপনার ঘাড়ে চাপানো হয়েছে ।

টু বি অনেস্ট …
আপনি যা ইনকাম করেন তা শুধুই আপনার । আই রিপিট শুধুই আপনার । আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীকে একটা ভরণপোষণ দেয়া । তার দেখভাল করা । তাকে সুন্দরভাবে রাখা । আবেগের বশে সব কিছু তার নামে করে দিয়ে নিজেকে পথে নামাবেন না । মনে রাখবেন টাকার গন্ধ পেলে মানুষের সম্পর্ক বদলে যায় ।

অনেককেই দেখা যায় , স্ত্রীর জন্য বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ করে । অথবা বাপ মায়ের জন্য স্ত্রীর সাথে । দুইটার কোনটাই উচিত না । আপনি যখন স্ত্রীর পক্ষ নিয়ে বাপ মা কে দূরে সরিয়ে দেন , তখন আপনার স্ত্রীও আপনার নিচু ব্যক্তিত্ব সম্পর্কে অবহিত হয় । সম্পর্কের খাতিরে হয়তো সব সময় সব কিছু বলে না । কিন্তু সে ঠিকই জানে যে লোক নিজের সদ্য বিবাহিত নতুন স্ত্রীর জন্য বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ করতে পারে , সে তাকে বাদ দিয়ে নতুন রমনীর প্রেমে পড়তে পারে । রেড ফ্ল্যাগ ইট ইজ ।

শ্বশুর শাশুড়ির কথায় বাচ্চা নেয়ার প্ল্যান করবেন না । সন্তান আপনাদের । সিদ্ধান্তও আপনাদের দুইজনের । বাইরের কারো নয় ।

আপনার স্ত্রী যদি বিছানায় অন্য পুরুষের উপর ক্রাশ খাওয়ার গল্প করতে পারে তাহলে বুঝে নেবেন , স্বামী হিসেবে আপনার ভ্যালিডিটি প্রায় শেষের দিকে । দায় মূলত আপনার । আপনি নিজের প্রাধান্যটা তার কাছে প্রকাশ করতে পারেন নাই অথবা তুলে ধরতে পারেন নাই । বাই দ্যা ওয়ে ,আপনি তার বান্ধবীর উপর ক্রাশ খাওয়ার গল্পটা করে দেখবেন তো একবার । সে কিভাবে রিএক্ট করে ?

হ্যাপী ফ্রাইডে …

Arafat Abdullah (মধ্যরাতের অশ্বারোহী)

24/06/2025

# story

Address

Domar Bil

Alerts

Be the first to know and let us send you an email when Bdsebu story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bdsebu story:

Share

Category