16/07/2025
এক জঙ্গলে বাঘেদের রাজত্ব চলছিল। হঠাৎ করেই ভিন জঙ্গলের কিছু সিংহ সিদ্ধান্ত নিলো ঐ জঙ্গলে গিয়ে আক্রমণ করে জঙ্গলের দখল নিতে হবে। কারন ঐ জঙ্গলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হরিণের বসবাস। তাদের সেই হরিণ নামক সম্পদ চাই-ই চাই। যেই কথা সেই কাজ, ধীরে ধীরে বিভিন্ন ফন্দি-ফিকিরের মাধ্যমে সিংহের ঐ দলটা সেই জঙ্গলে আক্রমণ করে বসলো। অধিকাংশ বাঘ জঙ্গল ছেড়ে পালিয়ে আশেপাশের জঙ্গলে অবস্থান নিলো। আর কিছু বাঘ কেবল নিজেদের স্বার্থে সিংহ দলের দাসত্ব মেনে নিলো। সিংহ সেই বাঘেদের মধ্য থেকে কয়েকজনের হাতে নেতৃত্ব তুলে দিয়ে বললো, তোমাদের জঙ্গল তোমরাই চালাও, আমরা শুধু তোমাদের সহায়তা করে যাবো। ঐ বাঘেরাও তো মহা খুশি হলো। কিন্তু তারা বুঝতেই পারলো না সিংহের দল আসলে চালাকি করেছে। তারা তো আসলে জঙ্গলে কোথায় কোথায় সবচেয়ে বেশি হরিণের বসবাস সেটা জানতো না। আর এই লোভী বাঘদের সহযোগিতা নিয়েই তারা হরিণ নিধন অভিযান পরিচালনা করবে। এবং তারা তাদের পরিকল্পনা মতো কাজ শুরু করলো। এভাবে দিনের পর দিন হরিণ নিধন করতে করতে জঙ্গল একসময় প্রায় হরিণ শুন্য হয়ে গেলো। তারপর সিংহের দল সিদ্ধান্ত নিলো আমাদের চাওয়া-পাওয়ার আর কিছু অবশিষ্ট নেই এখানে। তাই এবার আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। তারপর তারা তাদের মত করে আস্তে আস্তে জঙ্গল ছাড়তে শুরু করলো। আর আশেপাশের জঙ্গলে পালিয়ে যাওয়া বাঘেরাও আবার ধীরে ধীরে জঙ্গলে ফিরতে শুরু করলো। এরপর সব বাঘেরা ফিরে এসে হুংকার দিয়ে বলতে লাগলো, কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই। আমরা নিজেদের বলে, ক্ষমতায়, চেষ্টায়, আত্মত্যাগের বিনিময়ে আমাদের জঙ্গলের স্বাধীনতা আবারও ফিরিয়ে এনেছি🤣🤣🤣 আর এই খবর শুনে আশেপাশের জঙ্গলের বাঘেরাও নাচানাচি শুরু করলো। তারা বলতে লাগলো পৃথিবীর যেকোন জায়গায় আমাদের জাত ভাইদের বিজয় মানেই তো আমাদেরও বিজয়🫣 এভাবেই একদিন সারা পৃথিবী জুড়ে আমরা এবং আমাদের জাত ভাইয়েরা রাজত্ব কায়েম করবো ইনশাআল্লাহ ✌️
কে কি বুঝবেন, নিজের মত করে বুঝে নেন😊