Department of Mathematics, FGC - Unofficial

Department of Mathematics, FGC - Unofficial This is an unofficial page of Department of Mathematics, Feni Govt. College under National University

This page has been made for service to the students of department of mathematics. All the information related about students of this department will be published here.

১৮তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
15/05/2024

১৮তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের নিয়মিত ছাত্র  Fazlul Karim বাবুর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। উক্ত জানাজায় গণিত বিভাগ এর শ্র...
11/05/2024

গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের নিয়মিত ছাত্র Fazlul Karim বাবুর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। উক্ত জানাজায় গণিত বিভাগ এর শ্রদ্ধেয় শিক্ষক Didoanul Kabir স্যার সহ গণিত পরিবারের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

মহান আল্লাহ তায়ালা বাবুকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

ঠিকানা: তরব উদ্দিন মিঝি বাড়ি, রাজাপুর পূর্ব ঘোনা, রাজাপুর ইউনিয়ন, দাগনভূইয়া, ফেনী।🛺 মহিপাল থেকে রাজাপুর এর সিএনজি করে বা...
10/05/2024

ঠিকানা: তরব উদ্দিন মিঝি বাড়ি, রাজাপুর পূর্ব ঘোনা, রাজাপুর ইউনিয়ন, দাগনভূইয়া, ফেনী।

🛺 মহিপাল থেকে রাজাপুর এর সিএনজি করে বানাপুকুর নামক জায়গায় নামবেন, জনপ্রতি ২০/- ভাড়া নিবে। সেখান থেকে রোড ক্রস করে উত্তর দিকে ৭-৮ মিনিট হাঁটা দূরত্বে বাবুদের বাড়ি। মহিপাল থেকে রিজার্ভ সিএনজি নিলে ১২০-১৫০/- পর্যন্ত নিতে পারে।

গণিত বিভাগ, ফেনী সরকারি কলেজ এর ২০১৬-১৭ সেশন এর নিয়মিত ছাত্র  #ফজলুল_করিম_বাবু এর জানাজার নামাজ আগামীকাল সকাল ১০:০০ ঘটিক...
10/05/2024

গণিত বিভাগ, ফেনী সরকারি কলেজ এর ২০১৬-১৭ সেশন এর নিয়মিত ছাত্র #ফজলুল_করিম_বাবু এর জানাজার নামাজ আগামীকাল সকাল ১০:০০ ঘটিকায় তার নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হবে।

সবাই বাবুর জন্য দোয়া করবেন এবং সম্ভব হলে তার জানাজায় অংশগ্রহণ করবেন।

ঠিকানা: রাজাপুর উত্তর ঘোনা, পাঁছগাছিয়া ইউনিয়ন, ফেনী।

🛺 মহিপাল থেকে বিরলী কিংবা রাজাপুর এর সিএনজি করে বানাপুকুর নামক জায়গায় নামবেন জনপ্রতি ২০/- ভাড়া নিবে। সেখান থেকে রোড ক্রস করে উত্তর দিকে ৭-৮ মিনিট হাঁটা দূরত্বে বাবুদের বাড়ি। মহিপাল থেকে রিজার্ভ সিএনজি নিলে ১২০-১৫০/- পর্যন্ত নিতে পারে।

আমাদের প্রিয় ছোটো ভাই Fazlul Karim বাবু (২০১৬-১৭) মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে কিছুক্ষণ পূর্বেই দুনিয়া ত্যাগ করেছেন; ইন্ন...
10/05/2024

আমাদের প্রিয় ছোটো ভাই Fazlul Karim বাবু (২০১৬-১৭) মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে কিছুক্ষণ পূর্বেই দুনিয়া ত্যাগ করেছেন; ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফজলুল করিম বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবাই দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমিন।

[জানাজার নামাজ এর সময় নির্ধারণ করা হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।]

09/05/2024
গণিত বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ এর রজতজয়ন্তী উৎসব এর কার্যক্রম শুরু হয়েছে। আমাদের পেজের পক্ষ থেকে শুভকামনা রইলো।
30/04/2024

গণিত বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ এর রজতজয়ন্তী উৎসব এর কার্যক্রম শুরু হয়েছে। আমাদের পেজের পক্ষ থেকে শুভকামনা রইলো।

ফেনী জেলা প্রাইমারি তে যারা উত্তীর্ণ হয়েছেন তাঁদের কাগজপত্র জমা দান সংক্রান্ত নোটিশ।
30/04/2024

ফেনী জেলা প্রাইমারি তে যারা উত্তীর্ণ হয়েছেন তাঁদের কাগজপত্র জমা দান সংক্রান্ত নোটিশ।

ছাত্র-শিক্ষক ❤️
28/04/2024

ছাত্র-শিক্ষক ❤️

Address

Fani

Alerts

Be the first to know and let us send you an email when Department of Mathematics, FGC - Unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share