Ashik Blog & Binodon

Ashik Blog & Binodon হ্যালো
আঞ্চলিক ভাষায় বিনোদন, হক কথা ও জলুম যেখানে প্রতিবাদ সেখানে জীবন আছে যতদিন চালায়া যাবো ততদিন।😍😍🙏🙏
ইউটিউব Ashik Blog & Binodon

"বেকার বসে থাকার চেয়ে,ক্যামলা দেওয়া সম্মানের।কাজ মানেই সম্মান —সেটা যতই হোক ছোট বা কঠিন।"🌹
06/07/2025

"বেকার বসে থাকার চেয়ে,
ক্যামলা দেওয়া সম্মানের।
কাজ মানেই সম্মান —
সেটা যতই হোক ছোট বা কঠিন।"🌹

আমার শিশু কালের দোস্ত,আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি।দাদা তখন একজন তাগরা যুবক।মাথায় ঘোনো কালো চুল, খোঁচা খোঁচা কালো দাড়ি ছ...
04/07/2025

আমার শিশু কালের দোস্ত,
আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি।
দাদা তখন একজন তাগরা যুবক।
মাথায় ঘোনো কালো চুল, খোঁচা খোঁচা কালো দাড়ি ছিল।
এখন পাক ধরেছে মেহেদী পাতা দিয়ে লাল করেছে।

আমার মুখে ও এখন দাড়ি গজিয়েছে।
সব কিছু কেমন জানি এতো তারাতাড়ি পরিবর্তন হয়ে গেল,।
দাদার একটি ব্যাবসা ছিল দারুন বাচ্চাদের খেলনার,
সঙ্গে আচার বেচতো,সে কি দারুন।

তখন খেলা ছিল গুটি যা খেলতো না,এমন ভাবে প্যাচ
মেরে মারতো সে কি দৃশ্য।
সব কিছু এখন অতীত,আমাদের এখানে ছিল অস্থায়ী,
এখন নিজের পৈত্রিক নিবাশে থাকে স্হায়ী ভাবে।

হঠাৎ দেখা কুশল বিনিময় শেষে
সেলফি নিতে ভুলি নাই।🌹

চেনা যায়??

03/07/2025

আমাদের গ্রামের সকল তরুণ যুবক সবসময় ঐকবদ্ধ।
যদিও সবার মতাদর্শ এক নয়। রাজনৈতিক ভাবে সবাই সবসময় স্বাধীন।
কিন্তু গ্রামের মধ্যে আমাদের কোন রাজনৈতিক দন্দ
হয় না।
কেউ বিপদে পরলে দল মত নির্বিশেষে সবাই এগিয়ে আসে,
ঠিক একই ভাবে কোন আয়োজন করা হলে আমরা
এক সঙ্গে উৎযাপন করে থাকি। বিষয়টা আমাদের কাছে আনন্দের।
আজ গ্রামের ৫০ জন তরুন যুবকদের নিয়ে এই আয়োজন তার প্রমান।
আমাদের খাবার যদিও হালকা মাছের পোলা, তবুও সবার মধ্যে ভালোবাসার কমতি নেই।
মাছের পোলার বৈশিষ্ট্য হলো,
১. অত্যন্ত টেস্ট হয়।
২. গোস্তো খোঁজার ঝামেলা থাকে না।

এই বর্ষায় সিনিয়র জুনিয়রদের মিলন মেলা,দাওয়াত রইলো আপনাদের সবার।সুযোগ থাকলে চলে আসুন 🫣
03/07/2025

এই বর্ষায়
সিনিয়র জুনিয়রদের মিলন মেলা,
দাওয়াত রইলো আপনাদের সবার।
সুযোগ থাকলে চলে আসুন 🫣

02/07/2025

চারপাশে বিয়ার ধুম পরে গেছে,। আর মনে হয় রক্ষা হবে না।
ভিডিওটি বিনোদনের জন্য। বাস্তবতার সঙ্গে কোন মিল নেই,যদি মিলে তাহলে তার।

আমি আমাকে ভালোবাসি,তারপরযে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। ❤️‍🩹📷JS Rahman
02/07/2025

আমি আমাকে ভালোবাসি,
তারপর
যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। ❤️‍🩹
📷JS Rahman

