11/09/2024
🔴কবর ও মাজার সম্পর্কে🔴
১/রাসূল (সাঃ)বলেছেন,কবরে সিজদাহ করা হারাম।
(বুখারী-হা/১৩৩০)
২/কবর পাকা করা হারাম।
(মুসলিম-হা/২২৪৫)
৩/কবরের উপর গিলাফ দেয়া, মোমবাতি জ্বালানো হারাম।
(নাসাঈ-হা/২০৪৭)
৪/কবরের উপর লিখা হারাম।
(আবু দাউদ-হা/৩২২৬)
৫/কবরের পাশে গোল করে জামাত বন্ধী হয়ে বসা হারাম।
(মুসলিম-হা/২২৫০)
৬/কবরের মধ্যে ওরস-মেলা ইত্যাদি করা হারাম।
(আবু দাউদ-হা/২০৪২)
৭/রাসূল (সাঃ)বলেছেন,তোমরা কবরকে মসজিদ বানিও নিয়ে নিও না।
(মুসলিম-হা/২১১৬)
৮/নবী(স) আরও বলেন,"কবর জীবন মানুষের দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী জীবন। এই জীবন মানুষের বাস্তব জীবনের বিপরীত। দুনিয়ার কোন মানুষ বারযাখী জীবন সম্বদ্ধে খবর রাখে না। কবরের শান্তি বা শাস্তি কোন কিছুই টের পায় না। সেখানকার অবস্তা দেখা ত দুরের কথা, মানুষ ও জ্বীনের পক্ষে শুনাও সম্ভব নয়।
(সহি বুখারী-হা/১১৩৮,১৩৪৭)
৯/কোন কবরকে মাজার বানানো যায় না!
উঁচু করা যাবে না। রাসূল (ছাঃ) কবর উঁচু করতে, পাকা করতে, তার উপর সৌধ নির্মাণ করতে ও বসতে নিষেধ করেছেন।
(মুসলিম, মিশকাত হা/১৬৯৬-৯৭)
১০/কবরস্হানে দাড়িয়ে একাকী হাত তোলে কবরবাসীদের জন্য দোয়া করবে।
(মুসলিম-হা/৯৭৪,নাসাঈ-হা/২০৩৭)
তবে সেখানে স্রেফ দোয়া ব্যতিত সালাত, তিলওয়াত, যিকির-আযকর, দান-সাদকাহ কিছু যায়েজ নয়।
১১/সেখানে নিজের জন্য দোয়া করাও যায়। কারণ কবরস্হানে দোয়া করলে মৃত্যুর কথা অধিক স্বরণ হয়।
(মুসলিম-হা/৫৭৪, মিশকাত-হা/১৭৬৩)
১২/আয়িশাহ (রাঃ) বলেন, ‘’সে আশংকা না থাকলে তাঁর কবরকে উন্মুক্ত রাখা হত, কিন্তু আমি আশংকা করি যে, (উন্মুক্ত রাখা হলে) একে মসজিদে পরিনত করা হবে’।
(মুসলিম-হা/৮২৩)
১৩/আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। আল্লাহ্র রাসূল (সাঃ) বলেনঃ ‘’আল্লাহ্ তায়ালা ইয়াহুদ ও নাসারাদের (খ্রিস্টান) উপর অভিসম্পাপ বর্ষণ করুন। কারন, তারা তাদের নাবীদের কবর সমুহকে মসজিদ বা সাজদাহর স্থান বানিয়ে নিয়েছে’।
(মুসলিম-হা/৮২৪, ৮২৫)
১৪/আবু মারসাদ আল-গানাবী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী (সাঃ) বলেছেনঃ ‘’তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সলাতও আদায় করবে না।
(মুসলিম-হা/১৬১৩)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সমাজে অসংখ্য পথভ্রষ্ট আলেম থাকবে,
যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে।
(সহীহ বুখারী-হা/৭০৮৪)
কবর পূজারি কাফের
[শায়খ ডঃ মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফি]
রাসূল ﷺ আদেশ (হুকুম) করেছেন, “কবরের উপর নির্মিত যে কোন কাঠামো ভেঙে ফেলতে হবে এবং কবর মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে।” [সহীহ মুসলিম (ইংলিশ ভার্শন), ভলিয়ম ০২, পেইজ ৪৫৯-৬০, নং ২১১৬; সুনান আবু দাউদ (ইংলিশ ভার্শন), ভলিয়ম ০২, পেইজ ২১৬, নং ৩২১৯]
আবূ বাকর ইবনু আবূ শায়বাহ্ (রহঃ) ..... জাবির (রাদিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ কবর পাকা করতে, কবরের উপর বসতে ও কবরের উপর গৃহ নিৰ্মাণ করতে নিষেধ করেছেন। [সহীহ মুসলিম (হাঃ একাডেমী) ২১৩৫]
আলী ইবনু হুজুর আস সা’দী (রহঃ) ..... আবূ মারসাদ আল গানাবী (রাদিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাতও আদায় করবে না। [সহীহ মুসলিম (হাঃএকাডেমী) ২১৪০]