26/05/2023
কবিতাটি হল.
এই নিশি রাতে মনে পরে তোমার কথা
বুঝিনি ভালবাসায় এতটা ব্যাথা।
থাকতে পারি না আমি তোমাকে ছাড়া,
খুব কস্ট পায় প্রেম করে যারা।
জানি না কেমন করে তোমায় রাখবো ধরে,
কথা দাও যাবো না তুমি আমাকে ছেড়ে।
মন প্রান দিয়ে আমি ভালবাসি তোমাকে,
যওনা ছেড়ে কভু প্রিয়া তুমি আমাকে।
আমার এই ভালবাসা শুধু যে তোমারই জন্য,
তোমাকে কাছে পেলে এজীবন ধনন্য।
যেদিন তুমি চলে যাবে দুরে,
সেদিন যেন প্রিয়া আমি যাই মরে।
I🥰🥰 LOVE YOU🥰🥰