
06/09/2025
একজন বাবা সন্তানের স্বপ্ন পূরণের জন্য সবকিছু ত্যাগ করতে পারেন।
রিকশা চালানো, দিনমজুরির কাজ করা—যত কষ্টই হোক না কেন, বাবার চোখে তখন শুধু ছেলের ভবিষ্যতের ছবি।
আজ সেই ছেলে সফল, জাতীয় দলে খেলে দেশের নাম উজ্জ্বল করছে। আর বাবা এখনো সাধারণ জীবনযাপন করছেন।
হয়তো সময়ের ব্যস্ততায়, সংসারের টানে—সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হয়। কিন্তু বাবা-মা কখনো অভিমান করে না। তাঁদের হৃদয়ে একটাই প্রার্থনা থাকে—
👉 “আমার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক।”
এই গল্প আমাদের মনে করিয়ে দেয়—
🔹 বাবা-মা-ই আমাদের প্রথম নায়ক।
🔹 সাফল্যের আসল আনন্দ তখনই পাওয়া যায়, যখন তাঁদের মুখে হাসি থাকে।
🔹 টাকা-পয়সা নয়, একটু খোঁজখবর আর ভালোবাসাই তাঁদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।