Crush & confession Govt.Rajendra college Faridpur

Crush & confession Govt.Rajendra college Faridpur আপনে আপনার প্রিয় মানুষের পরিচয় ও ছবি সহ ইনবক্সে মেসেজ করতে পারেন আপনাকে গোপন রাখে পেজে পোস্ট করা হবে।

09/10/2025

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘটে গেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
দয়া করে ছেলেটির পরিবারের সন্ধান পেতে সবাই সহযোগিতা করুন।
Collected video

09/10/2025

R C Crush & Confession -606 This post has been remove...

R C Crush & Confession -605সবার সামনে আজ একটা কথা স্বীকার করতেই হবে — আমি এক ভন্ড ছেলের প্রেমে পড়ে গেছি! 🙈 নাম তার জোহান...
09/10/2025

R C Crush & Confession -605
সবার সামনে আজ একটা কথা স্বীকার করতেই হবে — আমি এক ভন্ড ছেলের প্রেমে পড়ে গেছি! 🙈 নাম তার জোহান। হ্যাঁ, ঠিকই শুনছেন — ভন্ড জোহান! সে নাকি ভালোবাসে না, অনুভূতি বুঝে না, মন নরম হয় না — এমন ভান ধরে রাখে সবসময়। কিন্তু তার চোখের একটুখানি চাহনি, ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসি, আর কথার মাঝে লুকানো যত্ন — সব বলে দেয়, সে যতই ভন্ড সাজুক, ভেতরে একটা নরম মনের মানুষ লুকিয়ে আছে। ❤️
ওর ভন্ডামি দেখেই হয়তো আমি প্রেমে পড়েছি… কারণ এই ছেলেটা ভন্ড হলেও ওর ভেতরটা একদম সোজা। রাগে গজগজ করে, আবার আমি চুপ হয়ে গেলে নিজের মতো করে শান্ত করে দেয়। ভালোবাসে না বললেও, আমার জন্য ওর চিন্তাটা চোখে মুখে লেখা থাকে।
আমি জানি, ওর নামের আগে “ভন্ড” শব্দটা সবাই মজা করে বলে, কিন্তু আমার কাছে ওটাই সবচেয়ে মিষ্টি পরিচয়। কারণ এই ভন্ডামির আড়ালেই লুকিয়ে আছে আমার সবচেয়ে প্রিয় মানুষটা — আমার ভন্ড জোহান 🥰

08/10/2025

R C Crush & Confession -604 This post has been remove....

R C Crush & Confession -603To: আমার বিশ্বাস এটা তুমি দেখবে।Hey crush 😒 [ei massage ta disilm]প্রথম দেখা, কলেজে ভর্তি পরী...
08/10/2025

R C Crush & Confession -603
To: আমার বিশ্বাস এটা তুমি দেখবে।

Hey crush 😒 [ei massage ta disilm]
প্রথম দেখা, কলেজে ভর্তি পরীক্ষার দিন একসাথে এসেছিলাম।তোমার সাথে তোমার আব্বু ও ছিলো।আসার সময় কত কথাই না বললে আমার সাথে। মনে হচ্ছিল তুমি কতদিনে চেনা। প্রথম দেখায় ভালোবেসে ফেলছি।একসাথে ক্যাম্পাস সিট খুঁজতে গিয়ে এত রুম এর ভিড়ে তোমায় কই জানি হারিয়ে ফেললাম।আর দেখা হলো না। ভর্তি হওয়ার পর দেখি দুজনে একই ডিপার্টমেন্ট চান্স পেয়েছি। দুজনে রোল নম্বর বিজোড় এক‌ই সেকশন এ পরেছি। আমার কি মনে হয় জানো এবছর ভর্তি পরীক্ষাটা হয়েছে তোমার আমার দেখা হতে।জানতাম প্রথম দিন ক্লাস এ আসছো ডিপার্টমেন্ট Group এ add হবা। আমি ফরিদপুরে থাকি।আর তুমি মাদারীপুর। Group থেকে তোমাকে Facebook এ friendrequest ও একটা massage দিয়েছিলাম।কোনো সাড়া পেলাম না।তোমার সাথে কথা বলার সাহস হারিয়ে ফেলেছি। যদি পারো কখনো একটু খোঁজ নিয়ো আমার। যদি কোনো করে থাকি ক্ষমা করে দিও আমায়।হয়তো আর কখনোই তোমার সামনে দাঁড়ানোর সাহস পাবো না।অনেক ভালোবাসি তোমায়। প্রতিদিন তোমার হাসি, কথা বলা, মায়াবী চোখ ,আমার চোখে ভাসে।কোথায় যেন পড়েছি পৃথিবীর এক প্রান্তে তুমি যাকে নিয়ে ভাবছো ,অন্য প্রান্তে‌ সেও তোমায় নিয়ে ভাবে । তোমার ও কি এরকম হয়? তোমার মনের কোথাও কি আমার জন্য একটু জায়গা হবে?তুমি আছো আর থাকবে আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে।

