দেবী

দেবী নহে দেবী,নহে সামান্যা নারী�

এই পেজের পোস্ট দেখে কেউ আমার ব্যক্তিত্ব বিচার করবেন না। এগুলো শুধু চিত্তের প্রশান্তির জন্য।🖤
(1)

জীবনবৃত্তান্তের রূপরেখা ফুটিয়ে তোলার বহিঃপ্রকাশ হলো “দেবী”

22/08/2025

কারোর জীবনের দীর্ঘ সময়, কারো এফোর্ট, ইমোশন জেনেবুঝে খুব যত্ন করে নষ্ট করার পর বলবেন, "সরি আমার ভুল হয়েগেছে"।

ইচ্ছাকৃতভাবে বা জেনেবুঝে এমন একটা কাজ করবেন যাতে অপরদিকে থাকা ব্যাক্তির ইমোশনাল, মেন্টাল ড্যামেজ হবে, ওভার থিংক করবে, কোন কোন ক্ষেত্র তার লাইফেও বাজেভাবে নেগেটিভ ইফেক্ট করবে। তারপর আপনার দ্বায়িত্ব শুধুমাত্র হয়ে দাঁড়ায় কিছুদিন পর এসে বলা " I am Sorry আমার ভুল হয়ে গেছে "। আপনিতো নিজেকে যেন গিল্টে পড়তে না হয় তাই সরি বলেই রেহাই, কিন্তু আপনি আপনার এই " সরি " দিয়ে অপরদিকে হওয়া ড্যামেজের কিঞ্চিৎও কমাইতে পারবেন?

তাই কিছু করার আগে, বলার আগে ভাবনা চিন্তা করে করবেন, যেন অন্যের ড্যামেজের কারণ হয়ে গিয়ে পরে বলতে না হয় "সরি"!!

আর যা ইচ্ছাকৃত করা তা ভুল না, বরং জেনে বুঝে কারো ক্ষতি করে দেওয়া।।

🖊️ নন্দিনী কর্মকার।।

22/08/2025

কিছু কিছু মেয়েকে দেখবেন, অতিরিক্ত রাগে শরীর, হাত, পা কাঁপতে শুরু করে, চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকে, চিল্লাপাল্লা করে! তবে এটা কষ্টের জন্য নয়, বরং তীব্র রাগে রক্ত চক্ষু ধারণা করে এ ধরনের মেয়েরা!

আবার এই একই ধরনের মেয়েদের'কে দেখবেন, অনেক কঠিন পরিস্থিতিতেও একদম মাথা ঠান্ডা রাখতে। কেউ কিছু বললেও সহজে উত্তর দিবে না। যদি নিজের কোনো দোষ নাও থাকে, তবুও তা ব্যাখ্যা দিবে না। বরং দেখবেন, খুবই সহজ সাবলীল ব্যবহার করছে আপনার সাথে। দেখলে বুঝতেই পারবেন না এর ভেতরে কি চলছে! এই রুপটাই তখন সবচেয়ে 'ভয়ংকর' হয়।

কারণ, রাগে'র চেয়েও ঠান্ডা মাথায় যখন মানুষ কোনো কথা হজম করে তখন সে যে কি ভয়ংকর রুপ ধারণ করতে পারে, তা কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারে না। 🙂

তাই একটা মানুষকে এতো আত্মসম্মানে আঘাত করবেন না, যে পরবর্তীতে তার ভয়ংকর রুপ টা আপনার দেখতে হয়।
©জাকিয়া রিতু

22/08/2025

মায়া'র কোন ওজন নেই,অথচ আমাদের জন্য এই ওজনহীন মায়া'ই ভীষণ রকম ভারী.!😔💔

22/08/2025

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে' পেছনে আর ফিরে না তাকানো'ই শ্রেষ্ঠ প্রতিশোধ..!😊❤️‍🩹

22/08/2025

অথচ বোবা কান্নার আর্তনাদ কেউ টের'ই পেলোনা কোনোদিন.!😔💔🥀

21/08/2025

বাইরে থেকে হাসি খুশি দেখানোর জন্য ভেতর থেকে অনেকটা লড়াই করতে হয় ভাই.!🥺💔

তুমি যদি ভেবে থাকো কেউ একজন থাকবে, যে তোমার চোখের জল মুছে দেওয়ার দায়িত্ব নিবে, তোমায় খুব যত্নে আগলে রাখবে। তাহলে সবচেয়ে ...
21/08/2025

তুমি যদি ভেবে থাকো কেউ একজন থাকবে, যে তোমার চোখের জল মুছে দেওয়ার দায়িত্ব নিবে, তোমায় খুব যত্নে আগলে রাখবে। তাহলে সবচেয়ে বড় ভুলটা তুমিই করছো। কে কার চোখের জল মুছে দেয়, বলো? আর দিলেও কয়দিন? ১ দিন.... ২ দিন.... তারপর?

