01/07/2025
লোভি বাবা মা,
চাইলে নাটক বানাতে পারেন যে কেউ লিখলাম নিজের মতো করে।
বাবা মা রা চায় তাদের সন্তানের ভালো,
তারা চায় ভালো একটা ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে দিতে।
ভালো ছেলে কাকে বলে এর সঙ্গা কি,তারা বলে ছেলে মদ,গাজা,জুয়া খারাপ নেষা করবে না।
ঠিক আছে তাদের মেয়ের জন্য সুন্দর দেখতে একটি ছেলে দেখা হলো সে মাদক সহ সকল খারাপ কাজ থেকে বিরত, ছেলে মাদ্রাসাতে পড়াশোনা করেছে,
এখন একটি মসজিদের ইমাম।
ছেলে ভালো মাশাআল্লাহ, ছেলের অর্থ সম্পদ একটু কম আছে। অল্প কিছু সম্পদ আছে যেটার দ্বারা আপনার মেয়েকে সুখে রাখতে পারবে। হারাম কোন ইনকাম নাই।
এর থেকে ভালো ছেলে হয় না।
মেয়ের বাবা মা বলে,,এটা হবে না ছেলে ইমাম কয়টাকা বেতন পায়,সম্পদ কম এটা হবে না।
ভালো ছেলে তারপরেও তারা মেয়ের সাথে বিয়ে দিতে রাজি না।
তারা আরও ভালো ছেলে চায়।
আরেকটা ছেলে পাওয়া গেছে,ছেলে সরকারি চাকুরী করে,ডিফেন্সে পুলিশ, অর্থ সম্পদ ও আছে ভালো,
ছেলের বাপ বিদেশে লোক পাঠায় দালাল।
শুধু ছেলে একটু সেকেরেট বিড়ি খায়,হালকা পানিয় খাওয়ার ও অভ্যাস আছে,
মেয়ের বাবা মা এর থেকে ভালো ছেলে কোথায় পাবো,এ যুগের ছেলেরা একটু আকটু সেকেরেট খাবে এটা দোষের না সেকেরেট না খেলে মানায়! ছেলের যত টাকা পয়সা আছে পানিয় খাইলে ও তো শেষ হবে না,আমার মেয়ের জন্য এই ছেলেই ভালো হবে।
অবশেষে মেয়ের বিয়ে দিল পুলিশ মাদকখোরের সাথে,
বিয়ের ছয় মাস পর চাকরি গেল,,নেষায় খরচের জন্য সম্পদ বিক্রি করতে লাগলো,একটা সময় সব শেষ হওয়ার পর,মেয়েকে মারধর শুরু করলো,
শেষমেষ বাপের বাড়ি জীবন্ত লাষ হয়ে ফিরলো মেয়ে।
ওইদিকে ইমাম সাহেব একটি ভালো কলেজে চাকুরী পেল,গরীব ঘরের মেয়েকে বিয়ে করে,সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো,পরবর্তীতে তারা অনেক ধনী হয়ে যায়।
তবে যেই মেয়েটিকে বাবা মা তাদের পছন্দে মাদকাসক্ত পুলিশের সাথে বিয়ে দিয়েছিল,
মেয়েটির তার ভালোবাসার মানুষকে বিসর্জন দিয়ে বিয়ের পিরিতে বসেছিল। মেয়েটা না পাইলো ভালোবাসার মানুষকে না পাইলো স্বামীর ঘরে সুখে থাকতে।
বেশি সুখ এনে দিতে গিয়ে মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে হাজারো বাবা মা।
তারা জানতেই চায় না তাদের মেয়ের সুখ কোথায়?????