Rangdhanu Computer Training Institute, Dhaka

Rangdhanu Computer Training Institute, Dhaka Graphics Design, Digital Marketing, YouTube Marketing, Vedio Editing & Computer Office Application Training.

31/07/2025
ক‌্যা‌রিয়ার গড়‌তে ক‌ম্পিউটার শিখুন।।
31/07/2025

ক‌্যা‌রিয়ার গড়‌তে ক‌ম্পিউটার শিখুন।।

ক‌ম্পিউটার পরীক্ষা শে‌ষে স্মৃ‌তির পাতায় ১২নং ব‌্যাচ।।
22/07/2025

ক‌ম্পিউটার পরীক্ষা শে‌ষে স্মৃ‌তির পাতায় ১২নং ব‌্যাচ।।

Freelancing Class-03, (22.07.2025) 🔶🔷জুলাই টু ডিসেম্বর ২০২৫ সেশনে ৬মাস মেয়াদী কম্পিউটার কোর্সের রেজিষ্ট্রেশন চলছে। বাংলা...
22/07/2025

Freelancing Class-03, (22.07.2025)


🔶🔷জুলাই টু ডিসেম্বর ২০২৫ সেশনে ৬মাস মেয়াদী কম্পিউটার কোর্সের রেজিষ্ট্রেশন চলছে। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিষ্ট্রেশন এর কাজ সম্পন্ন করতে হয়। তাই ৬ মাস মেয়াদী কোর্সে কোর্স ফি নিচ্ছি মাত্র ১০,২০০/- টাকা । তাই আর অপেক্ষা না করে এই সুযোগটি গ্রহন করুন।

🔶🔷 এই কোর্সটি করে যে কোন সরকারি চাকরিতে আবেদন এবং সেই সাথে আউট সোর্সিং এর কাজ করা যাবে।

🔶🔷 ”লোকে বলে দেশে চাকরি নেই” কথাটি সত্যি, কারণ অলস ও অদক্ষ লোকের চাকরি নেই। তাই একাডেমিক শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের পাশাপাশি প্রয়োজন কারিগরি দক্ষতা ও কারিগরি শিক্ষার সার্টিফিকেট।

🔶🔷 তাই ভেবে দেখুন দক্ষ, অভিজ্ঞ, পরিশ্রমি এবং সৎ লোকের চাকরি ঠিকই হচ্ছে। দক্ষ ও পরিশ্রমি এবং সৎ লোকের কখনো চাকরির অভাব হয়নি, ভবিষ্যতেও হবে না। কারিগরি শিক্ষার বিকল্প কিছুই হতে পারে না। কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন, দেশকে বেকারত্বের হাত থেকে রক্ষা করুন।

✅ ১৩তম ব্যাচে সীমিত আসনে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং আপনার প্রয়োজনীয় কোর্সটি করে নিন সহজেই এবং দ্রুত।
https://rctidhaka.com
🌐 🌐 আমাদের ওয়েবসাইট ভিজিট করুন: https://rctidhaka.com
Youtube: https://www.youtube.com/channel/UCKoBF7OL-MvUdDm_Lp11tWg
ওয়েব সাইটের মাধ্যমে আপনার অনলাইন আবেদন ও পেমেন্ট প্রদান করতে পারবেন।

✅ যারা ভর্তি হতে ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়।
শুভ কামনায়
মোঃ আব্দুল খালেক
পরিচালক, রংধনু কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট
সহকারী অধ্যাপক (আইসিটি), আমিরজান কলেজ
ডুমনী, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
সব সময় যোগাযোগের জন্য কল করবে
এই নাম্বারে 01717-346456
সেই সাথে আমার এই পেইজটি অনুগ্রহপূর্বক লাইক, কমেন্টস ও ফলো দিয়ে রেখে দিও, যাতে সব সময় তোমাদের আপডেট কিছু দিতে পারি।

21/07/2025

বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীসহ হতাহত সকলের জন্য দোয়া ও শোক প্রকাশ করছি। সন্তানহারা বাবা-মাকে মহান আল্লাহ যেন শোক সহ‌্য করার ক্ষমতা দেন। আমিন

