Rina Hamida

Rina Hamida নিজেকে ভালোবাসি�

29/12/2023

যৌনতা আর ভালোবাসা কি এক? এই প্রশ্নটা আমার মনে প্রায়‌ই উঁকি দেয়। আজকাল ভালোবাসা যেন সহজলভ্য, যেন যৌনতাতেই সীমাবদ্ধ হয়ে গেছে এটা। যদিও সহজে এটা কেউ মানতে চাইবে না। কিন্তু যারা রবীন্দ্রনাথ পড়েছে,যারা শরৎচন্দ্র পড়েছে তারা জানে ভালোবাসা কি গভীর মনস্তাত্ত্বিক একটা অনুভুতি,না পাবার আকাঙ্ক্ষার তীব্রতা ঠিক কতখানি, একতরফা ভালোবাসার কি অদ্ভুত সৌন্দর্য। হুমায়ূন যারা পড়েছে তারাও জানে,শরীর কাছে পেয়েও মন ছুঁতে না পারার কষ্ট কিরকম, বাবা মায়ের কড়া শাসনে থাকা মেয়েটাও যদি কোনদিন তার প্রেমিককে বিয়ে করতে পারে সে ভালোবাসায় কি প্রচন্ড রকম আত্নহারা হতে পারে! আজকাল আমাদের পছন্দ রগরগে যৌন বর্ণনায় ভরা উপন্যাস,সিনেমা,সিরিজ। কাউকে দেখলাম,ভালো লাগলো, ডেট করলাম টাইপ। প্রথমে শরীরকে জেনে তারপর মনকে জানার গল্প‌ই এখন আমাদের প্রিয়। বাট মনকে কি আমরা আসলেই জানতে পারছি? মন বোঝা কি এত‌ই সহজ!!

বলিউড একটা সিনেমা আছে 'Bajirao Mastani'.... ভালোবাসা যে কত তীব্র হতে পারে, শুধুমাত্র একবার চোখের দেখাতেই তা কত প্রতিবাদী হয়ে উঠতে পারে,তার জন্য কত অপমান যে সহ্য করা যায়! ভালোবাসাই পৃথিবীর একমাত্র জিনিস যা হেরে গেলেও জিতে যায়।

একটা সিনেমা আছে 'Raanjhanaa'..... একতরফা ভালোবাসার যে কি প্রচন্ড জোর! বোকাসোকা একটা মানুষকে দিয়েও সেই ভালোবাসা বিরাট কিছু করিয়ে ফেলতে সক্ষম, ভালোবাসা মৃতকেও জাগাতে পারে। কিন্তু তারজন্য এমন তীব্র ভালোবাসা অপরজনের থাকা লাগবে।

একটা হলিউড মুভি আছে 'La La Land' যেটা দেখলেই নজরুলের একটা কথা আমার মনে পড়ে, "তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,সে জানে তোমারে ভোলা কতটা কঠিন।"

ভালোবাসা কি সেটা জিজ্ঞেস করেন‌ শেষের কবিতার লাবণ্যকে,কেন সে অমিতকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করলো শুধুমাত্র ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য? ভালবাসা জানতে হলে যেতে হবে সমরেশের কালবেলার মাধবীলতার কাছে, কিসের শক্তিতে সে একটা মানুষকে এভাবে একতরফা এত কষ্ট সয়ে বুকে পুষে সহ্য করলো সমাজের অদৃশ্য সব চাবুকের আঘাত! ভালোবাসা জানতে হলে বিভূতিভূষনের অপু-অপর্ণা জুটিকে দুচোখ ভরে দেখতে হবে, কিভাবে অতবড় বাড়ির একটা মেয়ে পরম আদরে অপুর ভাঙ্গাচোরা ছোট্ট মাটির ঘরে গোবর লেপে দিতে পেরেছিলো, মাসের পর মাস তাকে না দেখে একটা চিঠির অপেক্ষায় কাটিয়ে দিতে পেরেছিলো একাকী বিকালগুলো। পুতুল নাচের ইতিকথাতে শশী ডাক্তার কি আর এমনি এমনি বলেছিলো,"শরীর, শরীর, শরীর! তোমার মন নাই কুসুম?" মনকে ছুঁয়ে দেবার প্রাণপণ চেষ্টায় শশী তখন হাবুডুবু খাচ্ছিলো প্রেমের অতল সাগরে,তাও তল খুঁজে পায়নি।

