21/01/2025
১৮ হাজার টাকা বেতনে নিজে কি খাবে আর বউ চালাবে কি করে? প্রতিদিন সবজি, ভর্তা তোমার গলা দিয়ে নামে কিভাবে?
এই কথাগুলি বলতে বলতে আমার কাজিন কে ডিভোর্স দেয় তার বউ।
এক ক্লাসমেটের হবু বউ বলছিল তার খালাতো ভাই ইঞ্জিনিয়ার, বেতন ৮০ হাজার, ওর তখন ২০ হাজার। ঐ বউটি প্রায় বুঝাতো তার ভাই উচ্চ মানের আর তার হবু স্বামীটি নিন্মমানের ইঞ্জিনিয়ার।
এক জুনিয়রের চাকরির মাস থেকেই বাবা,মা, বোন, আত্মীয় সবাই এমন আচরন করছে যেন সে আলাদিনের চেরাগ পেয়ে গেছে, মাস গেলে বেচারির ধার করে চলতে হয়েছিল।
এখন আমার সেই কাজিনের নিজস্ব ফ্ল্যাট আছে, আইফোন ইউজ করে, মাছ মাংসের অভাব পরে না। সেই ক্লাসমেট এখন বড় ইঞ্জিনিয়ার। সেই ছোট ভাইটি এখন অনেককে টাকা পয়সা ধার দেয়।
পড়াশুনা শেষে চাকরি পাওয়া এবং সেই চাকরির অভিজ্ঞতা অর্জনের সময়টুকু মানুষের বেশ টাফ টাইম। সদ্য পাস করা ডক্টর যেমন বড় ডক্টরের সহায়ক হন, নতুন ইঞ্জিনিয়ার হন পুরাতন ইঞ্জিনিয়ারের এসিস্ট্যান্ট। মালিক পক্ষ যে বেতন দেয় তা অনেক সেক্টরে খুবই কম বলা যায় , কারন এতে মালিকেরও খুব বেশি লাভ হয় না। সেক্টর ভেদে অভিজ্ঞ হতে ২ থেকে ৫ বছর লাগে। এই সময়টুকুতে পরিবার, সমাজ, কাছের মানুষজনের তিতা ব্যবহার সেই মানুষটাকে একা করে ফেলে।
যদি কেউ প্রথম চাকরি পায় তাকে মিষ্টি খাওয়ান, তার কাছে বিরিয়ানি চেয়ে খাওয়ার অনেক মানুষ আছে। তার সেলারি জানাটা আহামরি দরকারি জিনিস না, পারলে তাকে একটা পোশাক গিফট করুন, একই জামা পরে তাকে আর প্রতিদিন চাকরিতে যেতে হবে না।
সবাই অমানুষ হলে আপনি হন প্রথম মানুষ। আপনাকে দেখে যেন ওদের মানুষ হওয়ার সখ জাগে।
-
-
সংগৃহিত