21/07/2025

বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীসহ যারা হতাহত হয়েছেন সকলের জন্য দোয়া ও শোক প্রকাশ করছি। সন্তানহারা বাবা-মাকে মহান আল্লাহ যেন শোক সহ‌্য করার ক্ষমতা বাড়িয়ে দেন।

With Md. Abdul Khalek – I'm on a streak! I've been a top fan for 12 months in a row. 🎉
19/07/2025

With Md. Abdul Khalek – I'm on a streak! I've been a top fan for 12 months in a row. 🎉

মাইক্রোসফ্ট অ্যাক্সেস প্রোগ্রামে কিছু দরকারী কীবোর্ড শর্টকাট নিচে দেওয়া হলো: Ctrl + N: নতুন ডাটাবেস উইন্ডো খুলতে.Ctrl + ...
19/07/2025

মাইক্রোসফ্ট অ্যাক্সেস প্রোগ্রামে কিছু দরকারী কীবোর্ড শর্টকাট নিচে দেওয়া হলো:
Ctrl + N: নতুন ডাটাবেস উইন্ডো খুলতে.
Ctrl + O: বিদ্যমান ডাটাবেস খুলতে.
Ctrl + S: ডাটাবেস সেইভ করতে.
Ctrl + P: প্রিন্ট করার জন্য.
Alt + F4: প্রোগ্রামটি বন্ধ করতে.
F11: নেভিগেশন প্যানেল লুকানো বা দেখানোর জন্য.
F6: উইন্ডোগুলোর মধ্যে পরিবর্তন করতে.
Esc: এডিট বাতিল করতে.
Tab: টেক্সটবক্সের মধ্যে সামনে এগোতে.
Shift + Tab: টেক্সটবক্সের মধ্যে পিছনে যেতে.
Ctrl + ; (semicolon): বর্তমান তারিখ সন্নিবেশ করতে.
Ctrl + : (colon): বর্তমান সময় সন্নিবেশ করতে.
Ctrl + ' (apostrophe): আগের রেকর্ডের একই কলামের মান কপি করতে.
এই শর্টকাটগুলো মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহারের অভিজ্ঞতা আরও দ্রুত এবং কার্যকর করে তোলে.

Frequently used shortcuts
This table itemizes the most frequently used shortcuts in Access desktop databases.
To do this Press
Select the active tab of the ribbon and activate KeyTips= Alt or F10
(to move to a different tab, use KeyTips
or the arrow keys)
Open the Home tab = Alt+H
Open the Tell me box on the ribbon = Alt+Q,
and then enter the search term = Shift+F10
Display the shortcut menu for the selected item =Shift+F10
Move the focus to a different pane of the window = F6
Open an existing database = Ctrl+O or = Ctrl+F12
Show or hide the Navigation Pane =F11
Show or hide a property sheet = F4
Switch between Edit mode (with insertion point displayed)
and Navigation mode in a datasheet or design view = F2
Switch to Form view from form Design view = F5
Move to the next or previous field in a Datasheet view The Tab key or Shift+Tab
Go to a specific record in a Datasheet view = F5
(then, in the record number box, type
the record number and press Enter)
Open the Print dialog box from Print (for datasheets,
forms, and reports) = Ctrl+P
Open the Page Setup dialog box (for forms and reports) S
Zoom in or out on a part of the page = Z
Open the Find tab in the Find and Replace dialog box in
the Datasheet view or Form view = Ctrl+F
Open the Replace tab in the Find and Replace dialog box
in the Datasheet view or Form view = Ctrl+H
Add a new record in Datasheet view or Form view = Ctrl+Plus Sign (+)
Open the Help window = F1
Exit Access = Alt+F4

এক্সেল শর্টকাট কীগুলিশর্টকাট কী ব্যবহার করে আপনি এক্সেলের বিভিন্ন ফিচারের দ্রুত অ্যাক্সেস পেতে পারেন, যা আপনার সময় বাঁচা...
19/07/2025