ভালোবাসা স্বর্গীয়, যৌনতা আসে তার‌ও অনেক অনেক পরে। কিন্তু মন দিয়ে ভালোবাসা অনুভব করতে গেলে সময় দিতে হয়, কাউকে ভালোলাগার সাথে সাথে তাকে হাতের মুঠোয় পেয়ে রগড়ে নিংড়ে অন্তত মনের সেই ভালোবাসার রস আস্বাদন করা যায় না,সেটা করতে হয় ধীরে ধীরে.. ভালোবাসার মানুষটাকে দূর থেকে ভালোবেসে,পাবার আনন্দটা তখন‌ই তীব্র হয়ে ওঠে।

দুঃখী এই জেনারেশন, ভালোবাসা মানেই তারা জানলো শরীরের স্পর্শ,মন স্পর্শ করতে আর শিখলো না! হাত বাড়ালেই পেয়ে গেলো,অপেক্ষার আনন্দ জানলো না।‌ জানলো না প্রিয় গানের লিরিক্সের মধ্যে বন্দী করে রাখা যায় ভালোবাসার মানুষটির সমস্ত স্মৃতিকে,জানলো না রবীন্দ্রনাথের একেকটা গানের সাথেই মিলিয়ে ফেলা যায় নিজের পুরোটা জীবনকে।

লেখা: জান্নাতুল ফেরদৌস

03/12/2023

সবাই ফুড আপ্পি আর প্রাক্তন জামাই নিয়ে ভাবতেছে। আর এদিকে ফুড আপ্পির বর্তমান জামাই এগুলো দেখে কি ভাবতেছে তা জানতে চাওয়া আমার মন 🙂

এই ছবির রাজপ্রাসাদটি কোন একজন শ্বশুর মশাইয়ের তৈরি করা, তিনি তিনতলা ফ্লোর পুরো তার বউমাকে করে দিয়েছেন, একটা গ্রুপে ছবিটি ...
24/11/2023

এই ছবির রাজপ্রাসাদটি কোন একজন শ্বশুর মশাইয়ের তৈরি করা, তিনি তিনতলা ফ্লোর পুরো তার বউমাকে করে দিয়েছেন, একটা গ্রুপে ছবিটি ভাইরাল হয়েছে।

কথা হলো আমার অনেক ভাল্লাগছে সুন্দর মন মানসিকতা দেখে যে প্রত্যেকের আসলেই প্রাইভেসি থাকা উচিৎ সেই চিন্তা থেকে জয়েন্ট ফ্যামিলিতে থেকেও ছেলের বউদেরকে আলাদা স্পেস করে দেওয়ার মতো মানসিকতা সত্যি প্রশংসনীয়।

এমনও অনেক আছে একটা রুম পায়না ঠিক মতো শ্বশুর বাড়িতে, পেলেও অনেক কাঠখড় পোহাতে হয়।আবার প্রাইভেসির তো কোন কিছুই থাকে না যখনতখন হাঁকডাক এবং রুমে অনুমতি ছাড়া প্রবেশ করে, এটার মতো অস্বস্তিকর পরিস্থিতি আর হয় না।

রাজ প্রাসাদ করতে না পারি ছোট্ট একটা সুন্দর মনোরোম বাড়ি যেনো ছেলের বউদের করে দিয়ে যেতে পারি যেনো নিজের মতো তারা থাকতে পারে নিজের পছন্দমতো। আল্লাহ যেনো আমাকে সেই পর্যন্ত সুস্থ সুন্দর নেক হায়াত দান করেন এটাই প্রার্থনা করি। নিজের অনেক অপূর্ণতা থেকে অন্য কাউকে পূর্ণতা দেওয়ার শখ আমার।

