17/09/2025
🔶🔷🔶🔷প্রিয় এইচ এস সি পরীক্ষার্থীবৃন্দ🔶🔷🔶🔷
🔶🔷”সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ বা সঠিক পরিকল্পনা গ্রহন করা, কম্পিউটার প্রশিক্ষণ হোক আপনার সফলতার অন্যতম মাধ্যম”
✅🌠 জুলাই টু ডিসেম্বর-২০২৫ সেশনে ৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্সের রেজিষ্ট্রেশন চলছে। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিষ্ট্রেশন এর কাজ সম্পন্ন করতে হয়।
✅🌠 আরও থাকছে ফ্রিল্যান্সিং বিষয়ক বেসিক কোর্স "ডিজিটাল মার্কেটিং কোর্স"।
✅🌠কম্পিউটার অফিস কোর্সে যা থাকছে-----
Course Outline :
◾ Live Course Duration : 6 Months
◾ Live Classes : 72+
◾ Monthly Exam : 03
◾ Test Exam : 02
◾ Board Final Exam : 01
⭐️ প্রতি সপ্তাহে ৩ দিন ক্লাস হবে।
⭐️ প্রয়োজনে ক্লাসের সংখ্যা কমানো বা বাড়ানো যাবে।
⭐ পৃথক পৃথক কম্পিউটারের মাধ্যমে ক্লাস করতে পারবেন।
⭐সরাসরি শিক্ষক এর কাছে প্রশ্ন করতে পারবেন।
⭐ সকল প্রকার সফটওয়্যার ফ্রি প্রদান করা হবে।
⭐ কোর্স শেষে বোর্ড পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হবে।
▶ ▶ এই কোর্সে যা যা শিখবেন -
✅ MS Word
✅ MS Excel
✅ MS PowerPoint
✅ MS Access
✅ English Typing
✅ Bangla Typing
✅ Internet
✅ E-mail Account Creating, Mail sending and Inbox check.
✅ Detailed discussion about freelancing course.
🔶🔷 এই কোর্সটি করে যে কোন সরকারি বা বেসরকারি চাকরিতে আবেদন করতে পারবেন।
🔶🔷 ১৩ তম ব্যাচে সীমিত আসনে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল আপনার এবং প্রয়োজনীয় কোর্সটি করে নিন সহজেই ।
🔶🔷 এই প্রতিষ্ঠানটিতে যুক্ত হয়েছে ইংলিশ স্পোকেন কোর্স । গ্যারান্টিসহকারে English Spoken Course শেখানো হবে। ডিজিটাল স্মার্ট মনিটরে ক্লাস।
ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।।
🌐Website: https://rctidhaka.com
🟥Youtube Channel : https://www.youtube.com/channel/UCKoBF7OL-MvUdDm_Lp11tWg
ওয়েব সাইটের মাধ্যমে আপনার অনলাইন আবেদন ও পেমেন্ট প্রদান করতে পারবেন।
🔶🔷 যারা ভর্তি হতে ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়।
মোঃ আব্দুল খালেক
পরিচালক, রংধনু কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট
সহকারী অধ্যাপক (আইসিটি), আমিরজান কলেজ
ডুমনী, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
সব সময় যোগাযোগের জন্য কল করুন
এই নাম্বারে 001717-346456
✅ ✅ সেই সাথে আমার এই পেইজটি অনুগ্রহপূর্বক লাইক, কমেন্টস ও ফলো দিয়ে রেখে দিন, যাতে সব সময় আপনাদের আপডেট তথ্য দিয়ে পাশে থাকতে পারি।।।