Somay News71

Somay News71 প্রিয় দর্শক নতুন করে খবরাখবর দেখতে আমাদের চ্যানেল টি ফলো করুন ধন্যবাদ।

খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শরীফ আসিফ রহমান।
03/10/2023

খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শরীফ আসিফ রহমান।

02/10/2023

আওয়ামিলীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকারে ডুবে যাবে বললেন শেখ হাসিনা

সরক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন এই সরকার যদি অবৈধ হয়, তাহলে খালেদাজিয়ার জন্য এখানে মিসে মিসে কেন আবেদন করেন।...
02/10/2023

সরক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন এই সরকার যদি অবৈধ হয়, তাহলে খালেদাজিয়ার জন্য এখানে মিসে মিসে কেন আবেদন করেন।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য অাবেদন করায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে অবৈধ সরকারের কাছ থেকে আর কর্মসূচির অনুমতি নেবে না। তাহলে অবৈধ সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির আবেদন কেন করেন? শেখ হাসিনার সরকার যদি অবৈধ হয়, তাহলে খালেদার জন্য এখানে কেন আবেদন করেন।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত কৃষক সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিকে জিজ্ঞেস করতে চাই- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কই গেলো? আল্টিমেটাম সব ভুয়া, এক দফা ভুয়া, বিএনপি মানেই ভুয়া, ৩২ দল সব ভুয়া, বিএনপির কঠোর আন্দোলন সব ভুয়া, ক্ষমতা দখল ভুয়া, বিএনপি একটা ভুয়ার দল।

সেতুমন্ত্রী আরও বলেন আপনারা একটা খুনির দল, আপনারা একটা সন্ত্রাসী দল। তাহলে কোন কারণে আপনারা ক্ষমতায় যেতে চান। কথা বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন। অাপনারা সবাই অবৈধ দলের নেতা, কীভাবে সরকারকে অবৈধ বলছে? দেশের মানুষ আর কখনো আপনাদের দলকে ক্ষমতায় দেখতে চায় না বললেন ওবায়দুল কাদের । তাই আপনাদের রাস্তায় আন্দোলন করে কোন লাভ নেই। যদি নির্বাচনে আগামী বাধা দেন, তাহলে রাজপথে জনগন প্রতিহত করেব। বললেন ওবায়দুল কাদের। প্রতিদিনই
বিএনপি নেতারা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে চায় বক্তব্য বললেন ওবায়দুল কাদের , আর কয়দিন পরেই বিএনপির রাজনীতিই কবরস্থানে যাবে। কবরস্থানে যাওয়ার সময় চলে এসেছে। বিএনপিকে ওবায়দুল কাদের আরও বলেন, মিটিং করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে আপনাদের খবর আছে। পালাবার পথ খুজে পাবেন না।

রাজপথ দখল করার অধিকার বিএনপির নেই বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের , যারা রাস্তা দখল করবে তাদের খবর আছে। আগুন নিয়ে আসলে আমরা হাত পুড়িয়ে দেব। যারা ভাঙচুর করতে আসবে তাদের হাত ভেঙে গুড়িয়ে দেব। বললেন ওবায়দুল কাদের।

বিএনপির হাতে বাংলাদেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ নয় বললেন ওবায়দুল কাদের। বিএনপি কাছে জনগণের ভোট নিরাপদ নয়। বাংলাদেশের নিরাপত্তা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আদর্শ নিরাপদ নয়। বিএনপি একাত্তরের বাংলাদেশ চায় না। বিএনপি চায় খুন আর সন্ত্রাসের বাংলাদেশ। বিএনপি একটা চোরচোট্টার দল বিএনপিতে ভালো মানুষ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের আলো নিভে যাবে। সেতুমন্ত্রী বলেন শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। বাংলাদেশকে আমরা আর কোনও কারো হাতে ছেড়ে দেব না, অন্ধকারে ফিরে যেতে দেব না।

নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভয়ংকর খেলা হবে। সামনে নভেম্বর, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি। তারি মধ্যে ফাইনাল খেলা শুরু হবে। কৃষক ভাইদের খেলা শুরু হবে। প্রস্তুত হয়ে যান। নেত্রী আসছেন তিনি ডাক দেবেন। তিনি যখন ডাক দেবেন রাস্তায় নেমে আসবেন। আর বিএনপি কে মাঠ থেকে সরিয়ে ভাগারে ফেলে দেবেন বললেন ওবায়দুল কাদের।

02/10/2023

আর কয়দিন পরই বিএনপি পালাবার পথ খুজে পাবে না বললেন ওবায়দুল কাদের

01/10/2023

জো বাইডেন আমাদের হু*মকি দিচ্ছে বললেন ওবায়দুল কাদের

01/10/2023

বিএনপি জামাত ছাগলের তিন নম্বর বাচ্চা বললেন হাসান মাহমুদ

Address

Dumuria

Alerts

Be the first to know and let us send you an email when Somay News71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share