এক্সেল শর্টকাট কীগুলি
শর্টকাট কী ব্যবহার করে আপনি এক্সেলের বিভিন্ন ফিচারের দ্রুত অ্যাক্সেস পেতে পারেন, যা আপনার সময় বাঁচাতে সহায়তা করে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কী দেওয়া হলো:

সাধারণ শর্টকাট কীগুলি
Ctrl + N: নতুন ওয়ার্কবুক তৈরি করা
Ctrl + O: বিদ্যমান ফাইল ওপেন করা
Ctrl + S: ফাইল সেভ করা
Ctrl + P: প্রিন্ট কমান্ড
Ctrl + C: কপি করা
Ctrl + X: কাটা (Cut) করা
Ctrl + V: পেস্ট করা
Ctrl + Z: Undo করা (শেষকৃত কাজ বাতিল)
Ctrl + Y: Redo করা (Undo করা কাজ আবার করা)
Ctrl + F: খুঁজুন (Find)
Ctrl + H: রিপ্লেস (Replace)
সেল নেভিগেশন শর্টকাট কীগুলি
Arrow Keys: সেল গুলো একে একে নেভিগেট করতে
Ctrl + Arrow Key: দ্রুত সেল গুলি বড় ডেটা সেটে নেভিগেট করতে (যেমন Ctrl + Down Arrow নিচের শেষ সেলে নিয়ে যাবে)
Ctrl + Home: প্রথম সেলে যাওয়ার জন্য
Ctrl + End: ডেটার শেষ সেলে যাওয়ার জন্য
Shift + Arrow Key: এক সেল থেকে অন্য সেলে সিলেকশন করতে
Ctrl + Space: পুরো কলাম সিলেক্ট করা
Shift + Space: পুরো রো সিলেক্ট করা
সেল ফরম্যাটিং এবং সেল কন্টেন্ট শর্টকাট
Ctrl + B: বোল্ড (Bold) করা
Ctrl + I: ইটালিক (Italic) করা
Ctrl + U: আন্ডারলাইন (Underline) করা
Ctrl + 1: সেল ফরম্যাট ডায়ালগ বক্স খোলা
Alt + E, S, V: স্পেশাল পেস্ট অপশন (যেমন শুধু মান, শুধু ফরম্যাট ইত্যাদি)
Ctrl + Shift + L: ফিল্টার সক্রিয় করা
রেঞ্জ এবং টেবিলের শর্টকাট
Ctrl + T: টেবিল তৈরি করা
Ctrl + Shift + "+": সেল ইনসার্ট করা
Ctrl + "-": সেল ডিলিট করা
টাইম-সেভিং কৌশল
এক্সেল ব্যবহারের সময় কিছু কৌশল ব্যবহার করলে আপনার কাজের গতি এবং দক্ষতা বাড়ানো সম্ভব। এখানে কিছু গুরুত্বপূর্ণ টাইম-সেভিং কৌশল দেওয়া হলো:

১. ফিল্টার এবং সর্টিং
AutoFilter: দ্রুত ফিল্টার প্রয়োগ করতে, Ctrl + Shift + L ব্যবহার করুন।
Custom Sort: ডেটা সিলেক্ট করে Data ট্যাব থেকে Sort অপশন ব্যবহার করুন। এতে দ্রুত একাধিক কলামে ফিল্টার এবং সর্ট করতে পারবেন।
২. ফর্মুলা অটোমেশন
AutoSum (Alt + =): সেল সিলেক্ট করে অটোমেটিকালি যোগফল, গড় বা গুণফল বের করতে Alt + = চাপুন।
Copying Formulas: ফর্মুলা কপি করার জন্য, সেলের নিচের ডান কোণায় ছোট বাক্সটি ড্র্যাগ করুন (ফিল হ্যান্ডেল)।
৩. ড্র্যাগ এবং ড্রপ টেকনিক
ডেটা সিলেক্ট করার পর, আপনি সহজেই সেলগুলির মধ্যে ড্র্যাগ এবং ড্রপ করে ইনফরমেশন কপি বা মুভ করতে পারেন। একে Drag and Drop বলা হয়, যা খুবই দ্রুত ডেটা পুনঃপ্রয়োগ করতে সহায়তা করে।

