ফরিদপুর পরিবার

ফরিদপুর পরিবার আমাদের পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
ধন্যবাদ

লে শিক্ষা প্রতিষ্ঠান😜😜
20/09/2025

লে শিক্ষা প্রতিষ্ঠান😜😜

ছবিটা একটু ভালো করে লক্ষ করুন। ছবিটা হাসিঠাট্টার ছলে তুলেছে কিনা জানি না। তবে আমার কাছে এটা শুধুই একটা ছবি না। এটায় এদেশ...
17/09/2025

ছবিটা একটু ভালো করে লক্ষ করুন। ছবিটা হাসিঠাট্টার ছলে তুলেছে কিনা জানি না। তবে আমার কাছে এটা শুধুই একটা ছবি না। এটায় এদেশের বর্তমান প্রেক্ষাপটের একাংশ স্পষ্ট ভাবে ফুটে উঠেছে।

সবার ক্ষেত্রে না হলেও অনেকের জন্য এটা চরম সত্য। কারণ বর্তমান সময়ে শো-আপ এর একটা অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফোন। কোন কোন উঠতি বয়সী ছেলে-মেয়ের ক্ষেত্রে বাড়ির চুলায় হাঁড়ি চড়ুক আর না চড়ুক তাদের চাকচিক্য আর লেটেস্ট মডেলের ফোন চাই-ই চাই !

অনেক বেকার ছেলে মেয়ের হাতেও ৪০/৫০ হাজার থেকে শুরু করে লাখ টাকা দামের ফোন থাকে। কিন্তু তারা কর্ম নাই বলে হাহুতাশ করে বেড়ায়। অথচ তাঁরা চাইলেই ঐ ফোনের অর্থ দিয়ে ক্ষুদ্র পরিসরে যে কোন ব্যবসা শুরু করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

কথায় আছে সখের তুলা ৮০। তেমনই আমাদের অবস্থাও তাই৷ লক্করঝক্কর ঘরে পুরান কাঁথা বালিশের বিছানায় শুয়ে বালিশে পাশে একটা দামি ফোন না রাখলে ঘুমই আসে না ! কেউ কেউ তো আবার এই সকল উচ্চাভিলাষী সখ পূরণের জন্য নিজেদের চরিত্র পর্যন্ত দরদামের পাল্লায় তুলে ফেলতেও দ্বিধা করে না।

কথাগুলো সবার জন্য না। যারা জন্মগত ধনীর দুলাল/দুলালী তাদের হিসাব আলাদা। কথাগুলো মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য। পারিবারিক অবস্থা বিবেচনায় ভাব ভঙ্গি নিয়ে চলা উচিত। সব কিছুরই মানানসই বলে একটা কথা আছে।

সব শেষে দুইটা কথা বলি;
১| খড়ের গাদা মণিমুক্তা রাখার জায়গা না। মণিমুক্তা রাখতে হয় সিন্দুকে।
২| ঘোড়া কেনার আগেই চাবুক কিনে চাবুক হাতে নিজেই ঘোড়ার মত না দৌড়ে; আগে ঘোড়া কিনুন। দেখবেন চাবুকের ব্যবস্থা আপনাআপনি হয়ে যাবে।

বুঝলে বোঝেন, না বুঝলে নাই।
সবার জন্য শুভ কামনা।

▪️
________রকিবুল হাসান
১৬ সেপ্টেম্বর ২০২৫ [ টঙ্গী ]

ছবি : ফেসবুক গ্রুপ থেকে সং*গৃহীত

ফরিদপুর জেলাধীন ভাঙ্গা থানা ভাঙচুর।মসজিদে আশ্রয় নিয়েছে পুলিশ।আন্দোলন স্থগিতের ঘোষণা সত্ত্বেও আজ যারা উত্তেজনা ছড়িয়ে অব...
15/09/2025

ফরিদপুর জেলাধীন ভাঙ্গা থানা ভাঙচুর।মসজিদে আশ্রয় নিয়েছে পুলিশ।
আন্দোলন স্থগিতের ঘোষণা সত্ত্বেও আজ যারা উত্তেজনা ছড়িয়ে অবরোধে নেমেছে, তাদের পিছনে কারা ইন্ধন দিচ্ছে — তা আর গোপন নেই।
এসব দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্ব জিজ্ঞাসাবাদ করলে স্পষ্ট বোঝা যাবে, কারা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে।

জনগণের দাবি শান্তিপূর্ণ আন্দোলন, নাশকতা নয়।
দ্রুত তদন্ত ও সঠিক বিচার হোক — এটাই দেশবাসীর প্রত্যাশা।
#শান্তিপূর্ণ_আন্দোলন
#নাশকতার_বিরোধিতা
#সচেতন_প্রজন্ম

