02/05/2023
"আল্লাহ তা‘আলা জাহান্নামের আগুনের প্রখরতা উল্লেখ করে বলেন, ‘আমি তাকে নিক্ষেপ করব সাকার-এ, তুমি কি জান সাকার কি? উহা তাদেরকে জীবিতাবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না, ইহা তো গাত্রচর্ম দগ্ধ করবে" [সূরা মুদ্দাছছির: ২৬-২৯]
মানুষ তো চামড়ার প্রেমেই পড়ে,এই চামড়ার জন্য জীবনের উদ্দেশ্য নির্বাসিত হয়।কোরআনে গাত্রচর্ম দগ্ধের কথা বলা হয়েছে সম্ভবত একাধিকবার।
চামড়া উঠিয়ে ফেললে শুধু মাংসপিণ্ড পোড়ার যন্ত্রণা বোধ করি কম হবে, আবার চামড়াহীন মাংসপিণ্ডের প্রেমে ও কেউ পড়ে না!