06/07/2025
"বাংলাদেশ উঠে যাচ্ছিল, শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছিল সেই যাত্রা এখন থামিয়ে দেওয়া হয়েছে”
- মাহাথির মোহাম্মদ
--
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা আজ এক ভয়াবহ ষড়যন্ত্রের মুখে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব রাজনীতির কিংবদন্তি নেতা, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। শতবর্ষ পেরিয়ে আসা এই অভিজ্ঞ রাষ্ট্রনায়ক সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, আল জাজিরা ও অন্যান্য গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান অবস্থাকে এক অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের দিকেই ইঙ্গিত করেছেন।
মাহাথির মোহাম্মদ বলেন,
“বাংলাদেশ উঠে যাচ্ছিল, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল কিন্তু সেই যাত্রা এখন থামিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “এক সময় আমি বাংলাদেশে ঐক্য দেখেছিলাম, আজ তা আর চোখে পড়ে না। দেশটি যেন এক জঙ্গিগোষ্ঠীর হাতে আবদ্ধ হয়ে পড়েছে।”
এই মন্তব্য নিছক একটি রাজনৈতিক পর্যবেক্ষণ নয় এটি একটি বৈশ্বিক সতর্কবার্তা। শেখ হাসিনার সাহসিকতা, দূরদর্শিতা ও উন্নয়নকেন্দ্রিক নেতৃত্বে বাংলাদেশ যে বহুদূর এগিয়ে গিয়েছিল, তা আজ বিশ্ববাসীর কাছেই এক প্রেরণার গল্প।
পদ্মা সেতু নির্মাণে আত্মনির্ভরতা, বিদ্যুৎখাতে বিপ্লব, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, প্রযুক্তির অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়ন, মানবসম্পদ উন্নয়ন ও শান্তিনির্ভর কূটনীতি সবই ছিল শেখ হাসিনার অবিচল নেতৃত্বের ফল।
কিন্তু আজ সেই যাত্রা বাধাগ্রস্ত। উন্নয়নের মহাসড়কে চলমান বাংলাদেশকে থামাতে সক্রিয় হয়েছে একটি ষড়যন্ত্রমূলক মহল যারা চায় দেশে অস্থিতিশীলতা, রাষ্ট্রের ভিত নড়বড়ে করা, এবং সন্ত্রাসী শক্তিকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করা।
ডা. মাহাথিরের মতো বিশ্বনেতার বক্তব্য ইতিমধ্যেই ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ন্যাটোর কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রমাণ করে শেখ হাসিনার নেতৃত্ব শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক শান্তির জন্যও এক অনন্য উপাদান।
আমরা ভুলে গেলে চলবে না এমন "ঈশ্বরপ্রদত্ত" নেতৃত্ব বারবার আসে না।
যিনি শত প্রতিকূলতা পেরিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন, তিনি যদি ষড়যন্ত্রের শিকার হন, তাহলে বাংলাদেশ আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হবে।
এখনই সময় বিবেকের কাছে ফিরে আসার, ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করার। কারণ তিনি এক ডায়নামিক, দেশপ্রেমিক ও ভবিষ্যৎ-দর্শী নেত্রী যাঁকে হারালে দেশ হারাবে নিজের উন্নয়নের দিশা।