12/03/2025
✏️✏️নারী নষ্ট হয় তিলে তিলে।💔
🔲নারী মাকে দেখে মা হওয়া শিখে,শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে।
👉কথা গুলো সবার জন্য নয়,এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য।
🖊️একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শশুরবাড়িতে পা রাখে।মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল স্বত্বা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে।
শুরু থেকেই কোন মেয়ে শশুড়বাড়িতে এসে বেয়াদবি করেনা।স্বামী সহ শশুরবাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে সবাই যেনো তাকে একটু আদুরে গলায় কথা বলে,তার ছোট ছোট চেষ্টাকে এপ্রিশিয়েট করে।
আর এই আশায় সে নিজেকে উজার করে সকলের জন্য খাবার বানায়,ঘর সাজায়,উৎসব পাবনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়,একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবন বাজি রাখে।
নিজের নিজেস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ,নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে।
কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানেনা।বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে।
কাজে কথায় চলা ফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে।কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়।অসম্মান করে।
একদিন দুদিন তিনদিন।মেয়েটা ভাবে হয়ত তারই ভুল,কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল।
একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়।সে তার সকল চেষ্টা শেষ করে দেয়।
শুরু করে প্রতিদ্বন্দ্বীতা।নীরবে আর কতই সহ্য করবে।শুরু করে প্রতি উত্তর।
মেয়েটাও একসময় শশুরবাড়িরতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে।
আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়,সেই দিন ওই মানুষ গুলোই তাকে বেয়াদব এর আখ্যা দেয়।আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারে নিজের ছেলে।সে না পারে পরিবারকে ভুল বলতে,না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে।ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়।
যাদের কঠোর আচরনে মেয়েটা এমন হয়ে ঊঠলো তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায়ান।আমাদের সাথে খারাপ আচরন করে।
অথচ চিত্রটা অন্যরকম হতে পারতো।
মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশ টা কতই না সুন্দর হতো।
একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে।তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে ঊঠবে।
কোন মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়ি তে আসে না, পরিস্থিতি তাদের কে বাদদ করে।
⛔"সব মেয়ে বা সব পরিবার এক নয়।তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারে এই একই চিত্র।"
কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য।💔