01/07/2025
🇧🇩 ♥️ 🇧🇩
(একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক ছন্দ)
অভিনয়ের মাস্টার তারা, মুখে মিষ্টি বুলি,
আসলে ভিতরে শয়তান, লুকায় হাজার চুলি।
ইতিহাসে নয় তাদের নাম, চুরি-ঘুষের দল,
ঈমান হারিয়ে ভোটে আসে, সম্পদেরই বল।
উন্নয়ন কথা বলে মুখে, কাজে নাই ছায়া,
ঊচু দালান দেখে বোঝো, কোথা থেকে আয় আসায়া।
এমপি হলে কানাডা দেখা, শুরু হয় পরিকল্পনা,
ঐন-নীতি পায়ের নিচে, লুটে নেয় সম্পদ তারা।
ওরা চায় না মানুষের মঙ্গল, শুধু নিজের ঘর,
ঔষধ বানায় বাজেটে, দাম নেয় দ্বিগুণ পর।
করতে নয়, কাটতে আসে, বরাদ্দের ভাগ চায়,
খরচ দেখলে চোখ ফেটে যায় — বাহ, বাহ, বাহরে ভাই!
গাড়ি, ফ্ল্যাট, ব্যাংক ব্যালান্স — সব ভোটের মুল্য,
ঘুষ আর হুকুমে চলে অফিস, কোথায় গিয়াছে নীতি শুদ্ধ?
চার বছর নিখোঁজ থাকে, নির্বাচনে দেখা দেয়,
ছবি তুলে দেয় প্রতিশ্রুতি, পরে আর কাহারো নয়।
জন্মে যেন শুধু লোভে, জনসেবা মুখে বুলি,
ঝামেলা হলে বিদেশ পালায়, কানাডা কই কানাডা বুলি!
টেন্ডার ফাঁস করে দলবাজ ভাইয়ের হাতে,
ঠকিয়ে খায় উন্নয়নের টাকা, ফ্ল্যাট বানায় সাথে সাথে।
ডলার গোনা নেশায় মত্ত, দেশ থাকে পিছনে,
ঢাকা শহর জ্যামে মরে, ওরা ব্যাংকে চিনে।
ণচিত নীতি নাই আর, লোভে অন্ধ মন,
তাদের ভোটে জিতে দেশ পড়ে বিপদের বন।
থাকে মুখে গণতন্ত্র, কাজে বুলেট ঝরে,
দেশটা যেন তাদের ব্যবসা, ভোট শুধু খরচ করে।
ধরতে গেলে মামলা দেয়, মিডিয়াকেও দমন,
নয়নের জল মুছে, মানুষ দেখে শুধু ধোঁকাবাজ পন।
প্রতিদিন বাজেট কাটে, নিজের পকেট ভারী,
ফার্ম হাউসে পার্টি চলে, জনগণ শুধু হাহাকার ধারি।
বদল চাইলে ভয় দেখায়, “সরকার যাবে না”,
ভান করে দেশপ্রেমী, ভেতরে পুরা খনা!
মুখে বলে সেবা করি, ফেসবুকে পোস্ট দেয়,
যার টাকা খায়, সেই জনগণের খবর তারা কই দেয়?
রঙিন গাড়ি, বিদেশি ফ্ল্যাট — সেই তো সাফল্যের সাইন,
লুটপাটই যেন তাদের স্বপ্নের ডিজাইন!
শপথ করে মন্ত্রী হয়, শপথ ভোলে তবেই,
ষড়যন্ত্র আর ক্ষমতা — দলই তাদের রবে।
সত্য বললে হয় “দেশদ্রোহী”, চুপ থাকাটাই সেফ,
হয়তো একদিন জাগবে জনতা, করবে এক্সপোজ সেই চেইন-রেফ!