27/08/2025
চলেন আজকে একটা কথা শেয়ার করি আপনাদের কাছে,
এই যে আমরা প্রতিনিয়ত একটা মানুষের জন্য মন খারাপ করি, মনের গভীরে বিষন্নতা জমাই, শান্তি হারাই, ঠিকমত খাওয়া দাওয়া করি না। নিজের যত্ন নিতে ভুলে যাই শরীরও কষ্ট পায় মনেও ক্লান্ত হয়। কখনো কি ভেবে দেখেছেন, আমরা কি আসলেই সেই মানুষটার জন্য এতটা কষ্ট পাই? কতটা মূল্যবান আমাদের সময়? একটা জীবন যা আমরা কখনো ফেরত পাবো না। একটি জীবন যা কেবল আমাদের নিজের। তবুও আমরা নিজেকে অনাহারে, ক্লান্তিতে, দুঃখে ভাসাই! শুধু মাত্র একজন মানুষের জন্য। যার প্রভাব আসলেই আমাদের জীবনে স্থায়ী নয়। কতটা অযথা আমরা নিজেদের মূল্য কমিয়ে দেই। এই জীবন যা একবার চলে গেলে আর ফিরে আসে না।
আপনি কি জানেন কতটা মূল্যবান আপনার হাঁসি, শান্তি,সময়? একজন মানুষকে পেতে চাইলে সব ঠিক, কিন্তু নিজের জীবন নষ্ট করা ঠিক না। নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া, নিজেকে সময় দেওয়া খুব জরুরি।
মন খারাপের জন্য নিজেকে চাপ দিতে হয় না। একজন মানুষকে হারানো দুঃখ, কিন্তু নিজের জীবন হারানো আরও বড় ক্ষতি।
প্রতিদিন সকালে উঠে নিজের জন্য কিছু করুন, প্রিয় মানুষের জন্য নয়, নিজের জন্য করুন। যদি আপনি সুখী থাকেন, শান্তিতে থাকেন, তাহলেই অন্যদের প্রতি ভালোবাসা ও আসল অর্থ পায়। নিজেকে অবহেলা করা বন্ধ করুন। একটা জীবন যা একবার যায় আর ফিরে আসে না।
আজ থেকে সিদ্ধান্ত নিন, নিজের যত্ন নেবেন, নিজের হৃদয়কে শান্ত রাখবেন, মনকে ভালো রাখবেন। কোনো মানুষকে হারালে মন কষ্ট পাবে কিন্তু জীবন থেমে থাকবে না।
নিজেকে ভালোবাসতে শিখুন কারন এই জীবন শুধুমাত্র আপনার।
ধন্যবাদ
সবাই ভালো থাকবেন
সকলের জন্য শুভকামনা....!!!