
10/09/2025
ভাইয়ের জন্য শুভকামনা রইল
ফরিদপুরের মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের আসন্ন নির্বাচনে উপ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোঃ ওবায়দুল ইসলাম। নির্ধারিত সময়ে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনি বিনা প্রতি'দ্ব'ন্দ্বি'তায় উপ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ প্রসঙ্গে নির্বাচনী বোর্ডের দায়িত্বশীলরা জানান, নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও উক্ত পদে একক প্রার্থী থাকায় নিয়ম অনুযায়ী মোঃ ওবায়দুল ইসলামকে বিনা প্রতি-দ্ব-ন্দ্বি-তায় বিজয়ী ঘো'ষণা করা হয়েছে।
বিনা প্রতি*দ্ব*ন্দ্বি*তায় নির্বাচিত হওয়ায় বাজার ব্যবসায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। অনেকে আশা প্রকাশ করেছেন, তিনি দায়িত্ব পালনে বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যা'য্য অধিকার প্রতিষ্ঠা এবং সামগ্রিক স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবেন।
আগামী ১৩ই সেপ্টেম্বর ব্যবসায়ী পরিষদের অন্য পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।