Travel With Biswas

Travel With Biswas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travel With Biswas, Video Creator, College Road Dutta Para, Faridpur.
(2)

#জানাব ইতিহাস, দেখাব বাংলাদেশ 🇧🇩
World With Historical Background is my Dream Goal...
Watch More Video On My YouTube Channel Named

 #শ্রীধাম শ্রীঅঙ্গন বা শ্রীঅঙ্গন বাংলাদেশের ফরিদপুর জেলায় অবস্থিত হিন্দু মহানাম সম্প্রদায়ের একটি আশ্রম, যা জগদ্বন্ধু স...
21/08/2025

#শ্রীধাম শ্রীঅঙ্গন বা শ্রীঅঙ্গন বাংলাদেশের ফরিদপুর জেলায় অবস্থিত হিন্দু মহানাম সম্প্রদায়ের একটি আশ্রম, যা জগদ্বন্ধু সুন্দর ১৮৯৯ সালে প্রতিষ্ঠা করেন। এই আশ্রমটি বাংলাদেশের হিন্দু মহানাম সম্প্রদায়ের মূল কেন্দ্র হিসেবে পরিচিত। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ৮ জন আশ্রমবাসীকে তাদের ধর্মীয় প্রার্থনা করার সময় হত্যা করে এবং আশ্রমটিতে ব্যাপক ধ্বংস লীলা চালায়।এই আশ্রমটিতে প্রতিবছর জন্মাষ্টমী খুব জাক-জমকের সাথে পালন করা হয়। এখানে একটি রথ যাত্রা উৎসবের আয়োজনও করা হয়।
#বাংলা ১৩০৬ সালের আষাঢ় মাসে রথযাত্রা উৎসবের সময় জগদ্বন্ধু সুন্দর এই অঙ্গনটি প্রতিষ্ঠা করেন। শ্রীরাম সুন্দর এবং শ্রীরাম কুমারমুদি অঙ্গনের জন্য জমি দান করেন।

 #বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্ব রাঙ্গামাটি, খাগড়াছ...
20/08/2025

#বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্ব রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান একসাথে একটি জেলা ছিল। ১৯৮৪ সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে তিনটি জেলা গঠন করা হয়। ১৮৬০ সালের আগে এই পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম জেলার অংশ ছিল। ১৮৬০ সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিষ্টিশ সরকার। বান্দরবান একটি পার্বত্য জেলা। বান্দরবান জেলার মোট আয়তন ৪৪৭৯.০২ বর্গ কিলোমিটার।
#ইতিহাস:
এই অঞ্চল সম্পর্কে সর্বপ্রাচীন তথ্য পাওয়া যায় তুংগো সাম্রাজ্য-এর হাইসাওয়াদি রাজ্যের প্রথম সার্কেল প্রধান বা গভর্নর, তবাং শোয়েথী-এর দিনলিপি থেকে, যিনি ১৫৩১ খ্রিষ্টাব্দে নিযুক্ত হন। ব্রিটিশ সরকার পঞ্চম বোমং, কং হ্লা প্রু-কে (১৭২৭-১৮১১) সার্কেল প্রধান বা গভর্নর চিহ্নিত এবং ষষ্ঠ বোমং, সাক থাই প্রুকে স্বীকৃতি প্রদান করে। পরবর্তী কালে, চিটাগং হিল ট্রাক্টস রেগুলাশন ১৯০০-এর মাধ্যমে তথা আইন প্রয়োগ করে এই অঞ্চলের স্বকীয়তার প্রকাশ করা হয়, যা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে।

