Rakibuzzaman

Rakibuzzaman I am a profetional Digital Marketer expert, I have been working successfully for two years. I am a digital marketing expert.

I have been working successfully for 2 years. I have accepted online work as a hobby and profession. My resource is efficiency and honesty.

25/10/2024
08/06/2024

" জেনে রাখা ভালো "

১. আপনি যখন মোবাইলে কোন নাম্বার ডায়াল করেন, তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যাবহার করে। এসময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশন বের হয়, যা মানব দেহের জন্য মারাত্বক ক্ষতিকর। তাই এই রেডিয়েশন থেকে বাঁচতে এসময় মোবাইল কানের কাছে না ধরে রাখাই ভালো।

২. চা পানের পরেই পানি পান করা উচিত নয়। এতে দাতেঁর মধ্যকার ফাঁক বেড়ে যায়।

৩. খাওয়ার পরে ভরা পেটে গোসল করবেন না। গবেষণা বলছে, দীর্ঘদিনের এই অভ্যাসে আপনার হজম শক্তি হ্রাস পাবে। আপনার আয়ু স্বাভাবিকের তুলনায় কমে যাবে দশ বছরের মতো। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো খাওয়ার পর গোসলে শরীর ও রক্তে স্বাভাবিক তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে আপনার হতে পারে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো জটিল রোগ।

৪. একই টুথব্রাশ তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়৷ প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ বদলানো দরকার।

তাছাড়া মাঝে মধ্যে গরম পানি দিয়ে টুথব্রাশ ভালো করে ধুয়ে রাখা উচিৎ।

৫. খালি পেটে কলা খাওয়া উচিত নয়৷ এটি গ্যাসের জন্য ক্ষতিকর৷

৬. টি.ভি দেখার সময় লাইট বন্ধ করা উচিৎ নয়।

লাইট বন্ধ থাকলে টি.ভি হতে নিক্ষিপ্ত ইলেকট্রন সোজা-সুজি চোখে আঘাত করে, যা চোখের জন্য মারাত্বক ক্ষতিকর।

৭. ঔষধ নয়, মুখের দাগ দূর করতে শশা অথবা আলু চাক, চাক করে কেটে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ধীরে ধীরে দাগ দুর হবে।

৮. গবেষণায় দেখা গেছে, আদা ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি কমাতে সাহায্য করে। তাইতো প্রতিদিন কিছুটা হলেও আদা খাওয়া উচিত।

৯. একটি সাদা চুল তুললে, সেখান থেকে দুটি সাদা চুল গজায়। এমন ধারনা একেবারেই ভুল।

১০. কানে তেল দেওয়া,খুঁচাখুঁচি করা,একেবারেই অনুচিত। এতে উপকার তো হয়-ই না, বরং ক্ষতির সম্ভাবনা প্রচুর। আমাদের মনে রাখা উচিৎ,

কান এমনই একটা জায়গা,যেখানে পরিস্কার করার কোন প্রয়োজন নাই। নিজের থেকেই তা পরিস্কার হয়ে যায়।

(তথ্যসংগ্রহ - ইন্টারনেট )

🌹পাটুয়ারটেক,কক্সবাজার। 🌹
25/05/2024

🌹পাটুয়ারটেক,কক্সবাজার। 🌹

25/05/2024

"লক্ষ যত বড়ই হোক বিবেচ্চ নয়, সফলতা পেতে প্রয়োজন; শক্তিশালী, দক্ষ নেতৃত্বে দলবদ্ধগত নিরন্তর প্রয়াস "

10/05/2023

অর্থ বেশিরভাগ মানুষের মধ্যে আত্মবিশ্বাস এবং সুখ জাগিয়ে তোলে। এটি তাদের কাজ করার প্রয়োজনীয়তা বাড়ায়।

05/05/2023

জীবনে প্রচুর বই পড়বেন!!! প্রচুর মানে প্রচুর! জীবনে বই হচ্ছে একমাত্র জিনিস যেটি আপনাকে একজন বিশ্বস্ত বন্ধুর মত আপনার জীবনের প্রতিটা স্তরে পরামর্শ দিবে , চিন্তা করতে , ধৈর্য ধরতে এবং অভিজ্ঞতা শেখাবে। পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ বন্ধু হচ্ছে বই,বই এবং বইইইই।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Rakibuzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakibuzzaman:

Videos

Share