15/09/2025

ভাংগা উপজেলায় আগুন দিলো
লস কাদের?
উপজেলার সকল ধরণের কার্যকম বন্ধ করে দেওয়া হোক ৬ মাস
ঠিক হয়ে যাবে তারা।

15/09/2025

ভাংগা উপজেলার মানুষের পাছা লাল হতে চলেছে
খুব তাড়াতাড়ি

১. ম ম সিদ্দিক মিয়া, বয়স: ৬০, পিতা: মৃত সেকেন্দার আলী মিয়া, গ্রাম: আলগী২. মোঃ খোকন মিয়া, বয়স: ৫০, পিতা: জহর মিয়া, ...
15/09/2025

১. ম ম সিদ্দিক মিয়া, বয়স: ৬০, পিতা: মৃত সেকেন্দার আলী মিয়া, গ্রাম: আলগী
২. মোঃ খোকন মিয়া, বয়স: ৫০, পিতা: জহর মিয়া, গ্রাম: বড় মুসকুরনী, ইউপি- হামিরদী
৩. জাহাঙ্গীর বেপারী, বয়স: ৬৫, পিতা: মৃত ছাদেক বেপারী, গ্রাম: সোনাখোলা
৪. শেখ আরাফাত, বয়স: ৫০, পিতা: মোশারফ হোসেন বাদল, গ্রাম: শেখপুরা
৫. তৌহিদুর রহমান বুলবুল, বয়স: ৪৫, পিতা: অজ্ঞাত, গ্রাম: বড়দিয়া
৬. সাদ্দাম হোসেন, বয়স: ৩২, পিতা: জিন্নাত মোল্যা, গ্রাম: বড়দিয়া
৭. মোঃ কিবরিয়া কাজী, বয়স: ৩১, পিতা: মোঃ দুলাল কাজী, গ্রাম: উত্তর বড়দিয়া
৮. রিপন, বয়স: ৩৮, পিতা: অজ্ঞাত, গ্রাম: অজ্ঞাত
৯. ইমরান মুন্সী, বয়স: ৩০, পিতা: অজ্ঞাত, গ্রাম: কাপুড়িয়া সদরদী
১০. তাইবুর রশিদ, বয়স: ৪২, পিতা: হারুন মাতুব্বর, গ্রাম: আলগী
১১. ওসমান গনি আকাশ, বয়স: ৩০, পিতা: অজ্ঞাত, গ্রাম: কাপুড়িয়া সদরদী
১২. ওলিউর রহমান, বয়স: ৪০, পিতা: অজ্ঞাত, গ্রাম: সরইবাড়ী
১৩. রবিন সোহেল, বয়স: ৩৫, পিতা: অজ্ঞাত, গ্রাম: মুনসুরাবাদ
১৪. মেহেদী পারভেজ চন্দন, বয়স: ৪৫, পিতা: মৃত বাকি মিয়া, গ্রাম: বালিয়া
১৫. শাহাদাত খয়রাতি ওরফে ছোট শাহাদাত, বয়স: ৩৮, পিতা: সাহেব আলী খয়রাতি, গ্রাম: হাজরাহাটি
১৬. রেজাউল করিম দুদু মিয়া, বয়স: ৪৮, পিতা: অজ্ঞাত, গ্রাম: অজ্ঞাত (সাবেক চেয়ারম্যান, কাউলীবেড়া ইউপি)
১৭. নজরুল শিকারী, বয়স: ৫৫, পিতা: অজ্ঞাত, গ্রাম: সোনাখোলা
১৮. রোমান সরদার, বয়স: ৪২, পিতা: অজ্ঞাত, গ্রাম: শুকনী
১৯. আবু সাইদ, বয়স: ৪০, পিতা: হারুন, গ্রাম: পশ্চিম আলগী
২০. ইব্রাহিম খান, বয়স: ৩৮, পিতা: আলমগীর খান, গ্রাম: হামিরদী বাসস্ট্যান্ড
২১. জমির মোল্যা, বয়স: ৪২, পিতা: আওয়াল মোল্যা, গ্রাম: গুনপালদী
২২. হান্নান মোল্যা, বয়স: ৪৫, পিতা: মালেক মোল্যা, গ্রাম: গুনপালদী
২৩. তানভির মোল্যা, বয়স: ২৫, পিতা: সালাম মোল্যা, গ্রাম: গুনপালদী
২৪. আঃ রাজ্জাক ফকির, বয়স: ৬৫, পিতা: মৃত আব্দুল হাকিম, গ্রাম: গজারিয়া
২৫. বাবু, বয়স: ৩৮, পিতা: অজ্ঞাত, গ্রাম: হাসামদিয়া
২৬. শেখ শাহিন, বয়স: ৩৫, পিতা: জিন্না শেখ, গ্রাম: হাসামদিয়া
২৭. আক্তার আকন, বয়স: ৩৮, পিতা: বারেক আকন, গ্রাম: পুলিয়া বাজার
২৮. সৈয়দ হোসেন, বয়স: ৪২, পিতা: কালাম হাজী, গ্রাম: কররা
২৯. মোতালেব মাতুব্বর, বয়স: ৩৯, পিতা: এরফান মাতুব্বর, গ্রাম: তারাইল
৩০. ওবায়দুর তালুকদার, বয়স: ৪৮, পিতা: নুরুদ্দিন তালুকদার, গ্রাম: ইশ্বরদী
৩১. বাবর আলী মেম্বার, বয়স: ৫০, পিতা: অজ্ঞাত, গ্রাম: অজ্ঞাত
৩২. রতন মাতুব্বর, বয়স: ৩৫, পিতা: বেলায়েত মাতুব্বর, গ্রাম: পূর্ব হাসামদিয়া
৩৩. ইয়াকুব মিয়া, বয়স: ৫৮, পিতা: মৃত ইছাহাক মিয়া, গ্রাম: ব্রাক্ষনকান্দা
৩৪. আওলাদ শেখ, বয়স: ৩২, পিতা: সেলিম শেখ, গ্রাম: ব্রাহ্মণকান্দা
৩৫. বাকি মিয়া, বয়স: ৫৫, পিতা: মৃত গঞ্জর মাতুকার, গ্রাম: বড় মুচকুরনী
