হক ভাই-Haque Bhai

হক ভাই-Haque Bhai সত্য সবসময়ই সুন্দর।
(1)

16/07/2025

এক জঙ্গলে বাঘেদের রাজত্ব চলছিল। হঠাৎ করেই ভিন জঙ্গলের কিছু সিংহ সিদ্ধান্ত নিলো ঐ জঙ্গলে গিয়ে আক্রমণ করে জঙ্গলের দখল নিতে হবে। কারন ঐ জঙ্গলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হরিণের বসবাস। তাদের সেই হরিণ নামক সম্পদ চাই-ই চাই। যেই কথা সেই কাজ, ধীরে ধীরে বিভিন্ন ফন্দি-ফিকিরের মাধ্যমে সিংহের ঐ দলটা সেই জঙ্গলে আক্রমণ করে বসলো। অধিকাংশ বাঘ জঙ্গল ছেড়ে পালিয়ে আশেপাশের জঙ্গলে অবস্থান নিলো। আর কিছু বাঘ কেবল নিজেদের স্বার্থে সিংহ দলের দাসত্ব মেনে নিলো। সিংহ সেই বাঘেদের মধ্য থেকে কয়েকজনের হাতে নেতৃত্ব তুলে দিয়ে বললো, তোমাদের জঙ্গল তোমরাই চালাও, আমরা শুধু তোমাদের সহায়তা করে যাবো। ঐ বাঘেরাও তো মহা খুশি হলো। কিন্তু তারা বুঝতেই পারলো না সিংহের দল আসলে চালাকি করেছে। তারা তো আসলে জঙ্গলে কোথায় কোথায় সবচেয়ে বেশি হরিণের বসবাস সেটা জানতো না। আর এই লোভী বাঘদের সহযোগিতা নিয়েই তারা হরিণ নিধন অভিযান পরিচালনা করবে। এবং তারা তাদের পরিকল্পনা মতো কাজ শুরু করলো। এভাবে দিনের পর দিন হরিণ নিধন করতে করতে জঙ্গল একসময় প্রায় হরিণ শুন্য হয়ে গেলো। তারপর সিংহের দল সিদ্ধান্ত নিলো আমাদের চাওয়া-পাওয়ার আর কিছু অবশিষ্ট নেই এখানে। তাই এবার আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। তারপর তারা তাদের মত করে আস্তে আস্তে জঙ্গল ছাড়তে শুরু করলো। আর আশেপাশের জঙ্গলে পালিয়ে যাওয়া বাঘেরাও আবার ধীরে ধীরে জঙ্গলে ফিরতে শুরু করলো। এরপর সব বাঘেরা ফিরে এসে হুংকার দিয়ে বলতে লাগলো, কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই। আমরা নিজেদের বলে, ক্ষমতায়, চেষ্টায়, আত্মত্যাগের বিনিময়ে আমাদের জঙ্গলের স্বাধীনতা আবারও ফিরিয়ে এনেছি🤣🤣🤣 আর এই খবর শুনে আশেপাশের জঙ্গলের বাঘেরাও নাচানাচি শুরু করলো। তারা বলতে লাগলো পৃথিবীর যেকোন জায়গায় আমাদের জাত ভাইদের বিজয় মানেই তো আমাদেরও বিজয়🫣 এভাবেই একদিন সারা পৃথিবী জুড়ে আমরা এবং আমাদের জাত ভাইয়েরা রাজত্ব কায়েম করবো ইনশাআল্লাহ ✌️

কে কি বুঝবেন, নিজের মত করে বুঝে নেন😊

15/07/2025

নতুন কনটেন্ট ক্রিয়েটরদের ট্রেন্ড - শুভ সকাল,দুপুর,সন্ধ্যা,রাত্রি। এ যেন জ্বরের রুগীর প্রতি বেলা খাবারের পর একটা করে প্যারাসিটামল খাওয়ার মত অবস্থা!!

No caption....
15/07/2025

No caption....

বৃষ্টি মুখর দিন😊
15/07/2025

বৃষ্টি মুখর দিন😊

জাস্ট ভাবে আছি🥰
13/07/2025

জাস্ট ভাবে আছি🥰

13/07/2025

বাংলাদেশের খেলা দেখা আর বউয়ের সাথে ঝগড়া করা একই ব্যাপার। ঝগড়ার সময় মনে হয় বিয়ে করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। মিল হয়ে গেলেই মনে হয় বিয়ে না করলে জীবনের আসল সুখটাই মিস হয়ে যেতো। বাংলাদেশের খেলা দেখার সময় মনে হয় এই শা*/লা*/রা আমার চুল খেলে, খেলায় আর দেখবো না। পরের ম্যাচ শুরুর আগ মুহূর্তেই মনে হয়, আজকে ইনশাআল্লাহ জিতবোই😛

12/07/2025

চামচা: লিডার, একটা খারাপ সংবাদ আছে।
লিডার: কি সেই খারাপ সংবাদ?
চামচা: আপনার মেয়ে তো বাড়ি থেকে পালিয়ে গেছে।
লিডার: দেশে নির্বাচন না থাকলে তো এমন ঘটনা ঘটবেই 😭
চামচা: নির্বাচনের সাথে আপনার মেয়ের পালিয়ে যাওয়ার সম্পর্ক কি?
লিডার: দেশে নির্বাচন হলে আজ আমার একটা আসন থাকতো। তখন কোন বাপের বেটার হেডাম ছিলো আমার মেয়েকে নিয়ে পালানোর?
চামচা: আপনি একদম সঠিক বলেছেন লিডার। দেশে নির্বাচন চাই, দিতে হবে🖐️

সন্তানকে শেখাবো এই দেশকে, এই দেশের মানুষকে ঘৃণা না করুক, ভাল যেন না বাসে। এই দেশের মায়ায় যেন না পরে। যদি কখনও অন্য দেশে ...
12/07/2025

সন্তানকে শেখাবো এই দেশকে, এই দেশের মানুষকে ঘৃণা না করুক, ভাল যেন না বাসে। এই দেশের মায়ায় যেন না পরে। যদি কখনও অন্য দেশে কামলা দেয়ার সুযোগও আসে, এক মুর্হুতও যেন দেরি না করে চলে যায়।

09/07/2025

দেখবো না গো আর কোনদিন বাংলাদেশের ক্রিকেট খেলা💔

আমার এবং Deb Chowdhury  ভাইয়ের প্রিয় পিললার❤️ যিনি ভবিষ্যতে শচীন,কোহলি, ব্রাডম্যানকেও ছাড়িয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি🥰
08/07/2025

আমার এবং Deb Chowdhury ভাইয়ের প্রিয় পিললার❤️ যিনি ভবিষ্যতে শচীন,কোহলি, ব্রাডম্যানকেও ছাড়িয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি🥰

জীবন হলো এক অদ্ভুত যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন একটা গল্প লেখে।
02/07/2025

জীবন হলো এক অদ্ভুত যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন একটা গল্প লেখে।

Address

Faridpur

Telephone

+8801723794980

Website

Alerts

Be the first to know and let us send you an email when হক ভাই-Haque Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হক ভাই-Haque Bhai:

Share

Category