Md: Ismail Biswas

Md: Ismail Biswas আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন। আমার পেজটি ফলো করুন।
(1)

24/11/2025

“ন্যায় ও ইনসাফের সঠিক প্রতীক— দাঁড়িপাল্লা।
ইনশাআল্লাহ, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার জন্য
আমরা সবাই দাঁড়িপাল্লাতেই ভোট দেবো।
সত্য, ন্যায় ও বিশ্বাসের পথে— দাঁড়িপাল্লাই আমাদের সিদ্ধান্ত।”

🌿ছোট্ট এই জীবন স্বপ্নের মতো,হাসি আর কান্না মিশে আছে ততো।প্রতিটি মুহূর্ত একেকটা গান,সুখের খোঁজে চলে মন অবিরাম।আলো আর অন্ধ...
27/09/2025

🌿
ছোট্ট এই জীবন স্বপ্নের মতো,
হাসি আর কান্না মিশে আছে ততো।
প্রতিটি মুহূর্ত একেকটা গান,
সুখের খোঁজে চলে মন অবিরাম।
আলো আর অন্ধকার হাত ধরাধরি,
ভালোর পথে চলাই জীবন ভরি।
আজ যা আছে তা-ই তো ধন,
ছোট্ট এই জীবন হোক স্বপ্নের

স্রষ্টা বলেছেন তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি               তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো।         এবং ...
29/07/2025

স্রষ্টা বলেছেন
তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো।
এবং তোমাকে একা করে রাখবো?
তিনি আরোও বলেছেন,
কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচবো না।
তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো!
এবং পেছনের সব অনুগত আবেগ কেড়ে নিয়ে
তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব,
তুমি কি দ্যাখো না ঋতুরাও বদলাতে থাকে
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে
ধৈর্য্য হারিয়ে যায়
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু
সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়,
তুমি কী দ্যাখো না তোমার স্রষ্টার এই নিদর্শন।
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে,
সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যাবে।
‌তোমার মন ভেঙ্গে যায় !
এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়,
আর শত্রু ও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুত্ব
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসতে সেও প্রতারণা করে ।
তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?

🇧🇩  ♥️ 🇧🇩(একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক ছন্দ)অভিনয়ের মাস্টার তারা, মুখে মিষ্টি বুলি,আসলে ভিতরে শয়তান, লুকায় হাজার চুলি।ইতিহা...
01/07/2025

🇧🇩 ♥️ 🇧🇩

(একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক ছন্দ)

অভিনয়ের মাস্টার তারা, মুখে মিষ্টি বুলি,
আসলে ভিতরে শয়তান, লুকায় হাজার চুলি।
ইতিহাসে নয় তাদের নাম, চুরি-ঘুষের দল,
ঈমান হারিয়ে ভোটে আসে, সম্পদেরই বল।

উন্নয়ন কথা বলে মুখে, কাজে নাই ছায়া,
ঊচু দালান দেখে বোঝো, কোথা থেকে আয় আসায়া।
এমপি হলে কানাডা দেখা, শুরু হয় পরিকল্পনা,
ঐন-নীতি পায়ের নিচে, লুটে নেয় সম্পদ তারা।

ওরা চায় না মানুষের মঙ্গল, শুধু নিজের ঘর,
ঔষধ বানায় বাজেটে, দাম নেয় দ্বিগুণ পর।
করতে নয়, কাটতে আসে, বরাদ্দের ভাগ চায়,
খরচ দেখলে চোখ ফেটে যায় — বাহ, বাহ, বাহরে ভাই!