৪. ডেটা ভ্যালিডেশন
ডেটা ভ্যালিডেশন ব্যবহার করে আপনি সেলগুলিতে নির্দিষ্ট মান ইনপুট করতে বাধ্য করতে পারেন। এটি টাইপিং এবং ইনপুট ত্রুটি হ্রাস করে।

Data Validation → List: ড্রপডাউন লিস্ট তৈরি করুন, যাতে ব্যবহারকারী সহজে ইনপুট দিতে পারে।
৫. শর্টকাট দিয়ে নেভিগেশন
এক্সেলে দ্রুত কাজ করার জন্য শর্টকাট কী ব্যবহার করুন:

Ctrl + Arrow Keys: দ্রুত ডেটার শেষ বা শুরুর দিকে নেভিগেট করতে।
Ctrl + Shift + Arrow Keys: পুরো রেঞ্জ সিলেক্ট করতে।
৬. ম্যাক্রো ব্যবহার
ম্যাক্রো ব্যবহার করে আপনি স্বয়ংক্রিয়ভাবে একাধিক কাজ করতে পারেন, যেমন বারবার একই ফর্ম্যাট বা ডেটা বিশ্লেষণ। এটি আপনাকে অনেক সময় বাঁচাতে সাহায্য করবে।

Record Macro: রেকর্ড করার মাধ্যমে আপনি সহজে কাজগুলো অটোমেট করতে পারবেন। রেকর্ডিং শেষে Alt + F8 দিয়ে ম্যাক্রো রান করতে পারেন।
৭. একাধিক শিটে কাজ করা
Ctrl + Page Up/Page Down: একাধিক শীটে দ্রুত সুইচ করতে।
Grouping Sheets: একাধিক শীট নির্বাচন করে একসাথে কাজ করতে পারেন (Shift + Click করে একাধিক শিট সিলেক্ট করুন)।
সারাংশ
এক্সেল শর্টকাট এবং টাইম-সেভিং কৌশল ব্যবহার করলে আপনি আপনার কাজের গতি এবং দক্ষতা অনেকটাই বাড়াতে পারবেন। শর্টকাট কী আপনার কাজকে দ্রুত করতে সহায়তা করে, এবং বিভিন্ন কৌশল ব্যবহার করলে এক্সেলে আপনার বিশ্লেষণ, ফর্মুলা লেখা, ডেটা ম্যানিপুলেশন এবং রিপোর্ট তৈরির কাজ আরও কার্যকরী হয়ে ওঠে। এটি আপনাকে আরও পেশাদারী এবং দ্রুত কাজ করতে সাহায্য করবে।

