কুঁড়েঘর ট্রাভেল

কুঁড়েঘর ট্রাভেল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুঁড়েঘর ট্রাভেল, Video Creator, Faridpur.

30/06/2025

হাউস বোটের ছাদের উপর ফুটবল খেলতে হলে যেতে পারেন টাঙ্গুয়ার হাওরে।

বুকিং কিংবা বিস্তারিত তথ্যের জন্যে সরাসরি ইনবক্সে নক দিন।

📍নিলাদ্রী লেক, তাহেরপুর, সুনামগঞ্জ।
29/06/2025

📍নিলাদ্রী লেক, তাহেরপুর, সুনামগঞ্জ।

বাংলার অপরুপ সৌন্দর্য 🌿থানচি, বান্দরবান 📍
19/05/2025

বাংলার অপরুপ সৌন্দর্য 🌿

থানচি, বান্দরবান 📍

প্রকৃতির বিস্ময়কর সূচনা,সিলেট
18/05/2025

প্রকৃতির বিস্ময়কর সূচনা,
সিলেট

রাণীকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করার জন্য কবিরাজ-হাকিমের পরামর্শে ৩৬৫টি পুকুর খনন করেছেন পাল বংশের রাজা চান্দিলাল পাল...
11/05/2025

রাণীকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করার জন্য কবিরাজ-হাকিমের পরামর্শে ৩৬৫টি পুকুর খনন করেছেন পাল বংশের রাজা চান্দিলাল পাল!

মমতাজের স্মৃতিতে বাদশা শাহজাহানের তাজমহল নির্মাণের মতন যুগে যুগে এমন অনেক ভালোবাসার অমর কাহিনী আমাদের লোকগাথায় বিবৃত হয়েছে।
লোকমুখে প্রচলিত তেমনি একটি অমর প্রেমের কাহিনীর নির্দশন হচ্ছে নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চক-চান্দিরা গ্রামে কথিত পাল বংশের রাজা চান্দিলাল পাল কর্তৃক খননকৃত ৩৬৫টি পুকুর। ৮ কিলোমিটার জায়গায় জুড়ে বিস্তৃত পাশাপাশি পুকুরগুলো পূর্ব -পশ্চিম ও উত্তর-দক্ষিণে লম্বা এবং কিছু পুকুর চৌকোনাকৃতি।

জনশ্রুতি আছে যে, অষ্টাদশ শতাব্দীতে এই অঞ্চলের রাজা, রাজা চান্দিলাল পাল প্রথম রাণীর উপস্থিতিতেই প্রেমে পড়ে প্রচণ্ড ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন এবং এই দ্বিতীয় রাণীকেও প্রাসাদে নিয়ে আসেন। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় মধুচন্দ্রিমা কেটে উঠার আগেই দুরারোগ্য রোগে আক্রান্ত হন দ্বিতীয় রাণী।

রাণীর রোগ নিরাময়ের জন্য রাজা চান্দিলাল রাজ্যের সব কবিরাজ-হাকিমকে ডেকেও কোনো সুফল না পেয়ে যখন দিশেহারা তখন তিনি পাশের রাজ্যের এক দক্ষ হাকিমের খবর পান। তিনি দূত মারফত হাকিমকে নিজ রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানান। হাকিম আসার পর রাণীর রোগ সম্পর্কে সব শুনে হাকিম রাজাকে পরামর্শ দেন, রাণীকে সুস্থ করতে চাইলে রাজাকে ৩৬৫টি পুকুর খনন করতে হবে এবং রাণীকে প্রতিদিন একটি করে পুকুরে গোসল করাতে হবে, তাহলে রাণী দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন।

হাকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান। এত অল্প সময়ে কীভাবে এত পুকুর খনন করবেন?ভালোবেসে বিয়ে করা প্রিয়তমা স্ত্রী বলে কথা। হাকিমের পরামর্শ অনুযায়ী রাজা দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুর খননের কাজ শুরু করেন। দিনে একটি পুকুর খনন করা শেষ হয় আর রাণী সেখানে গোসল করেন। এক বছর পর রাণী কঠিন দুরারোগ্য রোগ থেকে মুক্তি পান।

বর্তমানে চকচান্দিরা গ্রামে, ৩৬৫টির প্রতিটি পুকুরের পাড়ে বন বিভাগের সুবিশাল সবুজ বনায়ন। বনের গাছের ডালে বিভিন্ন পাখির কলরব শুনতে পাওয়া যায়। এ ছাড়াও পাশে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে রয়েছে বন বিভাগের নজরকাড়া সৌন্দর্যের নিজস্ব সবুজ বনায়ন।

প্রায় আট কিলোমিটার জুড়ে ৩৬৫টি পুকুর ছাড়াও, দুই রাণীর গোসলের জন্য আলাদা দুটি পুকুর খনন করা হয়েছিল, যে দুটি এখন ‘দুই সতীনের পুকুর’ নামে পরিচিত। পুকুর দুটিতে গোসল করতে নামলে ইট-পাথরসহ অনেক মূল্যবান বস্তুর দেখা পাওয়া যায়।

শিহাব আহমেদ শাহীন এর ওয়াল থেকে নেয়া

যেতে হবে বহুদূর .
07/05/2025

যেতে হবে বহুদূর .

ওপারে মায়ানমার এপারে টেকনাফ
07/05/2025

ওপারে মায়ানমার এপারে টেকনাফ

টাঙ্গুয়ার হাওরের বর্তমান রুপ।
05/05/2025

টাঙ্গুয়ার হাওরের বর্তমান রুপ।

হাওর 😍
05/05/2025

হাওর 😍

টাঙ্গুয়ার হাওর! ❤️
05/05/2025

টাঙ্গুয়ার হাওর! ❤️

মেঘনা নদীর জেলা🌿📍ভোলা
04/05/2025

মেঘনা নদীর জেলা🌿
📍ভোলা

সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর।
03/05/2025

সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর।

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুঁড়েঘর ট্রাভেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category