01/07/2025

লোভি বাবা মা,
চাইলে নাটক বানাতে পারেন যে কেউ লিখলাম নিজের মতো করে।

বাবা মা রা চায় তাদের সন্তানের ভালো,
তারা চায় ভালো একটা ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে দিতে।
ভালো ছেলে কাকে বলে এর সঙ্গা কি,তারা বলে ছেলে মদ,গাজা,জুয়া খারাপ নেষা করবে না।
ঠিক আছে তাদের মেয়ের জন্য সুন্দর দেখতে একটি ছেলে দেখা হলো সে মাদক সহ সকল খারাপ কাজ থেকে বিরত, ছেলে মাদ্রাসাতে পড়াশোনা করেছে,
এখন একটি মসজিদের ইমাম।
ছেলে ভালো মাশাআল্লাহ, ছেলের অর্থ সম্পদ একটু কম আছে। অল্প কিছু সম্পদ আছে যেটার দ্বারা আপনার মেয়েকে সুখে রাখতে পারবে। হারাম কোন ইনকাম নাই।
এর থেকে ভালো ছেলে হয় না।

মেয়ের বাবা মা বলে,,এটা হবে না ছেলে ইমাম কয়টাকা বেতন পায়,সম্পদ কম এটা হবে না।
ভালো ছেলে তারপরেও তারা মেয়ের সাথে বিয়ে দিতে রাজি না।
তারা আরও ভালো ছেলে চায়।

আরেকটা ছেলে পাওয়া গেছে,ছেলে সরকারি চাকুরী করে,ডিফেন্সে পুলিশ, অর্থ সম্পদ ও আছে ভালো,
ছেলের বাপ বিদেশে লোক পাঠায় দালাল।
শুধু ছেলে একটু সেকেরেট বিড়ি খায়,হালকা পানিয় খাওয়ার ও অভ্যাস আছে,

মেয়ের বাবা মা এর থেকে ভালো ছেলে কোথায় পাবো,এ যুগের ছেলেরা একটু আকটু সেকেরেট খাবে এটা দোষের না সেকেরেট না খেলে মানায়! ছেলের যত টাকা পয়সা আছে পানিয় খাইলে ও তো শেষ হবে না,আমার মেয়ের জন্য এই ছেলেই ভালো হবে।

অবশেষে মেয়ের বিয়ে দিল পুলিশ মাদকখোরের সাথে,
বিয়ের ছয় মাস পর চাকরি গেল,,নেষায় খরচের জন্য সম্পদ বিক্রি করতে লাগলো,একটা সময় সব শেষ হওয়ার পর,মেয়েকে মারধর শুরু করলো,
শেষমেষ বাপের বাড়ি জীবন্ত লাষ হয়ে ফিরলো মেয়ে।

ওইদিকে ইমাম সাহেব একটি ভালো কলেজে চাকুরী পেল,গরীব ঘরের মেয়েকে বিয়ে করে,সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো,পরবর্তীতে তারা অনেক ধনী হয়ে যায়।

তবে যেই মেয়েটিকে বাবা মা তাদের পছন্দে মাদকাসক্ত পুলিশের সাথে বিয়ে দিয়েছিল,
মেয়েটির তার ভালোবাসার মানুষকে বিসর্জন দিয়ে বিয়ের পিরিতে বসেছিল। মেয়েটা না পাইলো ভালোবাসার মানুষকে না পাইলো স্বামীর ঘরে সুখে থাকতে।

বেশি সুখ এনে দিতে গিয়ে মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে হাজারো বাবা মা।
তারা জানতেই চায় না তাদের মেয়ের সুখ কোথায়?????

🎉 Facebook recognised me as a consistent reels creator this week! Thank you for your support.
01/07/2025

🎉 Facebook recognised me as a consistent reels creator this week! Thank you for your support.

01/07/2025

জয়ের বিয়ে।
হঠাৎ বিয়ে, হঠাৎ দাওয়াত।

30/06/2025

সুশীল সাজতে আসছে,এতো এতো মানুষ মারলো চোখের সামনে, সৈরাচারের সাফাই গাইতে আসছে।
এর কথা শুনে যে কারো মাথা গরম হয়ে যাবে।

29/06/2025

যারা চাকরি ছেড়ে কৃষি কাজে আসতে চাচ্ছেন
আপনাকে স্বাগত।

কি লাইট রে বাবা, ১ কিলোমিটার দুর পর্যন্ত আলো যেতে সক্ষম। দেখেছেন আগে কখনো? আমি প্রথম দেখলাম।
26/06/2025

কি লাইট রে বাবা, ১ কিলোমিটার দুর পর্যন্ত আলো যেতে সক্ষম। দেখেছেন আগে কখনো? আমি প্রথম দেখলাম।

Address

Dupchanchia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik Blog & Binodon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashik Blog & Binodon:

Share