Crush & confession Govt.Rajendra college Faridpur

Crush & confession Govt.Rajendra college Faridpur আপনে আপনার প্রিয় মানুষের পরিচয় ও ছবি সহ ইনবক্সে মেসেজ করতে পারেন আপনাকে গোপন রাখে পেজে পোস্ট করা হবে।

R C Crush & Confession-528নিলয় তোমাকে যখনই দেখি, অদ্ভুত এক টান কাজ করে আমার ভেতরে। তোমার সহজ-সরল চলাফেরা, নির্ভার ভঙ্গি...
12/09/2025

R C Crush & Confession-528
নিলয় তোমাকে যখনই দেখি, অদ্ভুত এক টান কাজ করে আমার ভেতরে। তোমার সহজ-সরল চলাফেরা, নির্ভার ভঙ্গিমা আর সেই নিঃস্বার্থ হাসি—সব মিলিয়ে যেন একটা জাদু তৈরি করে। আমি জানি না কখন, কিভাবে… কিন্তু আমি তোমার প্রতিটি হাসির প্রেমে পড়ে গেছি।
তুমি হাঁটছো, তুমি কথা বলছো, তুমি শুধু হাসছো—এই সাধারণ মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে বিশেষ হয়ে গেছে।
হয়তো আমি সাহস পাই না সামনে এসে বলতে, কিন্তু সত্যিটা হলো—
আমি তোমার চলাফেরার ভঙ্গি আর তোমার হাসির প্রেমেই হারিয়ে গেছি, নিলয়
তোমার আইডি টা পাইসি কিন্তু তুমি রিকোয়েস্ট একসেপ্ট করতেসও নাহ

https://www.facebook.com/share/1BuqBmZzRL/?mibextid=wwXIfr (edited)

12/09/2025

জরুরী রক্তের প্রয়োজন

🩸রক্তের গ্রুপঃ AB-

💉রক্তের পরিমাণঃ 6 bag

রোগীর হিমোগ্লোবিনের :৫.২

রোগীর বয়স -১০ বছর

📆রক্তদানের তারিখ: যেকোনো সময়

⏰রক্তদানের সময়ঃ paua matroi

🏥রক্তদানের স্থানঃ Faridpur

☎️যোগাযোগ: +8801766996306

12/09/2025

R C Crush & Confession -527
নাম :sun
Honours 1st year.
কলেজ :government. Rajendra College

আমরা ছোটবেলার ফ্রেন্ড। আমার তোমার কথা অনেক মনে পড়ছে। আমার মাঝে মধ্যেই তোমাকে মনে পড়তো। তোমার আম্মুকেও। ক্লাস ৩ অব্দি আমরা একসাথে পড়েছিলাম। তুমি খুবি মেধাবী ছিলে। আমি বিদেশে যাওয়ার আগে তোমার সাথে কথা বলতে চাই।কেউ আমাকে একটু খুজে দেন প্লিজ।

R C Crush & Confession-526tmk vhalo lage thhiki kintu tmi onk ego dekhao eita valo lage na amr kase..... Ar tmk kn eto m...
12/09/2025

R C Crush & Confession-526

tmk vhalo lage thhiki kintu tmi onk ego dekhao eita valo lage na amr kase..... Ar tmk kn eto meyeder sthe dekhA jay bujhi na ..... Ar tmr i phone diye aktu besi e vab dekhao amr eigula pochondo na ... I phone thklei eto vab dekhano lagbe naki...... Ar sorry tmr naame aktu besi bole fellam .... Tmk niye bar bar confession likhte valo lage na.... Er ageo likhchi..... Tmr oi mayabi chokhe ami hariye gechi .... Tmr chokhe ki marattok maya ami sudu tmr pic dekhe vabi 🥺🫶🏾. Toh ato kisu bolbo na just bolbo je ami tmk onk onk vhalobashi.... Tmi jodi vhalobasho tahole ami nijei tmk giye propose korbo 👍🏿🙂. .....