R C Crush & Confession -602আমার প্রাণের প্রিয় বর্ষণকাউকে না চিনেই, না জেনেইশুধু একটুখানি দেখা পেলাম…আর সেই এক নজরেই মনট...
08/10/2025

R C Crush & Confession -602
আমার প্রাণের প্রিয় বর্ষণ

কাউকে না চিনেই, না জেনেই
শুধু একটুখানি দেখা পেলাম…
আর সেই এক নজরেই মনটা হেরে গেল।
কেন জানি না, কিন্তু মনে হলো
এটাই হয়তো আমার ক্রাশ হওয়ার মুহূর্ত।
তুমি বুঝতেও পারোনি,
কিন্তু আমি তোমার হাসিতেই আটকে গেলাম…"
আর বিশেষ করে শুভো জন্মদিন প্রিয় জান পাখি বর্ষণ

R C Crush & Confession -601নাম তার ইরিন হোসেন মিম 💖হাসলেই গালে যে টোল পরে, মনে হয় দুনিয়ার সব দুঃখ সেখানেই হারায় 😊ওর এক হ...
08/10/2025

R C Crush & Confession -601
নাম তার ইরিন হোসেন মিম 💖
হাসলেই গালে যে টোল পরে, মনে হয় দুনিয়ার সব দুঃখ সেখানেই হারায় 😊
ওর এক হাসি মানেই শান্তি, আর সেই টোলটাই আমার প্রেমে পড়ার সবচেয়ে বড় কারণ 😍
বলতেই হয়—ভালোবাসা না করলে মিমের ওই টোলের প্রতি অন্যায় হতো! 💫

R C Crush & Confession -600প্রিয়: দিপুতোমাকে নিয়ে কীভাবে লেখা শুরু করবো বুঝতে পারছি না...লেখার সময় কেমন যেনো হাত পা কাঁপ...
08/10/2025

R C Crush & Confession -600
প্রিয়: দিপু
তোমাকে নিয়ে কীভাবে লেখা শুরু করবো বুঝতে পারছি না...লেখার সময় কেমন যেনো হাত পা কাঁপছে।মায়া একেই বলে তাই না?যেখানে ভালোবাসার মানুষের কথা ভাবলেই হার্টবিট বেড়ে যায়,হাত পা কাঁপে...
তোমাকে নিয়ে আমার অনুভুতি বলে বোঝানো যাবে না।সেইটা জানতে হলে তোমার আমাকে চিনতে হবে...আমাকে ভালোবাসতে হবে।যেদিন তোমাকে দেখেছি, আমার মনে হলো হঠাৎ এক ঝড় বয়ে গেলো আমার পাশ দিয়ে।সবকিছু কেমন উলোট পালোট করে আমার মনটা নিয়ে চলে গেলো।সেই থেকে আজও তোমার আশায় বসে আছি।
কবে তুমি আসবে?
ইতি
অচেনা কেউ

চাঁদের মতোই সুন্দর তুমি🥰❤️  🌕
07/10/2025

চাঁদের মতোই সুন্দর তুমি🥰❤️
🌕

সরকারি রাজেন্দ্র কলেজের নি/খোঁ/জ সেই শিক্ষার্থী কে পাওয়া গেছে!। বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার ।
07/10/2025