গাড়ি, ফ্ল্যাট, ব্যাংক ব্যালান্স — সব ভোটের মুল্য,
ঘুষ আর হুকুমে চলে অফিস, কোথায় গিয়াছে নীতি শুদ্ধ?
চার বছর নিখোঁজ থাকে, নির্বাচনে দেখা দেয়,
ছবি তুলে দেয় প্রতিশ্রুতি, পরে আর কাহারো নয়।

জন্মে যেন শুধু লোভে, জনসেবা মুখে বুলি,
ঝামেলা হলে বিদেশ পালায়, কানাডা কই কানাডা বুলি!
টেন্ডার ফাঁস করে দলবাজ ভাইয়ের হাতে,
ঠকিয়ে খায় উন্নয়নের টাকা, ফ্ল্যাট বানায় সাথে সাথে।

ডলার গোনা নেশায় মত্ত, দেশ থাকে পিছনে,
ঢাকা শহর জ্যামে মরে, ওরা ব্যাংকে চিনে।
ণচিত নীতি নাই আর, লোভে অন্ধ মন,
তাদের ভোটে জিতে দেশ পড়ে বিপদের বন।

থাকে মুখে গণতন্ত্র, কাজে বুলেট ঝরে,
দেশটা যেন তাদের ব্যবসা, ভোট শুধু খরচ করে।
ধরতে গেলে মামলা দেয়, মিডিয়াকেও দমন,
নয়নের জল মুছে, মানুষ দেখে শুধু ধোঁকাবাজ পন।

প্রতিদিন বাজেট কাটে, নিজের পকেট ভারী,
ফার্ম হাউসে পার্টি চলে, জনগণ শুধু হাহাকার ধারি।
বদল চাইলে ভয় দেখায়, “সরকার যাবে না”,
ভান করে দেশপ্রেমী, ভেতরে পুরা খনা!

মুখে বলে সেবা করি, ফেসবুকে পোস্ট দেয়,
যার টাকা খায়, সেই জনগণের খবর তারা কই দেয়?

রঙিন গাড়ি, বিদেশি ফ্ল্যাট — সেই তো সাফল্যের সাইন,
লুটপাটই যেন তাদের স্বপ্নের ডিজাইন!
শপথ করে মন্ত্রী হয়, শপথ ভোলে তবেই,
ষড়যন্ত্র আর ক্ষমতা — দলই তাদের রবে।

সত্য বললে হয় “দেশদ্রোহী”, চুপ থাকাটাই সেফ,
হয়তো একদিন জাগবে জনতা, করবে এক্সপোজ সেই চেইন-রেফ!

04/04/2025

বিশ্ব নবীর সাথে কাফিরদের ইসলাম গ্রহণ নিয়ে সুন্দর একটা ওয়াজ উপস্থাপন করলেন মিজানুর রহমান আজহারী

🇵🇸🇵🇸🇵🇸🇵🇸আসসালামু আলাইকুম🇧🇩🇧🇩🇧🇩🇧🇩জীবনে অনেক জিনিসেই আসে যায়,আবার চলে যায়।কিন্তু, সত্যিকারের ভালোবাসা সবসময় আপনার পাশে ...
02/04/2025

🇵🇸🇵🇸🇵🇸🇵🇸আসসালামু আলাইকুম🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
জীবনে অনেক জিনিসেই আসে যায়,আবার চলে যায়।কিন্তু, সত্যিকারের ভালোবাসা সবসময় আপনার পাশে থাকবে।
ভালোবাসা কখনো নিখোঁজ হয় না।
এটি রূপান্তরিত হয়,
কিন্তু তার শক্তি অটুট থাকে।
🇵🇸🇵🇸 প্রিয় আমার সকল ভালবাসার মানুষগুল,💐

রমজান কেবল রোজা রাখার জন্যই নয়💐 ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যের সাহায্য করা 🌻জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, অন্যকে নিয়ে সমালোচ...
09/03/2025

রমজান কেবল রোজা রাখার জন্যই নয়💐 ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যের সাহায্য করা 🌻জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা।🌸 এটাই রমজানের চেতনা।🏵️ রমজান মাস শুরু হলো🥀 জান্নাতের দরজা খুলে দেওয়া হলো🌾 জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হলো 🔥শয়তানকে বেঁধে ফেলা হয়।💥 রমজান মোবারক,🏔️, আযানের পুণ্যে আমি তুমি হতে চাই♥️ যে ধনবান সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরস্কার, রাইয়্যান! আল্লাহ তা'আলা দান ।🌷মোবারক মাহে রমজান🌌

04/03/2025

আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি।

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md: Ismail Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category