R C Crush & Confession -525to : Walid Hasnat Sossho প্রিয় 🌼 আমি জানি আমাদের মধ্যে খুব বেশি কথা হয়নি, তবুও অজান্তেই তোমাক...
11/09/2025

R C Crush & Confession -525
to : Walid Hasnat Sossho

প্রিয় 🌼

আমি জানি আমাদের মধ্যে খুব বেশি কথা হয়নি, তবুও অজান্তেই তোমাকে পছন্দ করতে শুরু করেছি। দূর থেকে দেখলেও ভালো লাগে, তোমার ছোট ছোট আচরণগুলো মনে থেকে যায়।

হয়তো তুমি বুঝতেই পারোনি, আর আমি কোনোদিন সাহস করে সামনে বলতেও পারিনি। কিন্তু সত্যিটা হলো—তোমাকে আমি একটু অন্যভাবে দেখি। তুমি আমার কাছে আলাদা আর বিশেষ একজন মানুষ।
হয়তো একটু খুঁজলেই আমাকে পাবে। খুঁজে নিও। 🫶

11/09/2025

বহুল কাঙ্ক্ষিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ৩য় বর্ষের ফলাফল প্রকাশিত

R C Crush & Confession -524প্রিয় আশা,আজকের বৃষ্টিভেজা দুপুরটা যেন অন্যরকম হয়ে গেল। ছাতা হাতে আপনাকে রাজেন্দ্র কলেজের গেট...
11/09/2025

R C Crush & Confession -524
প্রিয় আশা,
আজকের বৃষ্টিভেজা দুপুরটা যেন অন্যরকম হয়ে গেল। ছাতা হাতে আপনাকে রাজেন্দ্র কলেজের গেট দিয়ে হাঁটতে দেখলাম। মনে হলো চারপাশের কোলাহল থেমে গিয়ে শুধু আপনাকেই আলাদা করে চোখে পড়ছিল। মাশাল্লাহ, আপনাকে এত সুন্দর লাগছিল যে সেই মুহূর্তটাকে বারবার মনে পড়ছে। হয়তো আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমার হৃদয়ে এক অচেনা টান তৈরি হয়ে গেছে।

R C Crush & Confession -523To: Rayan প্রিয় লম্বু, তোমার উপর ক্রাশ খাইছি তোমার Height দেইখা🫣 তোমাকে আমি ফলো করি কিন্তু ত...
11/09/2025

R C Crush & Confession -523
To: Rayan
প্রিয় লম্বু, তোমার উপর ক্রাশ খাইছি তোমার Height দেইখা🫣 তোমাকে আমি ফলো করি কিন্তু তুমি বুঝতে পারো না, তোমার সব কিছুই আমার ভালো লাগে, শুধু ভালো লাগে না যখন Oshin ,Nijhum ,আরো মেয়েদের সাথে ঘুরো, ছবি তোলো তখন, এই পোস্টের মাধ্যমে জানাই দিতে চাই যে, কোন মেয়ের সাথে যেন Next টাইম না দেখি, ✅আর আমারে খুঁজতে হবে না,আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ধরা দিব 😘🫰

10/09/2025

R C Crush & Confession -522 This post has been remove....

R C Crush & Confession -521Sujon Islam বহু কষ্টের ফলে আপনার ছবি খুজে পেয়েছি।কী বলে শুরু করবো বুঝতেছিনা😌🫶 আপনাকে প্রথম দে...
10/09/2025

R C Crush & Confession -521
Sujon Islam

বহু কষ্টের ফলে আপনার ছবি খুজে পেয়েছি।কী বলে শুরু করবো বুঝতেছিনা😌🫶
আপনাকে প্রথম দেখেছিলাম রাজেন্দ্র কলেজে। দেখেই মনে হয়েছিল আপনি খুব শান্ত স্বভাবের মানুষ ।
আর আপনার হাসিটা😍 ।প্রথম দেখা
তবে বসন্তের ছোয়া যেনো মনে লেগেই গেলো 🤍।ওই হাসি ভোলার মতো না। পরবর্তীতে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্ত পাই নি । ওই দিনই ভেবেছিলাম সামনে যেএ বলে দেব কিন্ত সেই সাহস হয় নি।
আজ বলে দিচ্ছি ভালোবাসি💝
ইতি,
আপনার অচেনা কেউ

10/09/2025

R C Crush & Confession -520 This post has been remove...

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & confession Govt.Rajendra college Faridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share