১৯৪৭ সালের দেশ ভাগের পর, বান্দরবান জেলা ১৯৫১ সালে পূর্ব পাকিস্তানের মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে। এটি রাঙ্গামাটি জেলার প্রশাসনিক ইউনিট ছিল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর সমগ্র বান্দরবান জেলা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যায়। পরর্বতীতে ১৯৮১ সালের ১৮ এপ্রিল, তৎকালীন লামা মহকুমার ভৌগোলিক ও প্রশাসনিক সীমানাসহ সাতটি উপজেলার সমন্বয়ে বান্দরবান পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।
#নামকরণ
বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে, এ এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত। আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পাড়ে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। এক সময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পাড় হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয়। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ। এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে ম্যাঅকছি ছড়া নামে। অর্থাৎ মারমা ভাষায় ম্যাঅক অর্থ বানর আর ছি অর্থ বাঁধ। কালের প্রবাহে বাংলা ভাষাভাষির সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রুপ লাভ করে বান্দরবান হিসাবে। বর্তমানে সরকারি দলিল পত্রে বান্দরবান হিসাবে এই জেলার নাম স্থায়ী রূপ লাভ করেছে। তবে মারমা ভাষায় বান্দরবানের নাম রদ ক্যওচি ম্রো।
#সাধারণ ইতিহাস:
বান্দরবান পার্বত্য চট্টগ্রামের অংশ। এই অঞ্চলটি ১৫৫০ সালের দিকে প্রণীত বাংলার প্রথম মানচিত্রে বিদ্যমান ছিল। তবে এর প্রায় ৬০০ বছর আগে ৯৫৩ সালে আরাকানের রাজা এই অঞ্চল অধিকার করেন। ১২৪০ সালের দিকে ত্রিপুরার রাজা এই এলাকা দখল করেন। ১৫৭৫ সালে আরাকানের রাজা এই অঞ্চল আক্রমণ করে কিছু এলাকা পুনর্দখল করেন, এবং ১৬৬৬ সাল পর্যন্ত অধিকারে রাখেন। মুঘল সাম্রাজ্য ১৬৬৬ থেকে ১৭৬০ সাল পর্যন্ত এলাকাটি সুবা বাংলার অধীনে শাসন করে। ১৭৬০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এলাকা নিজেদের আয়ত্তে আনে। ১৮৬০ সালে এটি ব্রিটিশ ভারতের অংশ হিসাবে যুক্ত হয়। ব্রিটিশরা এই এলাকার নাম দেয় চিটাগাং হিল ট্র্যাক্টস বা পার্বত্য চট্টগ্রাম। এটি চট্টগ্রাম জেলার অংশ হিসাবে বাংলা প্রদেশের অন্তর্গত ছিল। মূলত চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলাসন ১৯০০ দ্বারা এই অঞ্চল আনুষ্ঠানিকভাবে আরাকান রাজ্যের অংশ থেকে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের আওতায় আসে এবং চাকমা সার্কেল, মং সার্কেল ও বোমাং সার্কেল প্রতিষ্ঠিত হয় এবং প্রত্যেক সার্কেলে সার্কেল চীফ বা রাজা নিযুক্ত করা হয়। বান্দরবান জেলা ছিল বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত। বোমাং রাজ পরিবার ১৬ শতক থেকেই এই অঞ্চল শাসন করছিল। তাই এ জেলার আদি নাম বোমাং থং।

 #বিজয়পুরের সাদামাটি, যা চীনামাটি বা কেওলিন নামেও পরিচিত, বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকায়...
19/08/2025

#বিজয়পুরের সাদামাটি, যা চীনামাটি বা কেওলিন নামেও পরিচিত, বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ।১৯৫৭ সালে ভূতাত্ত্বিক জরিপে এই অঞ্চলে সাদামাটির উপস্থিতি শনাক্ত করা হয়। ২০২১ সালে বিজয়পুরের সাদামাটি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে।
#বিজয়পুরের সাদামাটি খনি এলাকা এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ২০১৬ সালে আদালতের নির্দেশে সাদামাটি উত্তোলন বন্ধ করা হয়, যা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের জীবিকা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে খনন কাজ বন্ধ থাকলেও সাদামাটির পাশাপশি এখানে কালো, লালচে, খয়েরি, বেগুনি ও নীল সহ বিভিন্ন রঙের মাটির স্তর রয়েছে। এছাড়াও ছোট-বড় টিলা, পাহাড় এবং নীল পানির লেকের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে।

বিজয়পুরের সাদামাটি

18/08/2025

-Sada_pathor_Sylhet_Bangladesh:
With strikingly similar views to famed hill station Jaflong, Bholaganj SadaPathor, located in the Companiganj Upazila and near East Khasi Hills district of Meghalaya, India, is famous for beautiful stones, crystal clear water and green mountains. In this “heaven of white stones,” visitors can enjoy swimming, floating or simply soaking their feet in the beautiful cool water. Two other must-see places near Bholaganj include Utma Sora and Turong Sora.
:
Monsoon season, between july and November, is the most suitable time to visit Bholaganj SadaPathor. However, it is still possible to enjoy the beautiful stones year-round.