তুমি বাস্তবতাকে যতটা সহজ ভাবছো বাস্তবতা ওতটা সহজ নয়। বাস্তবতা এতটাই কঠিন, যা তোমার কল্পনার বাইরে। এখানে প্রতিটা পদক্ষেপ পরিবর্তনশীল। একটু পরেই কী হবে, তা আমরা কেউ জানি না। সে ক্ষমতাও নেই আমাদের। তাহলে তুমি কীভাবে ভেবে থাকো এই নিষ্ঠুর বাস্তবতা তোমার সকল শূন্যতাকে পূর্ণতায় রূপ দিবে! আর দিলেও বা তা কতক্ষাণি ?

আসলে কী বলো তো, এখানের এই নির্মম পৃথিবীতে এত আবেগ নিয়ে হাঁটলে হোঁচট তুমি খাবেই। হয়তো দু'দিন আগে কিংবা পরে। কেউ দিবে না তোমার অনুভূতির মূল্য। যাকে আপনভেবে গলা ফাটাচ্ছো, নিয়তি তাকেই সবচেয়ে বেশি পর করে দিবে। এটাই হয়তো জগতের নিয়ম।

তাই অন্যের উপর নির্ভর হয়ে জীবন চালানোর ভুলটা করো না আর। নিজেকে নিজের শক্তি বানাও। নজরুলের মতো বলতে শেখো, “আমিই আমার কর্ণধার, আমার পথ দেখাবে আমার সত্য!”

_ নাবিলা তাসনিম

21/08/2025

তুমি নিজেই তো বলেছিলে, যারা থাকার তারা এমনিতেই থেকে যায়, তাহলে সবকিছুর পরেও, তুমি থেকে গেলে না কেন?'💔

21/08/2025

নিস্তব্ধ এই মধ্য রাতে...

কেউ কেউ নতুন সুখের স্বপ্ন বুনছে.!😍
কেউ প্রিয়জন হারিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে।💔

21/08/2025

পৃথিবী বড়ই অদ্ভুত!
চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মায়ায় আটকে যাওয়া! তারপর হারানোর ভয় পেতে পেতে সত্যিই মানুষটা হারিয়ে যাওয়া!😊
জীবনটা কতোইই সুন্দর 💔

21/08/2025

যা কিছু সত্য তাঁর সবটুকু চোখে দেখা যায় না, যা চোখে দেখা যায় তাঁর সবটুকু সত্য নয়.....🌸

21/08/2025

একজনের' সাথেই কথা বলা টা কে 'অভ্যাস' বানিয়ে ফেলার মতো 'বাজে' ব্যাপার আর নাই! সেই মানুষ টার সাথে কথা বলা বন্ধ হয়ে গেলে আর ভালো লাগে না! কথা বলার মতো অনেক মানুষ থাকলেও কারো সাথেই কথা বলে শান্তি লাগে না। কারো মেসেজের রিপ্লাই দিতে ইচ্ছে করেনা,কাউকে নক দিতেও ইচ্ছে করেনা। সারাক্ষন ই অশান্তি লাগে!
আমাদের কথা জমানোর 'ডাকবাক্স' টা হারিয়ে গেলে আমরা কথা বলতে না পারার কষ্টে ভুগতে থাকি। কাউকেউ আর তার মতো মনে হয়না! অন্য কারো সাথে কথা বলতে গেলেও তার কথা মনে হয়! সেই মানুষ টা ইনবক্স থেকে সরে গেলেও মন থেকে সরে না! সরাতে পারিনা! অভ্যাস খারাপ জিনিস! খুব ই খারাপ!

Address

Deora Bazar
Faridpur
7931

Alerts

Be the first to know and let us send you an email when দেবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেবী:

Share

Category