22/08/2025
কারোর জীবনের দীর্ঘ সময়, কারো এফোর্ট, ইমোশন জেনেবুঝে খুব যত্ন করে নষ্ট করার পর বলবেন, "সরি আমার ভুল হয়েগেছে"।
ইচ্ছাকৃতভাবে বা জেনেবুঝে এমন একটা কাজ করবেন যাতে অপরদিকে থাকা ব্যাক্তির ইমোশনাল, মেন্টাল ড্যামেজ হবে, ওভার থিংক করবে, কোন কোন ক্ষেত্র তার লাইফেও বাজেভাবে নেগেটিভ ইফেক্ট করবে। তারপর আপনার দ্বায়িত্ব শুধুমাত্র হয়ে দাঁড়ায় কিছুদিন পর এসে বলা " I am Sorry আমার ভুল হয়ে গেছে "। আপনিতো নিজেকে যেন গিল্টে পড়তে না হয় তাই সরি বলেই রেহাই, কিন্তু আপনি আপনার এই " সরি " দিয়ে অপরদিকে হওয়া ড্যামেজের কিঞ্চিৎও কমাইতে পারবেন?
তাই কিছু করার আগে, বলার আগে ভাবনা চিন্তা করে করবেন, যেন অন্যের ড্যামেজের কারণ হয়ে গিয়ে পরে বলতে না হয় "সরি"!!
আর যা ইচ্ছাকৃত করা তা ভুল না, বরং জেনে বুঝে কারো ক্ষতি করে দেওয়া।।
🖊️ নন্দিনী কর্মকার।।