Joya's love

Joya's love Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Joya's love, Digital creator, �Joya's� Dream � Love �, Faridpur.

16/04/2025
না'রীর চুলের খোঁপার মতো এতো সুন্দর ফুলদানি আর কোথাও নাই.! 🌸❤️
08/04/2025

না'রীর চুলের খোঁপার মতো এতো সুন্দর ফুলদানি আর কোথাও নাই.! 🌸❤️

08/04/2025

নারীকে যত যত্ন নিবেন ভালোবাসা বাড়বে ❤️🌸

08/04/2025

একজন মেয়ে দূরে সরে যায় ধাপে ধাপে, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না, অনুভব করতে পারেন না—যতক্ষণ না সে সত্যিই হারিয়ে যায়।

প্রথম ধাপ: কাছে আসার প্রচেষ্টা

শুরুর দিকে সে আপনাকে তার মনের সব কথা বলতে শুরু করবে। তার অনুভূতিগুলো শেয়ার করবে, ছোট ছোট কথায় আপনাকে বুঝতে চাইবে। কখনো হয়তো তার ভালো লাগা, কষ্ট বা দুঃখের কথা আপনাকে জানাবে। সে চাইবে, আপনি তার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনুন, বুঝুন, তাকে সময় দিন।

কিন্তু আপনি হয়তো খুব একটা পাত্তা দেবেন না। ভাববেন, এ তো স্বাভাবিক, মেয়েরা এমনই হয়। আপনি হয়তো ব্যস্ত থাকবেন, অথবা ভাববেন সে সব সময়ই তো আপনাকে বলবে, আজ না শুনলে কি হয়েছে! কিন্তু আপনি বুঝতে পারবেন না, এটাই প্রথম ধাপ—যেখানে সে আপনাকে তার জীবনের অংশ বানানোর চেষ্টা করছে।

দ্বিতীয় ধাপ: অভিমান আর আবেগের বিস্ফোরণ

যখন সে দেখবে আপনি তার কথা, অনুভূতি, ইমোশন বুঝতে চাইছেন না বা তেমন গুরুত্ব দিচ্ছেন না, তখন সে অভিমান করতে শুরু করবে। অল্প কিছুতেই ইমোশনাল হয়ে পড়বে, আপনার কথায় কষ্ট পাবে। সে চাইবে, আপনি তাকে সময় দিন, তাকে বোঝার চেষ্টা করুন।

এই সময়ে সে হয়তো ছোটখাটো বিষয় নিয়ে অভিযোগ করবে, আপনার কাছে বেশি সময় চাইবে, হয়তো কিছু না বলেই চুপচাপ বসে থাকবে আপনার মনোযোগের জন্য। আপনি ভাববেন, সে অহেতুক রাগারাগি করছে, আবেগপ্রবণ হয়ে পড়েছে। আপনি হয়তো তাকে আশ্বাস না দিয়েই নিজের মতো থাকবেন।

কিন্তু আপনি বুঝতে পারবেন না, এটি দ্বিতীয় ধাপ—যেখানে সে তার আশা-ভরসার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তৃতীয় ধাপ: ধৈর্যের শেষ সীমা

যখন তার অভিমানেও আপনার মন গলে না, তখন সে আর আগের মতো থাকবে না। এখন সে অল্পতেই বিরক্ত হয়ে যাবে, আপনাদের মধ্যে কথায় কথায় তর্ক হবে, ঝগড়া বাড়তে থাকবে। আপনাকে আর কিছু বোঝাতে চাইবে না, কারণ সে জানে, বোঝানোর কোনো মানেই হয় না।

এখন সে আপনার কথায় আর আগের মতো প্রতিক্রিয়া দেখাবে না। হয়তো কোনোদিন আপনি কিছু বলবেন, আর সে চুপচাপ শুনবে—না রাগবে, না হাসবে। তার আগ্রহ কমতে থাকবে, সে আর আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে না।

এটাই সবচেয়ে ভয়ানক সময়। কারণ এই চুপচাপ থাকা মানে, সে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে।

