দেবী

দেবী নহে দেবী,নহে সামান্যা নারী�

এই পেজের পোস্ট দেখে কেউ আমার ব্যক্তিত্ব বিচার করবেন না। এগুলো শুধু চিত্তের প্রশান্তির জন্য।🖤
(1)

জীবনবৃত্তান্তের রূপরেখা ফুটিয়ে তোলার বহিঃপ্রকাশ হলো “দেবী”

শখের অনেক কিছুই ছিল সময়ের বির্বতনে আজ কিছুই নেই আর কোনো শখ ও নেইই ☘️🙂🖤
17/09/2025

শখের অনেক কিছুই ছিল সময়ের বির্বতনে আজ কিছুই নেই আর কোনো শখ ও নেইই ☘️🙂🖤

ফ্যা"মি"লির কারণে যাদের মন খারাপ হয়, তাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ তম শান্তনাও মূল্য-হীন.!!💔😅
17/09/2025

ফ্যা"মি"লির কারণে যাদের মন খারাপ হয়, তাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ তম শান্তনাও মূল্য-হীন.!!💔😅

17/09/2025

ইদানিং আর কোন কিছু নিয়ে অতিরিক্ত আশা করতে ইচ্ছে করে না কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি যেটা নিয়ে অতিরিক্ত আশা করি সেটা বেশিরভাগ সময়ই নিরাশায় পরিণত হয়,তাই অতিরিক্ত আশা করা বাদ দিয়ে দিয়েছি যা হবার হবে না হলে না,আশা যত কম দুঃখ তত কম!🌼🤍

হঠাৎ মনে হলো–কে জানি নেই, তারপর মনে পড়লো আমার তো কোনোকালেই কেউ ছিলো না!💔😅
17/09/2025

হঠাৎ মনে হলো–কে জানি নেই, তারপর মনে পড়লো আমার তো কোনোকালেই কেউ ছিলো না!💔😅

17/09/2025

এই যে,
আমার জ্বর আসে দুচোখ দিয়ে অনবরত জল পড়ে অথচ
জলপট্টি দেওয়ার সেই তুমিটাই এখন বহুদূরে।

জ্বরের ঘোরে আবুল তাবুল বলতে থাকি তোমায় নিয়ে।
স্বপ্নে দেখি তুমি আমার মাথার পাশে বসেই চুলে হাত বুলিয়ে দিচ্ছো আলতো করে।
অথচ, ঘুম ভাঙ্গলেই তুমি হারিয়ে যাও শীতের কুয়াশার মতো করে। আর আমি ভেবে বসি
তুমি এসেছো আবার ফিরে ঠিক আমার কাছে। তবে সব স্বপ্ন কি আর সত্যি হয়,কিছু স্বপ্ন শুধু ঘুমের ঘরেই সীমাবদ্ধ থাকে।

_ জিবা জাফরিন

17/09/2025

বেঁচে থাকার জন্য আমরা আহামরি চাহিদা কখনোই ছিলো না। মাথা গোঁজার মতো একটু ঠাঁই, একটা নিজের মানুষ, পরিচিত একটা ঠিকানা, আর বিষন্নতায় নির্ভরতার একটা কাঁধ। এই ছোট্ট জীবনে এই তো ঢের।

অথচ চোখের সামনে আমরা এই ছোট ছোট প্রত্যাশার মৃ*ত্যু হতে দেখি প্রতিনিয়ত। কত সহজে, কত সস্তায় আমাদের এই ছোট ছোট স্বপ্নগুলো বিলীন হয়ে যায়। সহজ- সরল উপলব্ধি বদলে যায় নির্মম বাস্তবতায়।

আসলে যারা খুব বেশি কিছু প্রত্যাশা করে না। অল্প কিছুতেই খুশি হয়ে যায়। তাদের ভাগ্যে সেই অল্পটুকুই জুটে না। ছোট ছোট ইচ্ছেগুলোও পূরণ হয় না। অপূর্ণই থেকে যায় সব। ইচ্ছেগুলো ছোট বলে সেগুলো কারও চোখেই পড়ে না। প্রত্যাশা কম বলে সেগুলো পূরণ করার প্রয়োজনীয়তাও কেউ অনুভব করে না।

তবুও বেলাশেষে আমরা পথ চেয়ে থাকি নতুন কিছুর আশায়। জন্ম নেয় নতুন কোন প্রত্যাশা, নতুন স্বপ্ন। আর যাই হোক গোটা একটা জীবন বোধহয় একেবারেই প্রত্যাশাহীন কাটানো যায় না। কারও না কারও কাছে তে প্রত্যাশা রাখতেই হয়। ভেঙে যাবে জেনেও তো রঙিন স্বপ্ন দেখতেই হয়। হতাশার চরমে ডুবে গিয়েও নতুন কোন সুন্দর শুরুর অপেক্ষায় আশায় বুক বাঁধতে হয়। এটাই তো জীবন!!

লেখক- মেহেদী হাসান শুভ্র

কারো অনুশোচনা ভরা চোখ কখনো ফিরিয়ে দিতে নেই।বৃষ্টির পর স্নিগ্ধ আকাশের মতোই অনুশোচনা ভরা চোখ স্নিগ্ধতায় ঘিরে থাকে।
17/09/2025

কারো অনুশোচনা ভরা চোখ কখনো ফিরিয়ে দিতে নেই।
বৃষ্টির পর স্নিগ্ধ আকাশের মতোই অনুশোচনা ভরা চোখ স্নিগ্ধতায় ঘিরে থাকে।

16/09/2025

"তোমাকে ছাড়া বাঁচতে পারবোনা"প্রতিজ্ঞা করা স্বত্বেও জীবিত মানুষগুলো আপন চোখের সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছে!

মানুষগুলো ঠিকই বেঁচে আছে,আমাকে আপনাকে ছাড়াই বেঁচে আছে,
মানুষগুলো বেঁচে আছে,খুব সুন্দর ভাবেই বেঁচে আছে!
শুধু মরেছে"তোমাকে ছাড়া বাঁচতে পারবোনা"কথাটা বিশ্বাস করা অপর প্রান্তের মানুষগুলোর মন।

কোন অভিযোগ নেই আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো বলবো না!!😅💔
16/09/2025

কোন অভিযোগ নেই আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো বলবো না!!😅💔

16/09/2025

যে মানুষটা আজ ভালোবাসা শব্দ'টা ঘৃ/ণা করে,
একদিন সে নিজের সবটা দিয়ে কেউকে ভালোবেসেছিল!🙂

16/09/2025

কিছু মানুষ এতোই হাসি-খুশি থাকে যে, তাদের আচরণে আপনি বুঝতেইই পারবেন না এরা আসলে প্রচন্ড ক*ষ্ট নিয়ে বেঁচে আছে!💔😅

Address

Deora Bazar
Faridpur
7931

Alerts

Be the first to know and let us send you an email when দেবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেবী:

Share

Category