সরকারি রাজেন্দ্র কলেজের নি/খোঁ/জ সেই শিক্ষার্থী কে পাওয়া গেছে!। বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার ।

R C Crush & Confession -599প্রিয় তুমি,জানি, আমাদের গল্পটা শুরু হয়েছিলো একদম সাধারণভাবে — দুইজন বন্ধু, একে অপরের সুখ-দু...
07/10/2025

R C Crush & Confession -599
প্রিয় তুমি,

জানি, আমাদের গল্পটা শুরু হয়েছিলো একদম সাধারণভাবে — দুইজন বন্ধু, একে অপরের সুখ-দুঃখে পাশে থাকা, হাসিঠাট্টা, গল্প…
কিন্তু কবে যেন সেই বন্ধুত্বের ভেতর একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিলো। এখন তোর একটা “হাসি” দিনটাকে সুন্দর করে দেয়, আর তোর একটুখানি “চুপ থাকা” আমার মনটাকে অস্থির করে তোলে।

আমি অনেকবার চেষ্টা করেছি এই অনুভূতিটাকে বন্ধুত্বের ভেতরেই আটকে রাখতে, ভাবছিলাম হয়তো সময় গেলে সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু না… সময়ের সাথে সাথে তুই আমার জীবনের সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেছিস।

রাবেয়া, আমি জানি না তুই আমার জন্য একই অনুভূতি রাখিস কিনা,
তবে আমি এতটুকু জানি —
তুই ছাড়া আমার প্রতিটা সকাল অসম্পূর্ণ লাগে, তোর সাথে না কথা বললে মনে হয় দিনের রঙটাই ফিকে।
তোর হাসির মধ্যে একরকম শান্তি আছে, যা আমি অন্য কোথাও পাই না।
তোর দৃষ্টি, তোর সরলতা, তোর যত্ন… সবকিছুই আমার মনে ভালোবাসার হাজারটা কারণ জাগায়।

আজ আমি শুধু একটাই কথা বলতে চাই —
আমি তোরে ভালোবাসি, এই কথাটা অনেকদিন বুকের ভেতর লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ আর পারছি না।
আমি চাই না আমাদের বন্ধুত্ব হারিয়ে যাক,
আমি শুধু চাই তুই জানিস — তোর একজন বন্ধু আছে, যে তোকে বন্ধুর চেয়েও বেশি কিছু মনে করে।

তুই যদি না চাস, তবুও আমি তোর ওপর কোন চাপ দেব না।
আমি তোর প্রতি ভালোবাসা রেখেই যাব, তোর সুখেই আমার শান্তি।
কিন্তু যদি একটুখানি সুযোগ দিস… আমি সারাজীবন তোর পাশে থেকে হাসি ফোটাতে চাই,
তোর চোখের জল মুছে দিতে চাই, তোর প্রতিটা সকালটাকে বিশেষ করে তুলতে চাই।

চুপচাপ ভালোবাসার বদলে এবার মন খুলে বললাম — আমি তোকে ভালোবাসি, রাবেয়া ❤️

সদা তোরই,
একজন বন্ধু, যে তোর জন্য অনুভূতির সীমা হারিয়েছে।

07/10/2025

গতকাল জুবলি ট্যাঙ্ক পুকুর এলাকায় দুর্ঘটনাকবলিত মুরুব্বীর কাছে গাড়িচালক ক্ষমা চেয়েছেন। আসলে কালকের ঘটনাটি দেখে মনটা বেশ খারাপ লেগেছিল, তবে আজ তাঁর আন্তরিকভাবে ক্ষমা চাওয়া দেখে সত্যিই ভালো লাগল।
ক্ষমা চাওয়া কখনো মানুষকে ছোট করে না — বরং এটি একজন মানুষের মহান গুণের প্রকাশ। বিষয়টি সত্যিই প্রশংসনীয়🥰🌺

Address

Faridpur
Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & confession Govt.Rajendra college Faridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share