Hide-And-seek"Mind"

Hide-And-seek"Mind" পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষঠতর। -হজরত আলী (রাঃ)

26/11/2024
09/10/2024
11/09/2024

করোনার বুস্টার ডোজ টিকা নেওয়া প্রত্যেকটি ব্যক্তি মারাত্মক চর্ম এলার্জিজনিত রোগে ভুগছেন।

11/09/2024

🔴কবর ও মাজার সম্পর্কে🔴

১/রাসূল (সাঃ)বলেছেন,কবরে সিজদাহ করা হারাম।
(বুখারী-হা/১৩৩০)
২/কবর পাকা করা হারাম।
(মুসলিম-হা/২২৪৫)
৩/কবরের উপর গিলাফ দেয়া, মোমবাতি জ্বালানো হারাম।
(নাসাঈ-হা/২০৪৭)
৪/কবরের উপর লিখা হারাম।
(আবু দাউদ-হা/৩২২৬)
৫/কবরের পাশে গোল করে জামাত বন্ধী হয়ে বসা হারাম।
(মুসলিম-হা/২২৫০)
৬/কবরের মধ্যে ওরস-মেলা ইত্যাদি করা হারাম।
(আবু দাউদ-হা/২০৪২)
৭/রাসূল (সাঃ)বলেছেন,তোমরা কবরকে মসজিদ বানিও নিয়ে নিও না।
(মুসলিম-হা/২১১৬)

৮/নবী(স) আরও বলেন,"কবর জীবন মানুষের দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী জীবন। এই জীবন মানুষের বাস্তব জীবনের বিপরীত। দুনিয়ার কোন মানুষ বারযাখী জীবন সম্বদ্ধে খবর রাখে না। কবরের শান্তি বা শাস্তি কোন কিছুই টের পায় না। সেখানকার অবস্তা দেখা ত দুরের কথা, মানুষ ও জ্বীনের পক্ষে শুনাও সম্ভব নয়।
(সহি বুখারী-হা/১১৩৮,১৩৪৭)

৯/কোন কবরকে মাজার বানানো যায় না!
উঁচু করা যাবে না। রাসূল (ছাঃ) কবর উঁচু করতে, পাকা করতে, তার উপর সৌধ নির্মাণ করতে ও বসতে নিষেধ করেছেন।
(মুসলিম, মিশকাত হা/১৬৯৬-৯৭)

১০/কবরস্হানে দাড়িয়ে একাকী হাত তোলে কবরবাসীদের জন্য দোয়া করবে।
(মুসলিম-হা/৯৭৪,নাসাঈ-হা/২০৩৭)

তবে সেখানে স্রেফ দোয়া ব্যতিত সালাত, তিলওয়াত, যিকির-আযকর, দান-সাদকাহ কিছু যায়েজ নয়।

১১/সেখানে নিজের জন্য দোয়া করাও যায়। কারণ কবরস্হানে দোয়া করলে মৃত্যুর কথা অধিক স্বরণ হয়।
(মুসলিম-হা/৫৭৪, মিশকাত-হা/১৭৬৩)

১২/আয়িশাহ (রাঃ) বলেন, ‘’সে আশংকা না থাকলে তাঁর কবরকে উন্মুক্ত রাখা হত, কিন্তু আমি আশংকা করি যে, (উন্মুক্ত রাখা হলে) একে মসজিদে পরিনত করা হবে’।
(মুসলিম-হা/৮২৩)

১৩/আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। আল্লাহ্‌র রাসূল (সাঃ) বলেনঃ ‘’আল্লাহ্‌ তায়ালা ইয়াহুদ ও নাসারাদের (খ্রিস্টান) উপর অভিসম্পাপ বর্ষণ করুন। কারন, তারা তাদের নাবীদের কবর সমুহকে মসজিদ বা সাজদাহর স্থান বানিয়ে নিয়েছে’।
(মুসলিম-হা/৮২৪, ৮২৫)

১৪/আবু মারসাদ আল-গানাবী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী (সাঃ) বলেছেনঃ ‘’তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সলাতও আদায় করবে না।
(মুসলিম-হা/১৬১৩)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সমাজে অসংখ্য পথভ্রষ্ট আলেম থাকবে,
যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে।

(সহীহ বুখারী-হা/৭০৮৪)

কবর পূজারি কাফের
[শায়খ ডঃ মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফি]

রাসূল ﷺ আদেশ (হুকুম) করেছেন, “কবরের উপর নির্মিত যে কোন কাঠামো ভেঙে ফেলতে হবে এবং কবর মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে।” [সহীহ মুসলিম (ইংলিশ ভার্শন), ভলিয়ম ০২, পেইজ ৪৫৯-৬০, নং ২১১৬; সুনান আবু দাউদ (ইংলিশ ভার্শন), ভলিয়ম ০২, পেইজ ২১৬, নং ৩২১৯]

আবূ বাকর ইবনু আবূ শায়বাহ্ (রহঃ) ..... জাবির (রাদিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ কবর পাকা করতে, কবরের উপর বসতে ও কবরের উপর গৃহ নিৰ্মাণ করতে নিষেধ করেছেন। [সহীহ মুসলিম (হাঃ একাডেমী) ২১৩৫]

আলী ইবনু হুজুর আস সা’দী (রহঃ) ..... আবূ মারসাদ আল গানাবী (রাদিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাতও আদায় করবে না। [সহীহ মুসলিম (হাঃএকাডেমী) ২১৪০]

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন? (সূরা ত্বীন, ৯৫/০৮)
24/08/2024

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
(সূরা ত্বীন, ৯৫/০৮)

24/08/2024

টাকা নেয়ার জন্য না বরং টাকা দেওয়ার জন্য লাইনে দাড়াতে হয়। বন্যার্তদের জন্য টাকা সংগ্রহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী।
এমন দেশ সবাই আশা করে।

24/08/2024

#আল্লাহ ছাড় দেয় কিন্তুু ছেড়ে দেয় না।
তিনি নিজেই বলেছিলেন আমি দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ফাঁসি দিয়েছি।

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hide-And-seek"Mind" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share