
12/09/2025
R C Crush & Confession-528
নিলয় তোমাকে যখনই দেখি, অদ্ভুত এক টান কাজ করে আমার ভেতরে। তোমার সহজ-সরল চলাফেরা, নির্ভার ভঙ্গিমা আর সেই নিঃস্বার্থ হাসি—সব মিলিয়ে যেন একটা জাদু তৈরি করে। আমি জানি না কখন, কিভাবে… কিন্তু আমি তোমার প্রতিটি হাসির প্রেমে পড়ে গেছি।
তুমি হাঁটছো, তুমি কথা বলছো, তুমি শুধু হাসছো—এই সাধারণ মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে বিশেষ হয়ে গেছে।
হয়তো আমি সাহস পাই না সামনে এসে বলতে, কিন্তু সত্যিটা হলো—
আমি তোমার চলাফেরার ভঙ্গি আর তোমার হাসির প্রেমেই হারিয়ে গেছি, নিলয়
তোমার আইডি টা পাইসি কিন্তু তুমি রিকোয়েস্ট একসেপ্ট করতেসও নাহ
https://www.facebook.com/share/1BuqBmZzRL/?mibextid=wwXIfr (edited)