৩৬. রিয়াদ মাতুব্বর, বয়স: ৩৫, পিতা: মৃত ইব্রাহিম, গ্রাম: বড় মুচকুরনী
৩৭. জাহিদ শেখ, বয়স: ৩৮, পিতা: মৃত জিন্নাত শেখ, গ্রাম: ছোট মুচকুরনী
৩৮. আক্তার, বয়স: ২৮, পিতা: মহর মাতুব্বর, গ্রাম: ছোট মুচকুরনী
৩৯. ইব্রাহিম, বয়স: ৪৫, পিতা: আলম খান, গ্রাম: হামিরদী
৪০. উজ্জ্বল মিয়া, বয়স: ৩৫, পিতা: মৃত জহর মিয়া, গ্রাম: বড় মুচকুরনী
৪১. শাহিন শেখ, বয়স: ৩৫, পিতা: মোকছেদ শেখ, গ্রাম: ছোট মুচকুরনী
৪২. কামাল মাতুব্বর, বয়স: ৩৬, পিতা: মৃত কালাই মাতুব্বর, গ্রাম: মুনসুরাবাদ
৪৩. নাজমুল শেখ, বয়স: ২৭, পিতা: হানিফা শেখ, গ্রাম: মুনসুরাবাদ
৪৪. নাজমুল মিয়া, বয়স: ২৯, পিতা: লাভলু মিয়া, গ্রাম: মুনসুরাবাদ
৪৫. পলাশ শেখ, বয়স: ৩৬, পিতা: মৃত হাসেম শেখ, গ্রাম: মুনসুরাবাদ
৪৬. আসাদ মাতুব্বর, বয়স: ৪৮, পিতা: মৃত খালেক মাতুব্বর, গ্রাম: সিংগারিয়া
৪৭. পলাশ, বয়স: ৪৫, পিতা: অজ্ঞাত, গ্রাম: আলগী
৪৮. মেহেদী হাসান লিটু, বয়স: ৪৫, পিতা: অজ্ঞাত, গ্রাম: আলগী
৪৯. শওকত শেখ, বয়স: ৫২, পিতা: মৃত হাচেন শেখ, গ্রাম: সুলিনা
৫০. সাহাবুদ্দিন রনি, বয়স: ৩৫, পিতা: আইয়ুব আলী, গ্রাম: কুঠিবাড়ী চরকান্দা
৫১. মোঃ রনি মাতুব্বর, বয়স: ২৪, পিতা: মোঃ মুন্নু মাতুব্বর, গ্রাম: আড়ুয়াকান্দি
৫২. মোঃ বেলায়েত মাতুব্বর বালা, বয়স: ৫০, পিতা: মৃত আলেম মাতুব্বর, গ্রাম: সুলিনা
৫৩. আকরাম খান @ টিকটকার আকরাম, বয়স: ২৫, পিতা: মৃত আমজাদ খান, গ্রাম: চুমুরদী
৫৪. নাহিদ মৃধা, বয়স: ৩০, পিতা: এসকেন্দার আলী মৃধা, গ্রাম: রায়পাড়া সদরদী
৫৫. ওসমান মাষ্টার, বয়স: ৫০, পিতা: অজ্ঞাত, গ্রাম: অজ্ঞাত
৫৬. ইমান উদ্দিন হাওলাদার, বয়স: ৫০, পিতা: আজিজ হাওলাদার, গ্রাম: সিংগারিয়া
৫৭. আক্তার মাতুকার, বয়স: ৪৫, পিতা: মোহর মাতুব্বর, গ্রাম: ছোট মুচকুরনী
৫৮. জাহিদ শেখ, বয়স: ৪৫, পিতা: মৃত জিন্না শেখ, গ্রাম: ছোট মুচকুরনী
৫৯. গিয়াস শেখ, বয়স: ৪৬, পিতা: বালাম শেখ, গ্রাম: ছোট মুচকুরনী
৬০. মাইনুল শেখ, বয়স: ৩৮, পিতা: বালাম শেখ, গ্রাম: ছোট মুচকুরনী
৬১. কাশেম শেখ, বয়স: ৪৭, পিতা: আহাম্মদ আলী শেখ, গ্রাম: ছোট মুচকুরনী
৬২. সুজাত মাতৃবার, বয়স: ৪২, পিতা: রাজ্জাক মাতুব্বর, গ্রাম: ছোট মুচকুরনী
৬৩. আহাদ শিকারী, বয়স: ৩৩, পিতা: নজরুল শিকারী, গ্রাম: সোনাখোলা
৬৪. সৈয়দ শাহিন আলম সাহাবুর, বয়স: ৪৫, পিতা: ইদ্রিস মীর, গ্রাম: মীরাকান্দা
৬৫. কায়াস শেখ, বয়স: ৩৫, পিতা: আমদ আলী শেখ, গ্রাম: সেনকান্দা
৬৬. সিরু মোল্যা, বয়স: ৫৫, পিতা: মৃত ওয়াজেদ মোল্যা, গ্রাম: দরিকান্দা
৬৭. লুৎফর মুন্সী, বয়স: ৫৫, পিতা: মৃত ধলা মুন্সী, গ্রাম: খন্দকারকান্দা
৬৮. কালাম কাজী, বয়স: ৫০, পিতা: মৃত আলাউদ্দিন কাজী, গ্রাম: চৌধুরীকান্দা
৬৯. দেলোয়ার হোসেন মাতুব্বর, বয়স: ৫০, পিতা: অজ্ঞাত, গ্রাম: হামিরদী
৭০. মীর আব্দুল ওয়াদুদ, বয়স: ৫৫, পিতা: মৃত গনি মীর, গ্রাম: খন্দকার কান্দা (সর্ব থানা-ভাঙ্গা)
৭১. শেখ সাদি, বয়স: ৩০, পিতা: আব্দুল কাদের শেখ, গ্রাম: কৃষ্ণপুর (থানা-সদরপুর)
৭২. এমএম হাসান (জামাই হাসান), বয়স: অজ্ঞাত, পিতা: অজ্ঞাত, গ্রাম: চরভদ্রাসন (থানা-চরভদ্রাসন)
৭৩. হাবিব শেখ, বয়স: ৪০, পিতা: খালেক শেখ, গ্রাম: ফুকুরহাটি
৭৪. আলামীন মীর, বয়স: ৩৭, পিতা: অজ্ঞাত