:
Located near the end of the Sylhet-Companiganj-Bholaganj highway, Bholaganj is a quick 41 km from central Sylhet. one can rent a car or microbus for a daytrip for only 2500-3000 taka. Local bus or CNG Auto-rickshaw can be taken from Ambarkhana. It normally takes an hour and a half from Sylhet. The CNG Auto-rickshaw rental for a full-day is approximately 1000-1500 taka. Bus fare is 50-60 taka per person. Once in Bholaganj, it is simple to take a boat to SadaPathor

 #মহানন্দা_নদী ( ) হলো ভারত ও বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এটি গঙ্গার একটি গুরুত্বপূর্ণ উপনদী। খরস্রোতা মহানন্দা নদ...
18/08/2025

#মহানন্দা_নদী ( ) হলো ভারত ও বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এটি গঙ্গার একটি গুরুত্বপূর্ণ উপনদী। খরস্রোতা মহানন্দা নদীটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলা থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার পাশ দিয়ে প্রবেশ করে তেঁতুলিয়া বাজার দিয়ে ভারতে প্রবেশ করে পুনরায় চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার ভারতে প্রবেশ করে এবং পরিশেষে বাংলাদেশের গোদাগাড়ীতে পদ্মার (গঙ্গার) সাথে মিলিত হয়েছে।
#সিলেটের পরে সম্ভবতঃ পঞ্চগড়েই বেশি পাথর উত্তোলিত হয় যার গুরুত্বপূর্ণ উৎসমুখ হচ্ছে এই মহানন্দা নদী।।

 #রামকৃষ্ণ_মিশন,ফরিদপুর এর আবাসন খরচ বেশি হলেও স্বল্প ফিতে ডাক্তার দেখানো যাবে সম্ভবত:... বেশ কয়েকজন এমবিবিএস ডাক্তার রো...
18/08/2025

#রামকৃষ্ণ_মিশন,ফরিদপুর এর আবাসন খরচ বেশি হলেও স্বল্প ফিতে ডাক্তার দেখানো যাবে সম্ভবত:...
বেশ কয়েকজন এমবিবিএস ডাক্তার রোগী দেখেন এখানে...প্রাথমিক চিকিৎসা পরামর্শের জন্য এখানে যাওয়া যেতেই পারে...
#লোকেশন: ঝিলটুলিস্থ অনাথের মোড় টু উত্তর কমলাপুর জোড়া ব্রিজগামী সড়কের প্রায় মাঝামাঝি দুরত্বে রামকৃষ্ণ মিশন,ফরিদপুর এর অবস্থান।।
#পজিটিভ উদ্যোগ নি:সন্দেহে।।

 িলের_আত্মপরিচয়ঃ→সূদুর চীন দেশের তিব্বতের মানস সরোবর থেকে প্রবাহমান বিপুল জলরাশি ভারতের আসামে দিহাং নাম ধারণ করলেও বাংলা...
17/08/2025

িলের_আত্মপরিচয়ঃ
→সূদুর চীন দেশের তিব্বতের মানস সরোবর থেকে প্রবাহমান বিপুল জলরাশি ভারতের আসামে দিহাং নাম ধারণ করলেও বাংলাদেশে প্রবেশ করেছিল "ব্রহ্মপুত্র নদ" নামে... এরপর ১৭৮৭ সালের ৬ দিনের এক প্রলয়ংকারী ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উপছে সৃষ্টি হলো নতুন খাত যমুনা নদীর...!

আর বর্ষা মৌসুমে সেই যমুনার তলদেশ উপছে পূর্ববঙ্গের বর্তমান রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিস্তৃত নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জন্ম নিল বাংলাদেশ তথা পাক-ভারত উপমহাদেশের সর্ববৃহৎ বিল িল ...।

অবশ্য বর্তমানে কমেছে চলন বিলের আয়তন তবু নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ১০টি উপজেলার ৬২ টি ইউনিয়নের প্রায় ১০ সহস্রাধিক গ্রামের বিস্তৃত অঞ্চল বর্ষা মৌসুমে চলন বিলের অংশ হয়ে যায় ...