শেষ ধাপ: নিঃশব্দ বিদায়

সকল নারীই দূর্বলতা ফুলের সুবাস এবং সৌন্দর্য,
07/04/2025

সকল নারীই দূর্বলতা ফুলের সুবাস এবং সৌন্দর্য,

ভালোবাসা সুন্দরযদি জীবনসঙ্গী নির্বাচনে ভুল না হয়।।
07/04/2025

ভালোবাসা সুন্দর
যদি জীবনসঙ্গী নির্বাচনে ভুল না হয়।।

07/04/2025

নারীকে অবহেলা করাতে বাধ্য করবেন না!
কারণ নারী যত গভীরভাবে ভালোবাসতে পারে,
তার থেকেও গভীরভাবে
কাউকে অবহেলাও করতে পারে!
সহজ সরল নরম মাটি পেয়ে
দিনের পর দিন পিষে ফেলছেন-
আর ভাবছেন, আরেহ,,,,,
ভালোই তো! যা বলছি, যা করছি
সবটাই তো মেনে নিচ্ছে!
বারবার তাড়িয়ে দিলেও ফিরে আসছে!
সে একবার ফিরবে না বলে মনস্থির করলে
আপনার সর্বোচ্চ চেষ্টাও বৃথা হবে।
মনটাকে একবার শক্ত করে ফেললে
আপনার আর কোনো শক্তি থাকবেনা
সেই শক্তটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার।
কারণ তার কোমলময়ী ভালোবাসার থেকেও
তার অবহেলা ভয়ংকর!
🙂

সৌন্দর্যের প্রতীক ♥️
06/01/2025

সৌন্দর্যের প্রতীক ♥️

মেয়ে তুমি বড়ই অসহায়মেয়ে তুমি সুন্দরী হলে স্বামী সর্বদা সন্দেহের চোখে দেখবে তোমায়।কুৎসিত হলে অন্য মেয়ের সনে মাতবে ।...
11/12/2022

মেয়ে তুমি বড়ই অসহায়
মেয়ে তুমি সুন্দরী হলে স্বামী সর্বদা সন্দেহের চোখে দেখবে তোমায়।
কুৎসিত হলে অন্য মেয়ের সনে মাতবে ।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি উচ্চ শিক্ষিত হলে স্বামী সর্বদা থাকে হীনমন্যতায়।
অশিক্ষিত হলে সংসারে রাখবে অবহেলায়।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি গরিব বাবার সন্তান হলে স্বামী সর্বদা তাচ্ছ্বিল্য খোটা দিবে কথায় কথায়।
ধনীর দুলালী হলে স্বামীর অধিকার খাটিয়ে রাখবে খুনঠাশায়।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি হাউজওয়াইফ হলে স্বামী সর্বদা বলবে তুমি সেকেলে।
একটু মডার্ণ হতে চাইলে বলবে তুমি নষ্ট হয়ে গেছো আধুনিকতার ছোঁয়ায়।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
মেয়ে তুমি লক্ষী সতী বৌ'র মত একটু সংকীর্ণতায় ঘরের কোণে থাকলে স্বামী সর্বদা বলবে মেয়েরাতো এমনই হয়।
সংকীর্ণতা কাটিয়ে খোলা আকাশ দেখতে চাইলে আটকাবে সতীত্বর খোটায়।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।

🙂

আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি শেফালী মালা  নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা ।।এসো গো শারদ লক্ষ্মী তোমা...
11/09/2022

আমরা বেঁধেছি কাশের গুচ্ছ
আমরা গেঁথেছি শেফালী মালা নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা ।।
এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে ।।
এস নির্মল ও নীল পথে এসো ধৌত শ্যামল আলো ঝলমল বন গিরি পর্বতে---
এসো মুকুট পরিয়া শ্বেত শতদলে শীতল শিশির ঢালা ঝরা মালতির ফুলে ।-----

Address

�Joya's� Dream � Love �
Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joya's love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share