Akher Mia

Akher Mia Akher Mia page is song page. Bengali folk songs and other Bengali songs are uploaded from this page.
(2)

24/06/2023

ফানা হও মুর্শিদের নামে
বিলায়ে দাও দেহ মন।



21/06/2023

আধ্যাত্মিক গান।

কোন দেশে তালাশ করো এই মনের ঘরে
তোমাতে আছেন তিনি দেখনা লক্ষ্য করে।



#গানের_তালিকা #নতুন_গান

18/06/2023

আধ্যাত্মিক গান।

আজ আমার হবে বিয়া।




15/06/2023

জনপ্রিয় লালনগীতি।

ধর চোর হাওয়ার ঘরে ফাদ পেতে।



12/06/2023

লালনগীতি।
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা।



04/06/2023

আধ্যাত্মিক গান।

সময় থাকতে পীর ধরো মন
দাখিল হইয়া তরিকায়।

#আধ্যাত্মিক_গান

01/06/2023

বিচ্ছেদ গান।



29/05/2023

সর্ব সাধন সিদ্ধি হয় যার।

**g


25/05/2023

অছিলা না ধরলে কেহ পাবেনা খোদার সঙ্গ।




21/05/2023

আধ্যাত্মিক গানের সর্বোচ্চ পর্যায়ের একটি লালনগীতি।

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কি?
ঝিয়ের পেটে মায়ে জন্ম
তাদের তোমরা বলবে কি?




18/05/2023

নবীর শানে প্রেমমূলক গান।

নবীর নামে নৌকা গড়
আল্লাহর নামে পাল খাটাও।।




12/05/2023

প্রেমমূলক আধ্যাত্মিক গান।

যার জন্য যে মন দিয়াছে
তার জন্য সে হয় কোরবান।

#আধ্যাত্মিক_গান

#গানের_তালিকা

07/05/2023

লালন ফকিরের সবচেয়ে জনপ্রিয় একটি গান।

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।




#গানের_তালিকা
#বাংলা_গান

04/05/2023

আল্লাহ্ নিজ সুরাতে বানিয়েছে কাবা ঘর
কাবাতে থাকে পরোয়ার।


**g

30/04/2023

লালন সাঁইজির জনপ্রিয় একটি গান।

এসব দেখি কানার হাট বাজার।


#পালা_গানের_তালিকা

26/04/2023

আধ্যাত্মিক গান

মানুষে মানুষ বিরাজে
মানুষ ধরা বিষম দায়।

#আধ্যাত্মিক_গান
#গান #নতুন_গান

16/04/2023

নবীর জন্য কান্দে আমার মন।

আধ্যাত্মিক মূলক ইসলামী সংগীত।



#গজলের_তালিকা #ফোক_গান
#পুরাতন_গান

13/04/2023

খাতুনে জান্নাত মাগো ফতেমা আমার।




10/04/2023

নাই কোনো বন্ধুগো, নাই কোনো দরদী
কঠিনও দিনে দয়াল নবীজি বিনে।।

#গজল #ইসলামী_সংগীত #ভাইরাল_গজল
#গজলের_তালিকা

31/03/2023

আধ্যাত্মিক ঘরোনার ইসলামী সংগীত।

পার হবে কে নবীজির নায়?
নূরের তরী বাইয়ে যায়।


**g


27/03/2023

রমজান মাসের সেরা একটি ইসলামী সংগীত।

নবী মোর পরশ মনি।





21/03/2023

খাঁটি পীরের মুরিদ হলে জমে তারে সালাম দেয়।














12/03/2023

গুরু দোহাই তোমার মনকে আমার লওনা সুপথে।
বাউল সম্রাট লালন ফকিরের জনপ্রিয় একটি গান।













08/03/2023

ধন্য ধন্য বলি তারে।







#লালনগীতি

04/03/2023

কেমন আইন শরিয়তের হলো জারি?







26/02/2023

মানুষ ছাড়া আর কিছু নাই, এই মানুষই জগতময়।




#মুর্শিদি_গান



21/02/2023

উপমহাদেশের বিখ্যাত বাউল সম্রাট লালন ফকিরের বিখ্যাত একটি গান।



#২১শে_ফেব্রুয়ারি
#পালাগান




17/02/2023

কে গো তুমি পার ঘাটাতে
পার করে কি নিবে আমায়।

#গান


#ফোকগান
#পুরাতনগান



14/02/2023

ভাবের জোয়ার আসে যার অকূলে দেয় সাঁতার
কোথায় তার কূল কিনার ভাবেনা সে,
ভাব তরঙ্গে জোয়ার আসলে প্রেম তরঙ্গে হয় খেলা
বোবার মুখে কথা ফোটে পঙ্গু হয়ে যায় মেলা।




#বাংলাগান
#নতুন_গান


05/02/2023

ও তুই প্যাচা কলে না পড়িলে,
সোজা কি আর হবে কখন?







#গান
#মুভিগান
#

04/02/2023

যদি কেউ পীরের দরবারে যাও, তবে জাহেরী বিদ্যা পরিত্যাগ করে যাইও।

02/02/2023

নবীর শানে গান।

পার হবে কে নবীজির নায়,
নূরের তরী বেয়ে যায়।



#বাংলাগান
#নতুনগান



28/01/2023

প্রেমতত্ত্ব মূলক গান।

আমার যাহা আছে
আমি আজ দিব তার কাছে।


#বাংলাগান
#ফোকগান


#নতুনগান


#হিরো_আলম

25/01/2023

সম্পূর্ণ নতুন একটি ভাব মূলক গান।

আশা করি সবার নিকট ভালো লাগবে।










21/01/2023

গুরু ধরার কথা পবিত্র কোরআন শরীফের মধ্যেই উল্লেখ রয়েছে। সামা পাঠটি শুনলেই বুঝবেন।

ওলীয়াম মুর্শিদা বলে কোরানে আছে প্রমাণ
গুরু ভোজলে খোদা পাবি এই কথা আছে বিধান।

#গুরুপদের_গান
#বাংলা_গান




17/01/2023

আধ্যাত্মিক গান।

হৃদয় কপাট দেখনা খুলে,
ঘরের মানুষ ঘরে খাড়া।





#বাংলাগান
#বাউল_গান
#লালনগীতি

#পুরাতন_গান

10/01/2023

ভাইরাল গানের কি দরকার? যখন লালনগীতি গান গাওয়া হয়।

উপমহাদেশের প্রখ্যাত বাউল শিল্পী, বাউল সম্রাট যাকে যে বিশেষনই দেওয়া হোক না কেন সেটা তার জন্য অনেক কম। সে আর কেউ নন, সে হল লালন সাইজি। যার গান শুনলে শুধু শুনতেই মন চাই। তার গান আলাদা ভাবে ভাইরাল হওয়ার দরকার পরে না। এমনিতেই সবাই পছন্দ করে।

#লালনগীতি


#আখের_মিয়া
#বাংলাগান

Address

Faridpur
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Akher Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akher Mia:

Videos

Share

Category


Other Video Creators in Faridpur

Show All