#এরপর চলন বিলের পানি কিভাবে আত্রাই নদী হয়ে বঙ্গোপসাগরে পৌছে জানেন কি ???

# আত্রাই কেন আন্তর্জাতিক নদীঃ দিনাজপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতের পশ্চিম দিনাজপুরে যেয়ে পুনরায় নওগাঁ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কারণে আত্রাই একটি আন্তর্জাতিক নদী হিসেবে বিবেচিত হয়।

চলবে...

 #রাঙামাটির কোন আবাসিক হোটেলের বারান্দা  থেকে কাপ্তাই লেক সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়???
17/08/2025

#রাঙামাটির কোন আবাসিক হোটেলের বারান্দা থেকে কাপ্তাই লেক সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়???

 #ঠুঁটো_জগন্নাথ আর   #সাগুদানার_খিচুড়ি_পায়েস!  #জগন্নাথ (অর্থাৎ, "জগতের নাথ" বা "জগতের প্রভু") হলেন  হিন্দু দেবতা বিষ্ণু...
16/08/2025

#ঠুঁটো_জগন্নাথ আর #সাগুদানার_খিচুড়ি_পায়েস!
#জগন্নাথ (অর্থাৎ, "জগতের নাথ" বা "জগতের প্রভু") হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। অথচ তাকে ঠুঁটো জগন্নাথ কেন বলা হয়???

#ঠুঁটো জগন্নাথ" বলতে সাধারণভাবে "অকর্মণ্য" বা "কর্মহীন" ব্যক্তিকে বোঝানো হয়। এর পেছনের কারণ হল, পুরীর জগন্নাথ দেবের মূর্তিটির হাত নেই, যা দেখে এই অভিব্যক্তি এসেছে।
#পুরীর জগন্নাথ মন্দির বিশ্বের অন্যতম বিখ্যাত একটি মন্দির। এই মন্দিরের প্রধান বিগ্রহ, জগন্নাথ দেবের মূর্তিটি কাঠের তৈরি এবং এর হাত নেই। এই অসম্পূর্ণ হাতযুক্ত মূর্তিটির কারণে তাকে "ঠুঁটো জগন্নাথ" বলা হয়।

#সনাতনী বিশ্বাস মতে রূপক অর্থে জগন্নাথ দেবের হাত~পা নেই বিধায় তিনি কাউকে বাঁধা দিতে পারেন না তবে তাঁর চোখ আছে সে চোখ দিয়ে তিনি আমাদের সকল কর্ম পাপ~পূর্ণ সবই দেখতে পাচ্ছেন এবং সে মোতাবেক আমাদের পারলৌকিক বিচারিক ভাগ্য নির্ধারিত হচ্ছে এ জাতীয় এক বিশ্বাস প্রচলিত আছে ...!

#শেষত: ছেলে বাড়িতে খেতে চায় না তবে বাইরে কোথাও খাবার থাকলে সেটা না নিয়ে আসতেও চায় না... তো সে মোতাবেক জন্মাষ্টমীর প্রাসাদ রাত ১০:৩০ মিনিটে হাতে নিয়ে দেখলাম সাগুদানার খিচুরি আর পায়েস সে নতুন এক অভিজ্ঞতা...!
সাধারণত ইসকন এ জন্মাষ্টমীর দিনে সম্ভবত: ভাত বা খিচুরি খাওয়া হয় না বিধায় সাগুদানার খিচুড়ি আর পায়েস তৈরি করা হয় যা আজই প্রথম খেলাম দেইখা জানলাম... ছেলে তেমন না খেলেও নতুন একটা মেনু হিসেবে আমি পুরোটাই খেতে খেতে ভাবছি মানুষের বিশ্বাস রীতিনীতিতে কতো ফাঁরাক তবু অকারণ জোড়াজুড়ি না করলে বৈচিত্র্য হিসেবে খুব সহজেই তার সাথে মিলেমিশে থাকাও যায়...

#ধর্মীয় আচারাদি যতক্ষণ পর্যন্ত বাড়াবাড়ি রকমের খবরদারি করতে না আসছে ততক্ষণ পর্যন্ত সেটা আদতে মান্যতা পেয়েই আসছে...

