Johan Pakhiwala

Johan Pakhiwala The 'Johan Pakhiwala' is a page where you can learn a variety of educational subject matter.

সব ভালো একটু দেরী করেই আসে, খারাপ টা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও✅                    ゚
19/06/2025

সব ভালো একটু দেরী করেই আসে,
খারাপ টা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও✅

পৃথিবীতে আসছি একা, যেতে হবে একা, কবরে থাকতেও হবে একা। যাওয়া আসার মাঝের এই সামান্য সময়টুকুতে অর্থ-সম্পদের মোহ আর মানুষে...
17/06/2025

পৃথিবীতে আসছি একা, যেতে হবে একা, কবরে থাকতেও হবে একা। যাওয়া আসার মাঝের এই সামান্য সময়টুকুতে অর্থ-সম্পদের মোহ আর মানুষের মিছে মায়ায় যে যত কম আটকাবে তার আখিরাত হয়তো তত বেশি কল্যাণের হবে✅



ক্ষনিকের জন্য উপলব্ধি হলো এখন যদি আজরাইল এসে রুহু কবজ করে তাহলে হয়তো কেউ জানবেও না,,,,,,আর জানলেও সেটা অনেক দেরিতে,,,,,...
17/06/2025

ক্ষনিকের জন্য উপলব্ধি হলো এখন যদি আজরাইল এসে রুহু কবজ করে তাহলে হয়তো কেউ জানবেও না,,,,,,
আর জানলেও সেটা অনেক দেরিতে,,,,,,,

বিদ্র: ছোট হোক কিংবা বড় পরিবারের কোন একটি সদস্যকে ঘরে কিংবা বাইরে কখনো খুব বেশি সময়ের জন্য একা ছাড়বেন না বা রাখবেন না।

কারণ অসুস্থতা জানান দিয়ে আসেনা✅

সব ঠিক আছে___
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ✅








ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয় হওয়ার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে একা থাকাই শ্রেয়,,,✅👍
13/06/2025

ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয় হওয়ার চেয়ে
ব্যক্তিত্ব নিয়ে একা থাকাই শ্রেয়,,,✅👍


জীবনে অনেক বড় একটা শিক্ষা হলো...কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা.!              ...
13/06/2025

জীবনে অনেক বড় একটা শিক্ষা হলো...

কোথায় থামতে হবে সেটা জানা,
আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে
সেটা বোঝা.!

স্ত্রীকে ৯ ভাবে মায়া করুন:১) একই পাত্রে তরল খাবার খান।২) দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমান।৩) স্ত্রীর কপালে হালকা করে চুমু বুল...
12/06/2025

স্ত্রীকে ৯ ভাবে মায়া করুন:

১) একই পাত্রে তরল খাবার খান।
২) দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমান।
৩) স্ত্রীর কপালে হালকা করে চুমু বুলান।
৪) প্রতিদিন ফুল উপহার করুন।
৫) আপনার জন্য সাজতে বলুন।
৬) একই গ্লাসে গরম দুধ খান।
৭) একজন আরেকজনকে খাইয়ে দিন।
৮) দূরে কোথাও একসাথে ঘুরতে যান।
২) প্রায়ই কানে কানে i❤️u বলুন।
১০) রাগান্বিত না হয়ে ভালোবাসুন।


রাসূলুল্লাহ বলেছেন: "যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি গাছ লাগায়, অথবা একটি ফসল বপন করে, অতঃপর তাতে মানুষ, পাখি বা...
11/06/2025

রাসূলুল্লাহ বলেছেন: "যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি গাছ লাগায়, অথবা একটি ফসল বপন করে, অতঃপর তাতে মানুষ, পাখি বা পশু খায়, তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।"

__সহীহ বুখারী, হাদীস নং ২৩২০।

ইসলামে হারাম কিছু খাবার জেনে নিন:-১) চুইংগাম (যদি জিলাটিন থাকে)২) ব্লাড পুডিং৩) জাপানি সয়া সস৪) মার্শম্যালো (যদি জিলাটিন...
10/06/2025

ইসলামে হারাম কিছু খাবার জেনে নিন:-
১) চুইংগাম (যদি জিলাটিন থাকে)
২) ব্লাড পুডিং
৩) জাপানি সয়া সস
৪) মার্শম্যালো (যদি জিলাটিন থাকে)
৫) চকলেট (যদি জেলাটিন থাকে)
৬) ব্লাড সস
৭) সফট ড্রিংকস (অ্যালকোহল থাকলে)

যতদিন বোকা হয়ে থাকবেন, ততদিন সম্পর্ক ঠিক থাকবে, যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ✅    ...
03/06/2025

যতদিন বোকা হয়ে থাকবেন, ততদিন সম্পর্ক ঠিক থাকবে, যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ✅

"এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা:)-কে জিজ্ঞাসা করলেন, আমার সদ্ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সা: তিনবার বললেন তোমার মা...
01/06/2025

"এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা:)-কে জিজ্ঞাসা করলেন, আমার সদ্ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সা: তিনবার বললেন তোমার মা।

তারপর বললেন তোমার বাবা।"

[সহীহ বুখারী: ৫৯৭১, সহীহ মুসলিম: ২৫৪৮

"রাসূল (সাঃ) বলেন"আমি জাহান্নামী নারীদের অনেক আজাবে ভুগতে দেখেছি। তাদের মধ্যে একজনকে চুলে ধরে জাহান্নামের আগুনে উল্টো কর...
31/05/2025

"রাসূল (সাঃ) বলেন"

আমি জাহান্নামী নারীদের অনেক আজাবে ভুগতে দেখেছি। তাদের মধ্যে একজনকে চুলে ধরে জাহান্নামের আগুনে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং তার মাথার মগজ গুলো খুলে খুলে পড়ছে.!

তার পাপ হচ্ছে; সে পরপুরুষের সামনে তার মাথার চুল গুলো ঢেকে রাখত না.!!
___সূরা আল কাবায়েরঃ (পৃ:১১৭)

একটু ভাবুন

সামান্য চুল দেখানোর জন্য যদি এত বড় শাস্তি হয়, তাহলে পরিপূর্ণ বেপর্দা নারীদের জন্য কত বড় শাস্তি অপেক্ষা করছে.!!

সাধারণত কাউকে ভয় পেলে:আমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াই দূরে দূরে থাকি কিন্তু 'আল্লাহকে ভয় পাওয়াটা একেবারেই অন্য জিনিস! এই ...
31/05/2025

সাধারণত কাউকে ভয় পেলে:
আমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াই
দূরে দূরে থাকি কিন্তু 'আল্লাহকে ভয় পাওয়াটা
একেবারেই অন্য জিনিস! এই ভয় যত বেশি প্রকট হয়, আমরা ততোই আল্লাহর কাছাকাছি চলে আসি।

Address

Faridpur

Telephone

+8801710411249

Website

https://wa.me/message/CYPLH5UGYFVBB1, https://www.youtube.com/@johanpakhiwala

Alerts

Be the first to know and let us send you an email when Johan Pakhiwala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Johan Pakhiwala:

Share