সাধারণ এক্সেল শর্টকাট
সেল নেভিগেশন
Ctrl + Arrow Keys: ডেটা সেটের শেষ সেলে চলে যান (ডেটার প্রথম বা শেষ সেল পর্যন্ত স্ক্রোল করে)।
Home: বর্তমান রো-এ প্রথম সেলে চলে যান।
Ctrl + Home: শিটের প্রথম সেলে চলে যান (A1 সেলে)।
Ctrl + End: ডেটা সেলের শেষ অবস্থানে চলে যান।
Page Up / Page Down: এক পৃষ্ঠায় উপরে বা নিচে যান।
Alt + Page Up / Alt + Page Down: এক পৃষ্ঠায় বাম বা ডানে চলে যান।
সেল নির্বাচন
Shift + Arrow Keys: সেল নির্বাচন করুন (একটি সেল থেকে অন্য সেলে নির্বাচিত এলাকা বৃদ্ধি বা সংকুচিত করতে)।
Ctrl + Shift + Arrow Keys: ডেটার পুরো কলাম বা রো সিলেক্ট করুন।
Ctrl + Space: পুরো কলাম সিলেক্ট করুন।
Shift + Space: পুরো রো সিলেক্ট করুন।
Ctrl + A: পুরো শিট সিলেক্ট করুন (যদি ডেটা টেবিলের মধ্যে থাকেন তবে টেবিলের সমস্ত সেল সিলেক্ট হবে)।
কপি, কাট, পেস্ট এবং ডিলিট
Ctrl + C: সিলেক্ট করা সেল বা ডেটা কপি করুন।
Ctrl + X: সিলেক্ট করা সেল বা ডেটা কাটুন।
Ctrl + V: সিলেক্ট করা সেলে ডেটা পেস্ট করুন।
Ctrl + Z: শেষ কাজ আনডু করুন (Undo)।
Ctrl + Y: শেষ কাজ রিডো করুন (Redo)।
Delete: সেল বা সেলের কনটেন্ট মুছে দিন।
Ctrl + Shift + L: ফিল্টার চালু বা বন্ধ করুন।
ফরম্যাটিং
Ctrl + B: বোল্ড (Bold) ফরম্যাট করুন।
Ctrl + I: ইটালিক (Italic) ফরম্যাট করুন।
Ctrl + U: আন্ডারলাইন (Underline) ফরম্যাট করুন।
Alt + E, S, V: পেস্ট স্পেশাল (Paste Special) অপশন চালু করুন।
Ctrl + 1: সেল ফরম্যাট ডায়ালগ বক্স খুলুন।
Ctrl + Shift + $: মুদ্রা ফরম্যাট (Currency Format) প্রয়োগ করুন।
Ctrl + Shift + %: শতাংশ ফরম্যাট (Percentage Format) প্রয়োগ করুন।
Ctrl + Shift + #: তারিখ ফরম্যাট (Date Format) প্রয়োগ করুন।
শিট এবং উইন্ডো নিয়ন্ত্রণ
Ctrl + N: নতুন এক্সেল ফাইল খুলুন।
Ctrl + O: একটি বিদ্যমান এক্সেল ফাইল খুলুন।
Ctrl + S: ফাইল সেভ করুন।
Ctrl + P: প্রিন্ট অপশন খুলুন।
Ctrl + F4: এক্সেল উইন্ডো বন্ধ করুন।
Alt + Tab: ওপেন থাকা অ্যাপ্লিকেশনগুলির মধ্যে স্যুইচ করুন।
Ctrl + F: ফাইন্ড অপশন (Find) খুলুন।
Ctrl + H: রিপ্লেস (Replace) অপশন খুলুন।
ম্যাথমেটিক্যাল ফাংশন
Alt + =: অটোমেটিক সমষ্টি (AutoSum) ইনসার্ট করুন।
Ctrl + Shift + "+": নতুন সেল বা রো/কলাম ইনসার্ট করুন।
Ctrl + "-": সেল, রো বা কলাম মুছে দিন।
পিভট টেবিল এবং চার্ট
Alt + N, V: পিভট টেবিল ইনসার্ট করুন।
Alt + F1: নির্বাচিত ডেটার জন্য দ্রুত চার্ট তৈরি করুন।
F11: একটি চার্টের জন্য নতুন গ্রাফ তৈরি করুন।
অন্যান্য দরকারি শর্টকাট
F2: সেল এডিট মোডে প্রবেশ করুন (সেলটি সম্পাদনা করতে)।
Shift + F3: ফাংশন ইনসার্ট করুন।
Ctrl + Shift + F3: নামকৃত রেঞ্জ তৈরি করুন।
Ctrl + K: হাইপারলিঙ্ক (Hyperlink) ইনসার্ট করুন।
Ctrl + T: টেবিল তৈরি করুন।
Ctrl + Shift + "+": নতুন রো বা কলাম যোগ করুন।