16/08/2025

#রাতারগুল সোয়াম ফরেস্ট #গোয়াইন নদী #সিলেট

 #পৃথিবীতে শত কোটি মানুষের কাছে মহানায়ক কিংবা  মহামানব উপাধি পাওয়া মানুষেরও সমালোচনা বিরোধিতা বিরুদ্ধ মত ছিল আছে থাকবে ঠ...
15/08/2025

#পৃথিবীতে শত কোটি মানুষের কাছে মহানায়ক কিংবা মহামানব উপাধি পাওয়া মানুষেরও সমালোচনা বিরোধিতা বিরুদ্ধ মত ছিল আছে থাকবে ঠিক যেমন চাঁদেরও কলঙ্ক আছে...
#ক্ষমতা এমনই এক চিজ যা মূহুর্তেই নায়কোচিত একই মানুষের মধ্যে ভিলেনোচিত চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়ে আকাশ থেকে ধূলায় নামিয়ে দিতে পারে খুব সহজেই...

#দোষে~গুণে প্রতিটা মানুষের জীবনই পরিপূর্ণ... বড় বড় পদ~পদবীর মানুষগুলো বহুল চর্চিত তাই তাঁদের দোষ- ত্রুটিও সর্বজনবিদিত আমাদেরটা লুকায়িত এই যা...

#অতীত বর্তমান ভবিষ্যতেও ঘটনা কিন্তু একই ঘটেছে, ঘটছে কিংবা ঘটবে এবং ঘটতেই থাকবে...

#তেলাতেলির ভিড়ে কোনদিনই রুচি হয়নি তবে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যার এর টুকটাক লেখনি সম্পর্কে সেই ২০০০ সাল থেকেই একটু-আধটু ধারণা আছে বিধায় বলতে পারব উনি আখেরে কিছু পাবার আশায় হুটহাট কিছু বলেন না...

 #রাতারগুল জলাভূমি বন,সিলেট : বর্য়াকালে যাবেন কেমন!  #বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের গোয়াইন নদীতে অব...
15/08/2025

#রাতারগুল জলাভূমি বন,সিলেট : বর্য়াকালে যাবেন কেমন!
#বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের গোয়াইন নদীতে অবস্থিত একটি মিঠা পানির জলাভূমি বন । একসময় রাতারগুলকে বাংলাদেশের একমাত্র জলাভূমি বন বলে মনে করা হত এবং বিশ্বের কয়েকটি মিঠা পানির জলাভূমি বনের মধ্যে একটি। পরবর্তীতে, বাংলাদেশে জুগিরকান্দি মায়াবন , বুজির বন এবং লক্ষ্মী বাওড় জলাভূমি নামে আরও জলাভূমি আবিষ্কৃত হয়।
#ভ্রমণের উপযুক্ত সময়: পর্যটকরা সাধারণত বর্ষা মৌসুমে বন দেখতে যান । বন পরিদর্শনের জন্য বন অফিস থেকে অনুমতি নিতে হয়। জলাভূমির মধ্য দিয়ে ভ্রমণের জন্য একটি স্থানীয় নৌকাও ভাড়া করতে হয়।

বনের ভেতরে একটি ওয়াচটাওয়ার আছে যেখান থেকে আপনি উপর থেকে পুরো বনটি দেখতে পাবেন।

এর আয়তন ৩,৩২৫.৬১ একর (১,৩৪৫.৮৩ হেক্টর) যার মধ্যে ৫০৪ একর (২০৪ হেক্টর) রয়েছে যা ২০১৫ সালে পশু অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়েছিল। এটি সিলেটের সুন্দরবন নামে পরিচিত । এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি বন, যা সিলেট থেকে ২৬ কিলোমিটার (১৬ মাইল) দূরে অবস্থিত ।

চিরসবুজ বন গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খাল চ্যানেলের সাথে সংযুক্ত । এখানে জন্মানো বেশিরভাগ গাছ হল ডালবার্গিয়া রেনিফর্মিস (করচ গাছ কোরোচ গাছ )। বর্ষাকালে এই বন ২০-৩০ ফুট (৬.১-৯.১ মিটার) জলের নিচে ডুবে থাকে। বছরের বাকি সময় জলস্তর প্রায় ১০ ফুট (৩.০ মিটার) গভীর থাকে।

Address

College Road Dutta Para
Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel With Biswas:

Share

Category