আমার শখের চুলগুলো এভাবেই ঝরে যাচ্ছে প্রতিনিয়ত!💔🥲
22/11/2023

আমার শখের চুলগুলো এভাবেই ঝরে যাচ্ছে প্রতিনিয়ত!💔🥲

22/11/2023

বয়স যত বাড়ে আমরা তত নীরবতার প্রেমে পড়ি। হৈ হট্টগোলের থেকে দূরে গিয়ে একটা গোপন জীবন যাপন করতে ভালোবাসতে শিখি। শতাধিক লোকদেখানো বন্ধুর প্রাচুর্য ছেড়ে, দু'টো আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি। দেখনদারি সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে খুব গোপনে কারোর কাঁধে মাথা রাখা সূর্যাস্ত দেখতে শিখি। কে সারাটা জীবন পাশে থাকতে এসেছে, আর কে সামান্য ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে বুঝতে শিখি। অপ্রত্যাশিত অপমানে, নিন্দায়, বিশ্বাসঘাতকতায় চুপ থাকতে শিখি। কার কথা ভেবে চোখের জল ফেলা উচিত আর কার কথা একফালি হাসি হেসে এড়িয়ে যাওয়া উচিত বুঝতে শিখি।

জীবনের এই লম্বা সফরে আমরা প্রত্যেকে আসলে একটা যাত্রীবাহী ট্রেনের মত। বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি, কোন স্টেশনে থামতে হবে আর কোন স্টেশন আসার আগে গতিবেগ বাড়িয়ে দিতে হবে...🌸

©

🌼

"বই টা নীলক্ষেতের পুরানো বই এর দোকানে পেলাম । হাতে নিয়ে মেলতেই দেখি শুরুতে এই লেখা.. "কেউ তার জন্মদিনে এতো সুন্দর কিছু ...
21/11/2023

"বই টা নীলক্ষেতের পুরানো বই এর দোকানে পেলাম । হাতে নিয়ে মেলতেই দেখি শুরুতে এই লেখা..

"কেউ তার জন্মদিনে এতো সুন্দর কিছু পেয়েছিলো!!
কতোটা ভালোবাসা থাকলে রাগের মতো একটা ব্যপার নিয়ে নিজেদের মধ্যে এরকম উপহারের আদান প্রদান করা যায়?

এতো দামী উপহারও মানুষ হারিয়ে যেতে দেয়?"

©Sharmeen Ruby

একদিন এই টাকা দিয়ে সবার ভালোবাসা কিনবো!
21/11/2023

একদিন এই টাকা দিয়ে সবার ভালোবাসা কিনবো!

আহারে বেচারি
31/10/2023

আহারে বেচারি

আমি জানতাম দিন শেষে আমাকে চা এর কাছে ফিরতে হবে😊
30/10/2023

আমি জানতাম দিন শেষে আমাকে চা এর কাছে ফিরতে হবে😊

আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমান কিছু দিবো।কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিস হিসেবে যেই সম্পত্...
24/10/2023

আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমান কিছু দিবো।কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিস হিসেবে যেই সম্পত্তি পাবে,সেটা দিয়ে মেয়েকে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দিবো।অথবা ঘর করার একটা ছোট জায়গা কিনে দিবো।যেইটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে আমার মেয়ের।তার স্বামী,সন্তান,বাবা,ভাই,কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত।।এর ফলে অন্তত কোথাও অবহেলিত হবে না।
যেন আমার মেয়ে অন্তত বাসাটা ভাড়া দিয়ে মান্থলি একটা ইনকাম করতে পারে।
((জানো তো,আজকাল টাকা আর জায়গা ওয়ালা মানুষের খুব দাম!!🙂))

আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিনশেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে,
আমার একটা ঘর আছে।🙂
এই ঘর টায় এসে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে।।মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে,দেরিতে খাবে।।কেউ এসে একটা কথা শুনানোর অধিকার থাকবে না।।

কথাগুলোতে অনেক প্রশ্ন উঠবে আমি জানি,কিন্তু বাস্তবতা বড্ড তিক্ত🙂যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথা গুলোও মর্ম।।

জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে।একটা ব্যক্তিগত ঘরের অভাব।💔

©

14/10/2023

আমি তোমাকেই বলে দেবো
কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরাণ পথে 🍁

11/10/2023

এই জন্য আমি সব সময় বলি কারও অতীত নিয়ে কথা বলা উচিত না😊😊

09/10/2023

😋

08/10/2023
05/10/2023

অবহেলা অনাদরে চেনা মানুষ অচেনা হয়ে যায় 💔

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rina Hamida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share