সাধারণ শর্টকাট:
Ctrl + N: নতুন ওয়ার্কবুক তৈরি করে।
Ctrl + O: বিদ্যমান ফাইল ওপেন করে।
Ctrl + S: ফাইল সেভ করে।
Ctrl + P: প্রিন্ট করার জন্য।
Ctrl + C: কপি করার জন্য।
Ctrl + X: কাটা (cut) করার জন্য।
Ctrl + V: পেস্ট করার জন্য।
Ctrl + Z: শেষ কাজ বাতিল করার জন্য (Undo)।
Ctrl + Y: শেষ কাজ ফিরিয়ে আনার জন্য (Redo)।
Ctrl + F: ফাইন্ড (খুঁজে বের করা) অপশন।
Ctrl + H: রিপ্লেস (বদলে দেওয়া) অপশন।
Ctrl + A: সবকিছু সিলেক্ট করার জন্য।
Ctrl + B: সিলেক্ট করা টেক্সট বোল্ড করার জন্য।
Ctrl + I: সিলেক্ট করা টেক্সট ইটালিক করার জন্য।
Ctrl + U: সিলেক্ট করা টেক্সট আন্ডারলাইন করার জন্য।
Ctrl + Home: ওয়ার্কশিটের A1 সেলে যেতে।
Ctrl + End: ওয়ার্কশিটের শেষ সেল এ যেতে।
Ctrl + Spacebar: একটি পুরো কলাম সিলেক্ট করতে।
Shift + Spacebar: একটি পুরো রো সিলেক্ট করতে।
F2: একটি সেল এডিট করার জন্য।
Alt + Enter: একটি সেলের মধ্যে নতুন লাইন শুরু করতে।
Ctrl + ; (সেমি colon): আজকের তারিখ ইনসার্ট করতে।
Ctrl + Shift + : (colon): বর্তমান সময় ইনসার্ট করতে।
Alt + = (সমান চিহ্ন): অটোসাম (Autosum) ফাংশন ব্যবহার করতে।
Ctrl + Shift + %: সেল এর কন্টেন্ট কে পার্সেন্টেজ এ কনভার্ট করতে।
Alt + F1: চার্ট তৈরি করতে।
F11: নতুন ওয়ার্কশিটে চার্ট তৈরি করতে।
ডাটা এন্ট্রি ও এডিটিং এর জন্য শর্টকাট:
Ctrl + Shift + Down Arrow: কারেন্ট সেলের নিচে ডেটা সহ সেল গুলো সিলেক্ট করতে।
Ctrl + Shift + Up Arrow: কারেন্ট সেলের উপরে ডেটা সহ সেল গুলো সিলেক্ট করতে।
Ctrl + Shift + Right Arrow: কারেন্ট সেলের ডানে ডেটা সহ সেল গুলো সিলেক্ট করতে।
Ctrl + Shift + Left Arrow: কারেন্ট সেলের বামে ডেটা সহ সেল গুলো সিলেক্ট করতে।
Shift + Enter: একটি সেলের উপরে যেতে।
Tab: একটি সেলের ডানে যেতে।
Shift + Tab: একটি সেলের বামে যেতে।
Esc: এডিট মোড থেকে বের হতে।
Enter: ডেটা এন্ট্রি করার পর নিচে যেতে।
Ctrl + Page Up/Down: ওয়ার্কশিটগুলোর মধ্যে সুইচ করতে।
এই শর্টকাটগুলো ব্যবহারের মাধ্যমে এক্সেল এ কাজ করার গতি অনেকগুণ বাড়িয়ে নেয়া সম্ভব।

ব্যর্থতা মানে নিজেকে ধ্বংস করা নয়, ব্যর্থতা মানে নিজেকে ঘুরে দাড়ানো। ব্যর্থতা মানে বিকল্প রাস্তা তৈরি করা। তাই একটি বৎসর...
19/07/2025

ব্যর্থতা মানে নিজেকে ধ্বংস করা নয়, ব্যর্থতা মানে নিজেকে ঘুরে দাড়ানো। ব্যর্থতা মানে বিকল্প রাস্তা তৈরি করা। তাই একটি বৎসর সময় নষ্ট না করে এখনি ভর্তি হয়ে কম্পিউটার শিখুন, নিজের ক্যারিয়ার গড়ুন।

🌐 🌐 আমাদের ওয়েবসাইট ভিজিট করুন: https://rctidhaka.com    Youtube:   https://www.youtube.com/channel/UCKoBF7OL-MvUdDm_Lp1...
18/07/2025

