Nazmul's Journal

Nazmul's Journal আমি তাই করি ভাই, যখন চাহে এ মন যা,
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা।

25/05/2024

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী উপলক্ষে।

01/05/2024

মানুষের ইচ্ছে বা স্বপ্নের প্রায় ৬০ শতাংশই কোনদিন আলোর মুখ দেখেনা, ৩০ শতাংশ স্বপ্ন মারা যায় একদম অঙ্কুরেই আর বাকি দশ শতাংশ জীবন ও জীবিকার চোরাবালিতে তলিয়ে যায়। যে ইচ্ছে বা স্বপ্নগুলো আমাদের পূরন হয়েছে বলে মনে হয় সেগুলো আসলে কোন স্বপ্ন নয়, সেগুলো স্বপ্নের বাই প্রোডাক্ট।

সবচেয়ে দুর্গন্ধ হচ্ছে স্বপ্ন পোড়ার গন্ধ। বর্তমান সময়ের প্রায় প্রতিটি মানুষই কারো না কারো সাথে আপোষ করে বেঁচে আছে। একটা সময় ছিলো যখন কেউ ব্যথিত হলে অন্য কেউ এসে সান্ত্বনা দিতো, এখন প্রায় প্রতিটি মানুষই নিজে নিজেকে সান্ত্বনা দেয়।

মানুষ স্বপ্ন দেখে দেখে বাঁচে, আশায় আশায় বুকে মেঘ জমিয়ে চলে, জীবনের মায়া আকড়ে ধরে রাখে বলেই সে মুক্ত হতে পারে না অথবা মুক্ত হতেও চায় না।

যে জীবনে রোদ-বৃষ্টি নাই কিংবা স্বপ্ন ভঙ্গ হয়না তাকে কি জীবন বলা যায়?

21/04/2024

তোমাদের ওখানে এখন লোডশেডিং কি রকম?
কথোপকথন ২১, পুর্ণেন্দু পত্রী।

17/04/2024

#ইসরায়েল_ফ্যাক্ট
প্রায় ১১/১২ বছর আগে "ক্লাইভ কাসলার" নামক একজন লেখকের "দ্যা ড্রাগন" নামের একটা বই পড়েছিলাম, সেখানে লেখক বলেছিলেন যে,
"আমেরিকা ইসরায়েলকে মদদ দিচ্ছে এবং তাদের তৈরী হতে সব রকম সাহায্য করছে তবে এমন একদিন আসবে যখন আমেরিকা ইসরায়েলকে সামলাতে পারবেনা, তখন আমেরিকাই ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিবে"। আমার মনে হচ্ছে ইসরায়েল একটু একটু করে সেই দিকেই আগাচ্ছে।

13/04/2024

সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে বিভিন্ন শাস্তি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে।

আমাদের সামনে পিছনে ডানে বামে সবখানেই আজ ঈদ হলো অথচ আমরা...🤔🤔It's Bangladesh bro😜😜
10/04/2024

আমাদের সামনে পিছনে ডানে বামে সবখানেই আজ ঈদ হলো অথচ আমরা...🤔🤔
It's Bangladesh bro😜😜

08/04/2024

আগাম জামিন কিভাবে নিতে হয়।

আগাম জামিন কিভাবে নিতে হয়।
07/04/2024

আগাম জামিন কিভাবে নিতে হয়।

আগাম জামিন কে পাবে, কোন আদালত হতে নিবেন এবং কিভাবে নিবেন।

06/04/2024

মানুষ ফুল খায়, পাখি খায়, পাখির চোখ আঠা দিয়ে অন্ধ করে অন্য পাখি শিকার করে, গাছ কাটে, বালু তোলে, নদী ভরাট করে, ইহকালের শান্তি নষ্ট করে পরকালের চিরশান্তির জন্য প্রার্থনা করে, ধর্মের নামে মানুষও মারে, আবার নিজেই নিজেকে সৃষ্টির সেরা জীব দাবি করে!

31/03/2024

জলের পুকুর। শাহাদাত হোসেন।

12/03/2024

রোজাতো শুরু হয়ে গেলো, তা তরমুজের কেজি কত করে চলে?

09/03/2024

মাঝে মাঝে আমারও আজাইরা হতে বড্ড ইচ্ছে করে কিন্তু পারি না।
অভ্যেস নেই যে, তাই।

08/03/2024

ফেসবুক রিলসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে যে সকল নারী তাদের নারীত্ব প্রদর্শন করে, তাদের নারী দিবসের শুভেচ্ছা।

07/03/2024

ইদানীং একটা ট্রেন্ড শুরু হয়েছে যে "এক নারীতে আসক্ত পুরুষের ফেসবুকে ৩ হাজার নারী কি করে"!

ব্যাচমেট হোক বা একেবারেই অচেনা অজানা, ক্যাম্পসের কেউ হোক বা কর্মস্থলের, আজ অবধি কোন নারীকে হুট করে ম্যাসেজ করিনি কিংবা ভিডিও কল বা কোন অডিও কল করিনি। এবং আমাকেও কেউ করে নি।

জেনেটিক্যালি পুরুষ নারীকে ভালোবাসে, কাছে পেতে চায়। তার অর্থ এই নয় যে সে সবাইকে প্রেম নিবেদন করে বেড়ায়। কোন নারীর ফেসবুক পোস্টে লাভ রিয়াক্ট দেওয়া মানে তাকে " ভালোবাসি" বলা নয়। কোন পোস্টে কমেন্ট করা মানে তার সাথে কোন রেস্টুরেন্টে বসে কফিতে চুমুক দেওয়া নয়। কাউকে বন্ধু তালিকায় যোগ করা মানেই সে বন্ধু হয়ে যায় না। বন্ধুত্ব ভিন্ন জিনিস, প্রেমের থেকেও এক ধাপ উপরে বন্ধুত্বের অবস্থান।

আমার ফেসবুকে যারা আছেন, ভাবছি সবাইকে একদিন ট্রিট দিবো।

07/03/2024

যে দেয় না, সে পাবে কেন?
এই চিন্তাটাই আমাদের স্বার্থপর বানায়।

03/03/2024

ভোরের শিশিরের সাথে সূর্যোদয়ের সম্পর্ক কি?

02/03/2024

জীবনে অপ্রত্যাশিত বলে কোন ঘটনা নেই। আমরা যাকে অপ্রত্যাশিত বলি তার সবই পূর্ব নির্ধারিত। আমাদের কর্ম দ্বারা, আমাদের চিন্তা দ্বারা, আমাদের কথা আচরন এমনকি অন্যকে নিয়ে আমাদের অনুভব দ্বারা আমরা যে বীজ রোপন করি সেই সব ঘটনাই আমাদের জীবনে ঘটে। এর বাইরে আর কিছুই ঘটেনা। সুতরাং আজকের ঘটনা পিছনের কোন এক ঘটনারই ফসল এবং আজকের ঘটনাই আগামী কোন এক দিনের ঘটনার বীজ।

Address

কোর্টপাড় পৌর মার্কেট, ৩য় তলা, ২ নং রুম। জজ কোর্ট ফরিদপুর।
Faridpur

Telephone

+8801712423578

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul's Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul's Journal:

Share