(এঁরা সবাই আওয়ামী লীগের নেতা ও কর্মী। আওয়ামী লীগের বাইরের যাঁরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের কারোর নামেই মামলা হয়নি)

নেপালের পর এবার ভারতেও আন্দোলন শুরু।
11/09/2025

নেপালের পর এবার ভারতেও আন্দোলন শুরু।

11/09/2025

ইন্নালিল্লাহ্
গ্রেফতার আতংকে গোয়ালন্দে প্রতিটি মসজিদে ইমাম শূন্য এবং মাদ্রাসাগুলো বন্ধ।😥

এই মূহুর্তে ফরিদপুর- বরিশাল রোডে গাছ ফেলে, বাস বে'ধে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুখুরিয়া ও মধুপুর গ্রামের জনগণ।
09/09/2025

এই মূহুর্তে ফরিদপুর- বরিশাল রোডে গাছ ফেলে, বাস বে'ধে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুখুরিয়া ও মধুপুর গ্রামের জনগণ।

09/09/2025

ফরিদপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ২১ জেলার সঙ্গে যান চলাচল বন্ধ

দেখতে চাই বর্তমান অনলাইনে কার জনপ্রিয়তা বেশি? আপনার মতামত রিয়েক্ট দিয়ে বুঝান। 💟/👍 #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️দুটি গুরুত্ব...
08/09/2025

দেখতে চাই বর্তমান অনলাইনে কার জনপ্রিয়তা বেশি? আপনার মতামত রিয়েক্ট দিয়ে বুঝান। 💟/👍

#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কার ফলো মি ইসলাম #রাজনীতি #নির্বাচন #ডাকসু

Address

Faridpur
7802

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফরিদপুর পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফরিদপুর পরিবার:

Share

Category