খেলা নিয়ে ল্যাটাল্যাটি

খেলা নিয়ে ল্যাটাল্যাটি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খেলা নিয়ে ল্যাটাল্যাটি, Social Media Agency, faridpur, Faridpur.

কোন চান্স দিবনা এভাবে ভরে দিব। কেমন/
30/08/2025

কোন চান্স দিবনা এভাবে ভরে দিব। কেমন/

আন্টিদের ঐগুলা দেখে বল উল্টাপাল্টা হয়ে গেছে।
26/08/2025

আন্টিদের ঐগুলা দেখে বল উল্টাপাল্টা হয়ে গেছে।

the are legend! তোমরা ইতিহাসের পাতায় স্বরণীয় হয়ে থাকবা।
25/08/2025

the are legend! তোমরা ইতিহাসের পাতায় স্বরণীয় হয়ে থাকবা।

বস তোমার কোন তুলনা নাই। boss you Are on of the on in the world💝
25/08/2025

বস তোমার কোন তুলনা নাই। boss you Are on of the on in the world💝

বস তোমাকে ভুলবোনা।💗💗
25/08/2025

বস তোমাকে ভুলবোনা।💗💗

বাস্তবে তো খেলার যোগ্যতা নাই গেম এ হান্দাই দিয়েছি। পুরা ৬৩৯ রান। ৭৭ টা ছক্কা ৩২ টা চার লে হালুয়া।
25/08/2025

বাস্তবে তো খেলার যোগ্যতা নাই গেম এ হান্দাই দিয়েছি। পুরা ৬৩৯ রান। ৭৭ টা ছক্কা ৩২ টা চার লে হালুয়া।

আবারও নাইমের ৮৮ কিলোমিটার গতিতে ঝড় ইনিংস।
25/08/2025

আবারও নাইমের ৮৮ কিলোমিটার গতিতে ঝড় ইনিংস।

বসকে ভুলা যাবেনা🥹
25/08/2025

বসকে ভুলা যাবেনা🥹

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পারভেজ হোসেন ইমন দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন — ৬৭ রান। এই ইনিংসটি ছিল আত্মবিশ্বাসী,...
06/07/2025

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পারভেজ হোসেন ইমন দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন — ৬৭ রান। এই ইনিংসটি ছিল আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং সময়োপযোগী, যা বাংলাদেশ দলের শুরুটা মজবুত করেছিল।

ইমনের ৬৭ রানের ইনিংসের মূল দিকগুলো:

🔹 শুরুটা সতর্ক: প্রথমদিকে উইকেট ধরে রেখে চোখ স্থির করেন। শ্রীলঙ্কার পেসার ও স্পিনারদের ভালোভাবে পড়তে চেষ্টা করেন।

🔹 স্ট্রাইক রোটেশন ও শট নির্বাচন: গ্যাপে বল পাঠিয়ে নিয়মিত সিঙ্গেল তুলে নেওয়ার পাশাপাশি ড্রাইভ, কাট এবং পুল শটে ছিলেন সাবলীল।

🔹 পার্টনারশিপ গড়া: ইনিংসের সময় একজন ভালো পার্টনার হিসেবে ব্যাটিং করেছেন, যা দলের রানবোর্ডে অবদান রেখেছে।

🔹 চাপের মুখে ধৈর্য: যখন শ্রীলঙ্কা মাঝেমাঝে চাপ সৃষ্টি করছিল, তখন ইমন নিজের উইকেট সস্তায় দেননি।

এই ইনিংস ইমনের জন্য শুধু একটি বড় স্কোরই নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণ করার একটি বড় সুযোগও ছিল। তরুণ একজন ব্যাটারের পক্ষে এমন চাপের ম্যাচে রান করাটা বড় ইতিবাচক দিক।

তাঁর এই ইনিংস ভবিষ্যতে আরও আত্মবিশ্বাস এনে দেবে এবং বাংলাদেশের ওপেনিং জুটির জন্য একটি শক্ত ভিত তৈরি করবে।

কাক্কুরা কি মনে করেছিলেন আমি একলাই খেলা শেষ করে দিব? না আমি শেই পাডা না।
06/07/2025

কাক্কুরা কি মনে করেছিলেন আমি একলাই খেলা শেষ করে দিব? না আমি শেই পাডা না।

18/02/2023

hello everyone, Assalamu Alaykum

Address

Faridpur
Faridpur
7860

Alerts

Be the first to know and let us send you an email when খেলা নিয়ে ল্যাটাল্যাটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খেলা নিয়ে ল্যাটাল্যাটি:

Share