🌐 🌐 আমাদের ওয়েবসাইট ভিজিট করুন: https://rctidhaka.com
Youtube: https://www.youtube.com/channel/UCKoBF7OL-MvUdDm_Lp11tWg
✅ আলহামদুলিল্লাহ, রংধনু কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের ১২তম ব্যাচের বোর্ড পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌লো। বোর্ড পরীক্ষা শেষে ১২তম ব্যাচের স্মৃতির পাতায় জমা হলো কয়েকটি ছবি। সত্যি তোমাদের খুব খুব মিস করব । আল্লাহ যেন তোমাদের সবার মনের বাসনা পূরণ করেন। সব সময় তোমাদের মঙ্গল কামনা করি। ভাল থেকো সব সময়, শুভ কামনা। রংধনু ক‌ম্পিউটার ট্রেনিং সেন্টা‌রের সা‌পোর্ট পারে আজীবন, যখন প্রয়োজন তখনই চ‌লে আস‌বে তোমা‌দের এই প্রতিষ্ঠা‌নে ।

৬ মাস মেয়াদী কোর্সের রেজিস্ট্রেশন চলছে । রেজিষ্ট্রেশন করতে শীঘ্রই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ।

🔶🔷জুলাই টু ডিসেম্বর ২০২৫ সেশনে ৬মাস মেয়াদী কম্পিউটার কোর্সের রেজিষ্ট্রেশন চলছে। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিষ্ট্রেশন এর কাজ সম্পন্ন করতে হয়। তাই ৬ মাস মেয়াদী কোর্সে কোর্স ফি নিচ্ছি মাত্র ১০,২০০/- টাকা । তাই আর অপেক্ষা না করে এই সুযোগটি গ্রহন করুন।
🔶🔷 এই কোর্সটি করে যে কোন সরকারি চাকরিতে আবেদন এবং সেই সাথে আউট সোর্সিং এর কাজ করা যাবে।

🔶🔷 ”লোকে বলে দেশে চাকরি নেই” কথাটি সত্যি, কারণ অলস ও অদক্ষ লোকের চাকরি নেই। তাই একাডেমিক শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের পাশাপাশি প্রয়োজন কারিগরি দক্ষতা ও কারিগরি শিক্ষার সার্টিফিকেট।

🔶🔷 তাই ভেবে দেখুন দক্ষ, অভিজ্ঞ, পরিশ্রমি এবং সৎ লোকের চাকরি ঠিকই হচ্ছে। দক্ষ ও পরিশ্রমি এবং সৎ লোকের কখনো চাকরির অভাব হয়নি, ভবিষ্যতেও হবে না। কারিগরি শিক্ষার বিকল্প কিছুই হতে পারে না। কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন, দেশকে বেকারত্বের হাত থেকে রক্ষা করুন।

✅ ১৩তম ব্যাচে সীমিত আসনে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং আপনার প্রয়োজনীয় কোর্সটি করে নিন সহজেই এবং দ্রুত।
https://rctidhaka.com
ওয়েব সাইটের মাধ্যমে আপনার অনলাইন আবেদন ও পেমেন্ট প্রদান করতে পারবেন।

✅ যারা ভর্তি হতে ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়।
শুভ কামনায়

মোঃ আব্দুল খালেক
পরিচালক, রংধনু কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট
সহকারী অধ্যাপক (আইসিটি), আমিরজান কলেজ
ডুমনী, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
সব সময় যোগাযোগের জন্য কল করবে
এই নাম্বারে 01717-346456

সেই সাথে আমার এই পেইজটি অনুগ্রহপূর্বক লাইক, কমেন্টস ও ফলো দিয়ে রেখে দিও, যাতে সব সময় তোমাদের আপডেট কিছু দিতে পারি।

Address

Dumni Bazar, Khilkhet, Dhaka
Baghadi
1229

Alerts

Be the first to know and let us send you an email when Rangdhanu Computer Training Institute, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rangdhanu Computer Training Institute, Dhaka:

Share