09/10/2024
হিন্দুদের পূজা আসছে। আপনার এলাকার আশেপাশে পূজার মণ্ডপ থাকলে সেখানে কয়েকদিনের জন্য ওয়াজ-মাহফিল করা থেকে বিরত থাকেন। এবং সে হিন্দু ভাই-বোনদেরও বলুন নামায এবং আজানের সময়টুকু যাতে তারা গান-বাজনা বন্ধ রাখে। ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য ইচ্ছাকৃত পূজার মন্ডপের আশেপাশে কয়েকদিনের জন্য ওয়াজ-মাহফিল করবেন না। তাঁদের পূজো বেশিদিন হয় না (সম্ভবত ৭-৯ দিন) এই দিনে আমরা আমাদের পরিচয় দিই। কারন নবী করীম (সঃ) - অন্যের ধর্মকে সম্মান করতে বলেছেন।